WBPSC Clerkship Practice Set 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 14

1. বেদারের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
[A] 1839[B] 1759
[C] 1857
[D] 1730
উঃ 1759
2. ‘সার্ভেন্ট অফ ইন্ডিয়া’ সোসাইটির প্রতিষ্ঠাতা হলেন—
[A] দাদাভাই নৌরজি[B] গোপালকৃষ্ণ গোখলে
[C] এম জি রানাডে
[D] মতিলাল নেহরু
উঃ গোপালকৃষ্ণ গোখলে
3. মীমাংসা দর্শনের স্রষ্টা হলেন—
[A] কপিল মুনি[B] জৈমিনি
[C] গৌতম
[D] কনাদ
উঃ জৈমিনি
4. বাউল নৃত্য কোন রাজ্যে প্রচলিত?
[A] উড়িষ্যা[B] ঝাড়খন্ড
[C] মধ্যপ্রদেশ
[D] পশ্চিমবঙ্গ
উঃ পশ্চিমবঙ্গ
5. উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি?
[A] পুস্কর মেলা[B] কুম্ভ মেলা
[C] শোনপুর মেলা
[D] সুরজ কুণ্ডমেলা
উঃ পুস্কর মেলা
6. ঐডারনিসে লাইন যে যে দেশের মধ্যে অবস্থিত—
[A] রাশিয়া ও ফিনল্যান্ড[B] ভারত ও চিন
[C] জার্মানি ও ফ্রান্স
[D] জার্মানি ও পোল্যান্ড
উঃ জার্মানি ও পোল্যান্ড
7. মানামা কোন দেশের রাজধানী?
[A] বাহরিন[B] ওমান
[C] কুয়েত
[D] ইজরায়েল
উঃ বাহরিন
8. ধাপ চাষ করা হয়—
[A] শুষ্ক অঞ্চলে[B] পর্বতের ঢালে
[C] উঁচু অঞ্চলে
[D] উচু পর্বতের চূড়ায়
উঃ পর্বতের ঢালে
9. সাদা কয়লা বলা হয়—
[A] জলবিদ্যুৎকে[B] তাপবিদ্যুৎকে
[C] বায়ুশক্তিকে
[D] এলপিজি -কে
উঃ জলবিদ্যুৎ কে
10. বিশ্বের বৃহত্তম অভ্র খনি কোথায় অবস্থিত?
[A] গিরিডি[B] রায়পুর
[C] কোডার্মা
[D] মুঙ্গের
উঃ কোডার্মা