---Advertisement---

WB Gram Panchayat Practice Set – 22 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট 2024

By Siksakul

Published on:

WB Gram Panchayat Practice Set
---Advertisement---

WB Gram Panchayat Practice Set – 22: সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set 2024 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২2

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-21 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট l WB Gram Panchayat Practice Set in Bengali

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া

পর্যটক দেইমাকাস কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- বিন্দুসার

পর্যটক ডাওনিসিয়াস কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- অশোক

পর্যটক ফা-হিয়েন কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- দ্বিতীয় চন্দ্রগুপ্ত

পর্যটক হিউয়েন সাং কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- হর্ষবর্ধন

পর্যটক আব্দুর রাজ্জাক কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- দ্বিতীয় দেব রায়

পর্যটক দুয়ার্ত বারবোসা কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- কৃষ্ণদেব রায়

পর্যটক দোমিগো পেজ কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- কৃষ্ণদেব রায়

পর্যটক সুলেইমান আল মহরি কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- দেবপাল

পর্যটক ফার্নাও নুনিস কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- অচ্যুৎদেব রায়

পর্যটক ফ্রান্সিসকো পেলমার্ট কার রাজসভায় এসে পৌঁছান ?
উত্তর:- জাহাঙ্গীর

Linux হলো একটি _ এর উদাহরণ ?
উত্তর:- ওপেন সোর্স সফ্টওয়্যার

কোনটির সাহায্যে কম্পিউটার উচ্চ লেভেলের প্রোগ্রাম কে নিম্ন লেভেলের প্রোগ্রামে রূপান্তর ঘটায় ?
উত্তর:- কম্পাইলার এবং ইন্টারপ্রিটার

Unix কে তৈরি করেন ?
উত্তর:- Ken Thompson

পেজ মেকার সফ্টওয়্যার কোন অপারেটিং সিস্টেমে সাথে সম্পর্কিত ?
উত্তর:- উইন্ডোজ

Oracle হলো এক ধরণের _ সফ্টওয়্যার ?
উত্তর:- ডেটাবেস সফ্টওয়্যার

কম্পিউটারে ব্যবহৃত শব্দ CAD এর পুরো কথা কি ?
উত্তর:- Computer Aided Design

যখন কম্পিউটার খোলা হয় তখন বুট রুটিন কোন টেস্ট সম্পন্ন করে ?
উত্তর:- ডিস্ক ড্রাইভ টেস্ট

MS Word হলো এক ধরণের _ সফ্টওয়্যার ?
উত্তর:- অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার

হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম কে কম্পাইলার কিসে অনুবাদ করে ?
উত্তর:- মেশিন ল্যাঙ্গুয়েজ

অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার হলো একটি __ এর উদাহরণ ?
উত্তর:- সিকিউরিটি ইউটিলিটি

Best Laptops for Students: Top Picks for All Budgets & Needs
Lenovo ThinkBook 15 G5 AMD Ryzen 3 15.6″ FHD Antiglare 250 Nits Thin and Light Laptop (8GB RAM/512GB SSD/Windows 11 Home/Fingerprint Reader/Mineral Grey/1 Year Onsite/1.7 kg), 21JF002JIN
---Advertisement---

Related Post

RRC Recruitment 2025: Apply Now for 1104 Vacancies – Check Post Details, Age Limit & Application Process

RRC Recruitment 2025: Apprenticeship Training Vacancies Available Across Various Workshops/Units RRC is inviting applications from eligible candidates to fill Apprenticeship Training positions at multiple workshops/units. RRC Recruitment 2025: ...

FSSAI Assistant Recruitment 2025: Apply Now for 15,000+ Vacancies

FSSAI Assistant Recruitment 2025: The Food Safety and Standards Authority of India (FSSAI) has launched its 2025 recruitment drive, offering over 15,000 vacancies for the post of Assistant. ...

IOCL Non-Executive Recruitment 2025: Apply Today for 246 Posts

IOCL Non-Executive Recruitment 2025: Indian Oil Corporation Limited (IOCL) has released a notification for the recruitment of 246 Non-Executive personnel across multiple states in India. This is a ...

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

Leave a Comment