---Advertisement---

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ১, WB ICDS Worker & Helper Practice Set 1

By Siksakul

Published on:

ICDS Worker & Helper Practice Set
---Advertisement---

WB ICDS Worker & Helper Practice Set 1 – পশ্চিমবঙ্গে ২০২৪ সালে নতুন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে বিভিন্ন জেলায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মী নিয়োগের। সেই পরীক্ষার প্রস্তুতির জন্য আপনাদের সুবিধার জন্য বাছাই করা প্রশ্ন ও উত্তর আপলোড করা হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে।

প্রতিদিন ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়ে প্রাকটিস সেট দেওয়া হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এক নজরে দেখে নিতে পারবেন। খুব কম সময়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। WB ICDS Worker & Helper Practice Set 1

ICDS Worker & Helper Practice Set

১) অঙ্গনা শব্দটির অর্থ কি?
উত্তর মহিলা বা স্ত্রীলোক।
২) অঙ্গনারী প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর – শিশুদের ক্ষুধা ও অপুষ্টির বিরুদ্ধে লড়াই করা।
৩) ICDS প্রকল্প কত সালে চালু হয়?
উত্তর ১৯৭৫ সালের ২ রা অক্টোবর।
৪) কত বছর বয়স থেকে শিশুকে বিকল্প খাদ্য দেওয়া হয়?
উত্তর ৬ মাস থেকে।
৫) গর্ভবতী মা থেকে শিশুকে কোন রোগটি সংক্রামিত হতে পারে?
উত্তর – AIDS.
৬) কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
উত্তর – ভিটামিন বি কমপ্লেক্স।
৭) টাইফয়েড রোগের জীবাণুর নাম কি?
উত্তর বেসিলাস টাইফোমাস।
৮) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
উত্তর – ভিটামিন A এর অভাবে।
৯) শিশুর বিকাশের স্তর গুলি কি কি?
উত্তর শিশুর বিকাশ কে চারটি ভাগে ভাগ করা হয়। যেমন – কৈশোর, যৌবন, বাল্য ও শৈশব।
১০) কোন প্রাণী কলেরা রোগের জীবাণু বহন করে?
উত্তর – মাছি।

আজকের এই প্রাকটিস সেট গুলি কিছু বাছাই করে প্রশ্ন তৈরি করা হয়েছে অঙ্গনারী ও পুষ্টি বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে। বিস্তারিত তথ্য মনোযোগ সহকারে পড়ে অবশ্যই কমেন্ট করবেন।

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment