WBPSC Clerkship Practice Set 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set 2024
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 18
Table of Contents
1. কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কি বিষয়ে গবেষণা হয়?
[A] খনিজ দ্রব্য[B] বৈদ্যুতিক সরঞ্জাম
[C] বৈদ্যুতিক রসায়ন
[D] ধান
উঃ ধান
2. ভারতের কোন জেলাটি আয়তনে সবচেয়ে ছোট?
[A] মাহে[B] দিউ
[C] দমন
[D] লাক্ষাদ্বীপ
উঃ মাহে
WBPSC Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇


3. ডান্ডিয়া কোন প্রদেশের বিখ্যাত নৃত্য?
[A] পাঞ্জাব[B] গুজরাত
[C] তামিলনাড়ু
[D] মহারাষ্ট্র
উঃ গুজরাত
4. ‘কামসূত্র’ -এর রচয়িতা কে?
[A] বিশাখদত্ত[B] বাৎস্যায়ন
[C] বসুবন্ধু
[D] হেমচন্দ্র
উঃ বাৎস্যায়ন
5. কত সালে সাহিত্য একাডেমী স্থাপিত হয়?
[A] 1952[B] 1954
[C] 1955
[D] 1956
উঃ 1954
6. মানসবাদির কথা কে প্রচলন করেন?
[A] আকবর[B] শেরশাহ
[C] বাবর
[D] জাহাঙ্গীর
উঃ আকবর
7. ‘লোকহিতবাদী’ কার ছদ্মনাম?
[A] গোপালহরি দেশমুখ[B] আত্মারাম পান্ডুরঙ্গ
[C] বাল গঙ্গাধর তিলক
[D] সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
উঃ গোপালহরি দেশমুখ
8. মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তু হল—
[A] ধুমকেতু[B] উল্কা
[C] পাথর
[D] কোনটেই নয়
উঃ উল্কা
PSC Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন ⬇⬇

9. ‘পৃথিবীর কসাইখানা’ নামে পরিচিত কোন স্থান?
[A] রচেস্টার[B] নিউইয়র্ক
[C] শিকাগো
[D] ডুলুথ
উঃ শিকাগো
10. মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন—
[A] রাজ্যপাল[B] রাষ্ট্রপতি
[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
[D] হাইকোর্টের প্রধান বিচারপ তি
উঃ রাজ্যপাল
JBL portable speaker
