---Advertisement---

WBPSC Clerkship Practice Set 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৭

By Siksakul

Published on:

WBPSC Clerkship Practice Set - 17
---Advertisement---

WBPSC Clerkship Practice Set in Bengali 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBPSC Clerkship Practice Set

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBPSC Clerkship Practice Set in Bengali

WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Practice Set 17

1. সংবিধান রচনার খসড়া সমিতির সভাপতি কে ছিলেন?

[A] ড. রাজেন্দ্র প্রসাদ
[B] বি. এন. রাও
[C] ড. আম্বেদকর
[D] সি. রাজাগোপালাচারি

উঃ ড. আম্বেদকর

2. কত সালে সংবিধানের ৪২ তম সংশোধন গৃহীত হয়?

[A] ১৯৬৬ সালে
[B] ১৯৭৬ সালে
[C] ১৯৮০ সালে
[D] ১৯৭৮ সালে

উঃ ১৯৭৬ সালে

WBPSC Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇

WBPSC Clerkship Practice Set 2023

3. বর্তমানে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার হল—

[A] 9 টি
[B] 7 টি
[C] 5 টি
[D] 6 টি

উঃ 6 টি

4. ভারতের রাষ্ট্রব্যবস্থা হল—

[A] এক রাষ্ট্রীয়
[B] যুক্তরাষ্ট্রীয়
[C] আধা সামন্ততান্ত্রিক
[D] উপরের কোনটিই নয়

উঃ উপরের কোনটি নয়

Read More: WBPSC Clerkship Practice Set 16

5. দাবোলিম বিমানবন্দর কোথায় অবস্থিত?

[A] পুনে
[B] চেন্নাই
[C] গোয়া
[D] রাঁচি

উঃ গোয়া

6. মেঘালয়ের পাহাড়গুলি কি প্রকৃতি?

[A] ক্ষয়জাত
[B] সমপ্রায়
[C] ভঙ্গিল
[D] আগ্নেয়

উঃ ভঙ্গিল

7. ভারতের একটি আগ্নেয় দ্বীপ হল—

[A] নারকোন্ডাম
[B] নিউমূর
[C] রামেশ্বরম
[D] পাম্বান

উঃ নারকোন্ডাম

8. লক্ষণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন কে?

[A] কুতুবউদ্দিন
[B] গিয়াসউদ্দিন
[C] মহম্মদ ঘুরি
[D] বখতিয়ার খলজি

উঃ বখতিয়ার খলজী

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment