---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৬

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set 2024 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৬

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-26 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট l WB Gram Panchayat Practice Set-26

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন. ভারতীয় ফুটবলার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার কে পান ?

উত্তর:- পি কে ব্যানার্জি

প্রশ্ন. ভারতের প্রথম সংগীত শিল্পী হিসাবে ভারতরত্ন পান ?

উত্তর:- শুভালক্ষ্মী

প্রশ্ন. ভারতের প্রথম মহিলা স্পিকার কে ?

উত্তর:- মীরা কুমার

প্রশ্ন. ফোনোমিটার কি পরিমাপ করে ?

উত্তর:- শব্দের স্তর পরিমাপ

প্রশ্ন. সিলোমিটার কি পরিমাপ করে ?

উত্তর:- পৃথিবীর উপরে মেঘের উচ্চতা নির্নয়

প্রশ্ন. ডায়াগোমিটার দিয়ে কি পরিমাপ করা যায় ?

উত্তর:- তড়িৎ পরিবাহিতা

প্রশ্ন. ইউডিওমিটার কি পরিমাপ করে ?

উত্তর:- বায়ুর শুদ্ধতা পরিমাপ

প্রশ্ন. হেলিওস্কোপ কি কাজ করে ?

উত্তর:- চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণ

প্রশ্ন. ভারতের প্রথম পদ্মশ্রী জয়ী অভিনেত্রী কে ?

উত্তর:- নার্গিস দত্ত

প্রশ্ন. বুকার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ?

উত্তর:- অরুন্ধতী রায়

প্রশ্ন. চিনি শিল্প প্রথম কোন রাজ্যে গড়ে ওঠে ?

উত্তর:- বিহারে

প্রশ্ন. স্ট্যাচু অব ইউনিটির উচ্চতা কত ?

উত্তর:- 597 ফুট

প্রশ্ন. কোন শহরে সর্বপ্রথম বেতার কেন্দ্র স্থাপিত হয় ?

উত্তর:- মুম্বাই

প্রশ্ন. কোথায় সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ?

উত্তর:- দার্জিলিং

প্রশ্ন. কোন শহরে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয় ?

উত্তর:- দিল্লী

প্রশ্ন. শ্রী প্রতাপ সিং মিউজিয়াম কোথায় অবস্থিত ?

উত্তর:- শ্রীনগর

প্রশ্ন. আইল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত ?

উত্তর:- উদয়পুর

প্রশ্ন. স্বরাজ ভবন (আনন্দ ভবন) কোথায় অবস্থিত ?

উত্তর:- এলাহাবাদ

প্রশ্ন. প্রথম কোন ভারতীয় রামন ম্যাগসাইসাই পুরস্কার পান ?

উত্তর:- অমিতাভ চৌধুরী

প্রশ্ন. CFL এর পুরো কথা কি ?

উত্তর:- Compact Fluorescent Lamps

প্রশ্ন. 37 তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?

উত্তর:- ভারত এবং মায়ানমার

প্রশ্ন. ‘প্রথম প্রতিশ্রুতি’ গ্রন্থটি কার লেখা ?

উত্তর:- আশাপূর্ণা দেবী

প্রশ্ন. চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

উত্তর:- রাজেন্দ্র চোল

প্রশ্ন. পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন ?

উত্তর:- নরসিংহ বর্মন

প্রশ্ন. কোন মুঘল সম্রাট ‘গাজি’ উপাধি ধারণ করেছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর

প্রশ্ন. মহম্মদ বিন তুঘলকের পূর্বের নাম কি ছিল ?

উত্তর:- জুনা খাঁ

Best Affordable Gaming Laptop: Acer Aspire 5 Gaming Laptop: 13th Gen Intel i5, 8GB RAM, 512GB SSD, RTX 2050, 15.6″ FHD, Steel Gray

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment