---Advertisement---

WB ICDS Practice Set 11, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ১১

By Siksakul

Published on:

WB ICDS Practice Set
---Advertisement---

WB ICDS Practice Set: আপনারা যারা প্রতিদিন আমাদের ICDS Anganwadi প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করেন, তাদের জন্য আজকে আমরা একদম নতুন স্পেশাল ICDS Practice Set 11 আপলোড করলাম। আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদের মাধ্যমে প্র্যাকটিস সেটে দেওয়ার টপিক গুলিকে  সিলেক্ট করা হয়। তাই নিজের সাফল্যকে আরো দ্রুত এগিয়ে আনার জন্য ব্যক্তিগত প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আমাদের এই প্র্যাকটিস সেটে অংশগ্রহণ করুন। 

WB ICDS Practice Set 11, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ১১

(1). শশাঙ্ক নিম্নে উল্লেখিত কোন রাজবংশের রাজা ছিলেন? 

(i) কামরূপ (ii) পাল (iii) সেন (iv) গৌড় 

(2). কাদম্বরী রচয়িতার নাম কি?

(i) বানভট্ট (ii) ক্ষেমেন্দ্র (iii) কলহন (iv) ভবভূতি 

(3). বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কোন রাজা স্থাপন করেছিলেন?

(i) বল্লাল সেন (ii) ধর্মপাল (iii) ধ্রুব (iv) দেবপাল  

(4). মালয় দ্বীপপুঞ্জ শাসন করত কোন রাজবংশ?

(i) শৈলেন্দ্র (ii) চোল (iii) চেরা (iv) পান্ডিয়া  

(5). ডুরান্ড রেখা সীমানা নির্ধারণ করে__

(i) ভারত তিব্বত (ii) ভারত চীন (iii) ভারত আফগানিস্তান (iv) ভারত ভুটান   

(6). ১০ ডিগ্রি চ্যানেল সম্পর্ক যুক্ত __

(i)  চীন ও তাইওয়ান (ii) জাভা ও সুমাত্রা (iii) আন্দামান ও নিকোবর (iv) নিকোবর ও সুমাত্রা  

(7). ভারতীয় সংবিধানে সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?

(i) ৯ (ii) ৬ (iii) ৭ (iv) ৮  

WB ICDS Worker & Helper Practice Set l ICDS Anganwadi Practice Set

(8). সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয় কোনটি?

(i) যথেষ্ট ভাবে জীবিকা অর্জনের অধিকার (ii) সাম্যর অধিকার (iii) স্বাধীনতার অধিকার (iv) শোষণের বিরুদ্ধে অধিকার 

(9). পরিকল্পনার ধারণা ভারতে প্রথমবারের জন্য আসে

(i) আর্ডেশীর দালাল (ii) জওহরলাল নেহেরু (iii) সুভাষচন্দ্র বসু (iv) এম বিশ্বেশ্বরাইয়া 

(10). ১৯৫০ সালের মার্চে কে পরিকল্পনা কমিশন গঠন করে?

(i) পি সি মহলনবিশ  (ii) জওহরলাল নেহেরু (iii) সি ডি দেশমুখ (iv) উপরের কোনোটিই নয়  


Ans: (1) গৌড় (2) বানভট্ট (3) ধর্মপাল (4) শৈলেন্দ্র (5) ভারত আফগানিস্তান (6) আন্দামান  ও নিকোবর (7) ৬ (8) যথেষ্ট ভাবে জীবিকা অর্জনের অধিকার (9) এম বিশ্বেশ্বরাইয়া (10) জওহরলাল নেহেরু।

---Advertisement---

Related Post

🇮🇳 50 Important MCQ Questions and Answers on River Dams in India l ভারতের নদী বাঁধ নিয়ে ৫০টি গুরুত্বপূর্ণ MCQ প্রশ্নোত্তর

Important MCQ Questions and Answers on River Dams in India : ভারত একটি নদীমাতৃক দেশ—যেখানে ছোট-বড় অসংখ্য নদী প্রবাহিত হয়ে দেশের কৃষি, পানীয় জল, শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনে ...

Important 10 Major river dams in India for All Competitive Exams l ভারতের প্রধান ১০টি নদী বাঁধসমূহ: একটি বিস্তারিত বিশ্লেষণ

Major river dams in India: ভারত, এক নদীমাতৃক দেশ, যেখানে নদী বাঁধসমূহ কৃষি, জলবিদ্যুৎ উৎপাদন, পানীয় জল সরবরাহ, এবং বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ...

🇮🇳 50 Important Questions and Answers about Hills and Mountains of India l ভারতের পাহাড় ও পর্বত সম্পর্কিত ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers about Hills and Mountains of India: ভারতের ভৌগোলিক বৈচিত্র্য শুধু সমুদ্র ও নদীতেই সীমাবদ্ধ নয়—পাহাড় ও পর্বতের ক্ষেত্রেও দেশের প্রতিটি অঞ্চল নিজস্ব পরিচয়ে অনন্য। ...

🇮🇳 Important 50 MCQ Questions and Answers on Indian National Movement l ভারতের জাতীয় আন্দোলনের উপর গুরুত্বপূর্ণ ৫০টি MCQ প্রশ্নোত্তর – একনজরে

Important 50 MCQ Questions and Answers on Indian National Movement: ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল এক দীর্ঘ ও সংগ্রামী ইতিহাস, যার মাধ্যমে দেশবাসী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসীম সাহস, আত্মত্যাগ ...

Leave a Comment