WB ICDS Worker & Helper Practice Set 6: পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সব মিলিয়ে কয়েক হাজার ICDS অঙ্গনওয়ারী কর্মী খুব শীগ্রই নিয়োগ করা হবে। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা প্রতিদিন একটি করে স্পেশাল প্রাকটিস সেট নিয়ে আসছি। যেখান থেকে আপনারা সরাসরি কমন পেতে পারেন। আজকে আমরা একদম নতুন ICDS Practice Set 6 নিয়ে চলে এলাম। দ্রুত এই নতুন প্র্যাকটিস সেটে চোখ বুলিয়ে নিন।
WB ICDS Worker & Helper Practice Set 6, ICDS অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার প্র্যাকটিস সেট ৬
1). কাদম্বরীর লেখক কে?
(i) বানভট্ট (ii) ক্ষেমেন্দ্র (iii) কলহন (iv) ভবভূতি
(2). প্রাচীন ভারতের ইতিহাসে গবেষণার জন্য বিখ্যাত কোন ঐতিহাসিক?
(i) অমলেশ ত্রিপাঠী (ii) সতীশ চন্দ্র (iii) বিপান চন্দ্র (iv) রামশরণ শর্মা
(3). পরাগল খানের আমলে ___ কাব্যগ্রন্থকে বাংলা ভাষায় অনুবাদ করা শুরু হয়েছিল।
(i) ব্রহ্মসূত্র (ii) রামায়ণ (iii) মহাভারত (iv) উপনিষদ
(4). কোথায় তুলুভ রাজ বংশ রাজত্ব করত?
(i) বিজয়নগর (ii) বিজাপুর (iii) বিদার (iv) বাহমনী
(5). আয়তনের হিসেবে ভারতের নিন্মলিখিত কোন জেলা বৃহত্তম?
(i) বর্ধমান (ii) বস্তার (iii) কচ্ছ (iv) লে লাদাখ
(6). সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের ১৩ ডিগ্রী উত্তর অক্ষাংশে অবস্থিত ___
(i) চাঁদিপুর (ii) চেন্নাই (iii) শ্রীহরিকোটা (iv) ট্রম্বে
(7). রাজ্যসভার সর্বোচ্চ সদস্যদের সংখ্যা __
(i) ৩৫০ এর বেশি নয় (ii) ১৫০এর বেশি নয় (iii) ২৫০ এর বেশি নয় (iv) ৩১০ এর বেশি নয়
(8) কোন আইনসভায় বিরোধী পক্ষের মর্যাদা পাওয়ার জন্য কমপক্ষে কতজন নির্বাচিত সদস্য থাকা প্রয়োজন?
(i) মোট নির্বাচিত সদস্য ৭ % (ii) মোট নির্বাচিত সদস্য ১০% (iii) মোট নির্বাচিত সদস্য ১৫ % (iv) মোট নির্বাচিত সদস্য ৫%
(9). নিম্নলিখিত উদ্দেশ্যগুলির মধ্য কোনটি ভারতীয় পরিকল্পনার লক্ষ্য নয়?
(i) উৎপাদনশীলতা বৃদ্ধি (ii) শিল্পবৃদ্ধি (iii) জনসংখ্যা বৃদ্ধি (iv) স্বনির্ভরতা বৃদ্ধি
(10). কত সালে প্রথম বারের জন্য ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল?
(i) ১৯৫১ (ii) ১৯৪৭ (iii) ১৯৪৯ (iv) ১৯৫০
Ans: (1) বানভট্ট (2) রামশরণ শর্মা (3) মহাভারত (4) বিজয়নগর (5) কচ্ছ (6) শ্রীহরিকোটা (7) ২৫০ এর বেশি নয় (8)মোট নির্বাচিত সদস্য ১০% (9) জনসংখ্যা বৃদ্ধি (10) ১৯৫০।