WB ICDS Worker & Helper Practice Set 8: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সব মিলিয়ে কয়েক হাজার ICDS অঙ্গনওয়ারী কর্মী খুব শীগ্রই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্রাকটিস সেট নিয়ে আসছি। যেখান থেকে আপনারা সরাসরি কমন পেতে পারেন। আজকে আমরা একদম নতুন ICDS Practice Set 8 নিয়ে চলে এলাম। দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন।
WB ICDS Worker & Helper Practice Set 8, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৮
Table of Contents
1). বুদ্ধচরিত কার সঙ্গে সম্পর্কযুক্ত
(i) বিশাখদত্ত (ii) নাগার্জুন (iii) অশ্ব ঘোষ (iv) বসু মিত্র
(2). নিম্নে উল্লেখিত কোন রাজা নন্দ বংশের প্রতিষ্ঠা করেছিলেন?
(i) কালাশোক (ii) মহাপদ্মনন্দ (iii) নাগদশক (iv) ধননন্দ
(3). “কুণিক” ছিলেন ___
(i) অশোক (ii) বিম্বিসার (iii) অজাতশত্রু (iv) বিন্দুসার
(4). নিম্নে উল্লেখিত কোনটি মগধের প্রথম রাজধানী ছিল?
(i) বৈশালী (ii) পাটলীপুত্র (iii) কাশি (iv) রাজগৃহ
(5). ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি অবস্থিত __
(i) হায়দ্রাবাদ (ii) দেরাদুন (iii) কলকাতা (iv) চেন্নাই
(6). রাজধানী কার ইম্ফল?
(i) ত্রিপুরা (ii) অরুণাচল প্রদেশ (iii) মনিপুর (iv) নাগাল্যান্ড
ICDS Anganwadi l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট
(7). ভারতের লোকসভা কে ভেঙে দিতে পারে?
(i) প্রধানমন্ত্রীর উপদেশ লোকসভার অধ্যক্ষ (ii) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি (iii) প্রধানমন্ত্রী (iv) প্রধানমন্ত্রীর উপদেশে ভারতের রাষ্ট্রপতি
(8) কোনটি মুলতবি রাখলেও ভেঙে দেওয়া যায় না?
(i) রাজ্যসভা (ii) কোনও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক সংস্থা (iii) পুরনিগম (iv) লোকসভা
(9). কে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় খসড়া অনুমোদন করেন?
(i) রাষ্ট্রপতি (ii) সংসদ ও রাজ্য বিধানসভাসমূহ (iii) জাতীয় উন্নয়ন পর্ষদ (iv) পরিকল্পনা কমিশন
(10). কোন পরিকল্পনার পর বিরতি দেওয়া হয়েছিল?
(i) চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনা (ii) ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (iii) দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা (iv) তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা
Ans: (1) অশ্ব ঘোষ (2) মহাপদ্মনন্দ (3) অজাতশত্রু (4) রাজগৃহ (5) হায়দ্রাবাদ (6) মনিপুর (7) প্রধানমন্ত্রীর উপদেশে ভারতের রাষ্ট্রপতি (8)রাজ্যসভা (9) জাতীয় উন্নয়ন পর্ষদ (10) তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা।