---Advertisement---

WBP Constable Practice Set in Bengali l WBP Constable Practice Set 2024 | পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ৩১

By Siksakul

Published on:

WBP Constable Practice Set in Bengali
---Advertisement---

WBP Constable Practice Set in Bengali 2024: পশ্চিমবঙ্গ পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা আয়োজিত হবে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBP Constable Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBP Constable Practice Set 2024

WBP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। 85 নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBP Constable Practice Set in Bengali l পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট

WBP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBP Constable Practice Set 31 l Police Constable Suggestive Practice Set

1. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল—

[A] আর্কিত্তপটেরিক্স
[B] প্লাটিপাস
[C] জাভা এপম্যান
[D] তিমি

উত্তরঃ [B] প্লাটিপাস

2. আয়নায় প্রলেপ দিতে কোন কার্বোহাইড্রেট বাণিজ্যিক ভাবে ব্যবহৃত হয়?

[A] সুক্রোজ
[B] ফ্রুকটোজ
[C] সেলুলোজ
[D] গ্লুকোজ

উত্তরঃ [D] গ্লুকোজ

3. দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ—

[A] ওদের মধ্যে তাপের পরিমাণ সমান
[B] ওদের আপেক্ষিক তাপ সমান
[C] ওদের তাপধারণ ক্ষমতা সমান
[D] ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না

উত্তরঃ [D] ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না

4. কোন উষ্ণতার, এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে 1 গ্রাম বলে?

[A] 0°C
[B] 100°C
[C] 4°C
[D] 10°C

উত্তরঃ [C] 4°C

5. যদি তাপমাত্রা বিক্রিয়ার সময় একই থাকে তাহলে সেই প্রক্রিয়াটিকে বলা হয়—

[A] অ্যাডিয়াবাটিক
[B] আইসোবারিক
[C] আইসোকোরিক
[D] আইসোথার্মাল

উত্তরঃ [D] আইসোথার্মাল

6. ভুল বিবৃতিটি চিহ্নিত করুন—

[A] রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এ সভাপতিত্ব করেন
[B] রাষ্ট্রপতি আনুপাতিক প্রতিনিধিত্ব দ্বারা নির্বাচিত হন
[C] রাষ্ট্রপতি পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন
[D] রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট দ্বারা সরানো যেতে পারে

উত্তরঃ [A] রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিং এ সভাপতিত্ব করেন

7. “হেবিয়াস কর্পাস” শব্দটির অর্থ হল—

[A] কোন ব্যক্তিকে জেলের ভিতর আটকে রাখা
[B] কোন ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা
[C] কোন ব্যক্তিকে অপসারণ করা
[D] উপরের কোনটিই নয়

উত্তরঃ [B] কোন ব্যক্তিকে সশরীরে উপস্থিত করা

8. ভারতীয় সংবিধানের কোন্ ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা করার অধিকার থাকবে?

[A] 24 নং ধারা
[B] 25 নং ধারা
[C] 26 নং ধারা
[D] 27 নং ধারা

উত্তরঃ [C] 26 নং ধারা

আরও পড়ুনঃ পুলিশ কনস্টেবল সাজেস্টিভ প্র্যাকটিস সেট ২১

9. ভারতের পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়—

[A] 73 তম সংবিধান সংশোধন দ্বারা
[B] 72 তম সংবিধান সংশোধন দ্বারা
[C]70তম সংবিধান সংশোধন দ্বারা
[D]68 তম সংবিধান সংশোধন দ্বারা

উত্তরঃ [A] 73 তম সংবিধান সংশোধন দ্বারা

10. ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফশীলে যে বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি হল—

[A] আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন✓
[B] কতকগুলি রাজ্যের তপসিলিভুক্ত এলাকাগুলির প্রশাসন ও নিয়ন্ত্রণ
[C] কোন কোন ক্ষমতা এবং বিষয় কেন্দ্র ও রাজ্যগুলির অধীনে থাকবে
[D] দলত্যাগের কারণে কখন সদস্যপদ বাতিল হবে

উত্তরঃ [A] আসাম, মেঘালয় ও মিজোরাম রাজ্যের উপজাতি এলাকাগুলির প্রশাসন

---Advertisement---

Related Post

Selected Important GK Question Answers of Various Previous Year Exams : Very Useful for All Job Exam Preparation l বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত বছরের বিভিন্ন WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, WBPSC, Police, Group-D সহ অন্যান্য পরীক্ষায় আসা ...

General Knowledge Important Questions and Answers l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

General Knowledge Important Questions and Answers: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা নিশ্চিত। তাই, ভালো ...

General Knowledge Important Questions and Answers 2025 l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 2025

General Knowledge Important Questions and Answers 2025: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় ...

Nicknames of 100 famous people For all Govt Exams 2025 l ১০০ জন বিখ্যাত ব্যক্তির ডাকনাম – সকল সরকারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2025

Nicknames of 100 famous people For all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম সম্পর্কিত প্রশ্ন প্রায়ই দেখা যায়। বিশেষ করে WBCS, SSC, Railways, PSC, Banking, ...

Leave a Comment