WBP Constable Practice Set 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBP Constable Practice Set 2024
WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBP Constable Practice Set in Bengali l পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট
WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 29 l Police Constable Suggestive Practice Set
1. গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল—
[A] হরিদ্বার[B] নৈনিতাল
[C] আলমোরায়
[D] রাণীক্ষেত
উত্তরঃ [A] হরিদ্বার
2. ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গণ্য করা হয়?
[A] চৌরিচৌরার কৃষক অভ্যুথান[B] 1946 সালে নৌ বিদ্রোহ
[C] চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
[D] সিপাহী বিদ্রোহ
উত্তরঃ [D] সিপাহী বিদ্রোহ
3. কোন ভাইসরয়কে ‘অতিউজ্জ্বল ব্যর্থতা’ রূপে বর্ণনা করা হয়?
[A] লর্ড কার্জন[B] লর্ড ক্যানিং
[C] লর্ড রিপন
[D] লর্ড লিটন
উত্তরঃ [D] লর্ড লিটন
4. নীচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়?
[A] সান্দাকফু[B] ফালুট
[C] দার্জিলিং
[D] কালিম্পং
উত্তরঃ [B] ফালুট
5. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে এই উদ্দেশ্যে—
[A] হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য[B] জলবিদ্যুৎ উৎপাদনের জন্য
[C] চাষের জমিতে জল সরবরাহের জন্য
[D] উপরের কোনটিই নয়
উত্তরঃ [A] হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য
6. উত্তর পূর্বাঞ্চলে ভারত ও চীনের সীমান্ত রেখাকে বলা হয়—
[A] র্যাডক্লিফ লাইন[B] ডুরান্ড লাইন
[C] ম্যাকমোহন লাইন
[D] সিগফ্রিড লাইন
উত্তরঃ [C] ম্যাকমোহন লাইন
7. কাবেরী নদীর জলবন্টন সংক্রান্ত বিরোধের সহিত যুক্ত রাজ্যগুলি হল—
[A] অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক[B] কর্ণাটক ও কেরালা
[C] তামিলনাডু ও কর্ণাটক
[D] অন্ধ্রপ্রদেশ ও তামিলনাডু
উত্তরঃ [C] তামিলনাডু ও কর্ণাটক
8. গৌতমী ও বশিষ্ঠ হল _______এর মুখ্য শাখা নদী।
[A] গোদাবরী[B] কাবেরী
[C] কৃষ্ণা
[D] মহানদী
উত্তরঃ [A] গোদাবরী
9. ভারতে খনিজতেল আবিষ্কৃত হয়—
[A] সুর্মা ভ্যালী[B] ডিগবয়
[C] রুদ্রসাগর
[D] নাহারকাটিয়া
উত্তরঃ [B] ডিগবয়
আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২৫

10. পশ্চিমবঙ্গে রেল ওয়াগন তৈরি হয়—
[A] লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম-এ[B] হিন্দমোটর, কাঁচড়াপাড়া ও দুর্গাপুর-এ
[C] চিত্তরঞ্জন, হিন্দমোটর ও দুর্গাপুর-এ
[D] খড়গপুর, চিত্তরঞ্জন ও দমদম-এ
উত্তরঃ [A] লিলুয়া, কাঁচড়াপাড়া ও দমদম-এ