WB Gram Panchayat Practice Set 24: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।
WB Gram Panchayat Practice Set 2024
গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WB Gram Panchayat Practice Set 24
আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।
Table of Contents
প্রশ্ন. পর্যটক দেইমাকাস কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- বিন্দুসার
প্রশ্ন. পর্যটক ডাওনিসিয়াস কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- অশোক
প্রশ্ন. পর্যটক ফা-হিয়েন কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত
প্রশ্ন. পর্যটক হিউয়েন সাং কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- হর্ষবর্ধন
প্রশ্ন. পর্যটক আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- দ্বিতীয় দেব রায়
প্রশ্ন. পর্যটক দুয়ার্ত বারবোসা কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- কৃষ্ণদেব রায়
প্রশ্ন. পর্যটক দোমিগো পেজ কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- কৃষ্ণদেব রায়
প্রশ্ন. পর্যটক সুলেইমান আল মহরি কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- দেবপাল
প্রশ্ন. পর্যটক ফার্নাও নুনিস কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- অচ্যুৎদেব রায়
প্রশ্ন. পর্যটক ফ্রান্সিসকো পেলমার্ট কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- জাহাঙ্গীর
প্রশ্ন. Linux হলো একটি _____ এর উদাহরণ ?
উত্তর:- ওপেন সোর্স সফ্টওয়্যার
প্রশ্ন. কোনটির সাহায্যে কম্পিউটার উচ্চ লেভেলের প্রোগ্রাম কে নিম্ন লেভেলের প্রোগ্রামে রূপান্তর ঘটায় ?
উত্তর:- কম্পাইলার এবং ইন্টারপ্রিটার
প্রশ্ন. Unix কে তৈরি করেন ?
উত্তর:- Ken Thompson
প্রশ্ন. পেজ মেকার সফ্টওয়্যার কোন অপারেটিং সিস্টেমে সাথে সম্পর্কিত ?
উত্তর:- উইন্ডোজ
প্রশ্ন. Oracle হলো এক ধরণের _____ সফ্টওয়্যার ?
উত্তর:- ডেটাবেস সফ্টওয়্যার
প্রশ্ন. কম্পিউটারে ব্যবহৃত শব্দ CAD এর পুরো কথা কি ?
উত্তর:- Computer Aided Design
প্রশ্ন. যখন কম্পিউটার খোলা হয় তখন বুট রুটিন কোন টেস্ট সম্পন্ন করে ?
উত্তর:- ডিস্ক ড্রাইভ টেস্ট
প্রশ্ন. MS Word হলো এক ধরণের _____ সফ্টওয়্যার ?
উত্তর:- অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার
প্রশ্ন. হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম কে কম্পাইলার কিসে অনুবাদ করে ?
উত্তর:- মেশিন ল্যাঙ্গুয়েজ
প্রশ্ন. অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার হলো একটি ______ এর উদাহরণ ?
উত্তর:- সিকিউরিটি ইউটিলিটি
প্রশ্ন. কোন রাজ্যের অন্যতম বিখ্যাত উৎসব হলো ‘Ugadi’ ?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ
প্রশ্ন. রেয়ন কাপড় প্রস্তুতিতে কোন ধরণের ফাইবার ব্যবহৃত হয় ?
উত্তর:- সেলুলোজ
প্রশ্ন. ভারতের বৃহত্তম রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্গানাইজেশন টি হলো ?
উত্তর:- কাউন্সিল অফ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (CSIR)
প্রশ্ন. আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- সুইজারল্যান্ড
প্রশ্ন. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণের উল্লেখ রয়েছে ?
উত্তর:- আর্টিকেল 60
প্রশ্ন. ডোগরি ভাষা মূলত ভারতের কোন রাজ্যে সর্বাধিক পরিমানে ব্যবহৃত হয় ?
উত্তর:- জম্মু-কাশ্মীর
প্রশ্ন. পত্রিকা গেট ভারতের কোন শহরে অবস্থিত ?
উত্তর:- জয়পুর
প্রশ্ন. ভারতে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কে নিয়ন্ত্রণ করে ?
উত্তর:- SEBI এবং RBI
প্রশ্ন. প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) কোন সালে লঞ্চ করা হয় ?
উত্তর:- 2019
প্রশ্ন. জাতীয় গ্রাহক অধিকার দিবস কোন তারিখে পালিত হয় ?
উত্তর:- 24 শে ডিসেম্বর
Budget Friendly Laptop for Students
Sleek Performance: Acer Aspire Lite AMD Ryzen 5 Laptop with 8GB RAM, 512GB SSD, and Full HD Display