---Advertisement---

WBPSC Clerkship Practice Set in Bengali 19 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ১৯

By Siksakul

Published on:

WBPSC Clerkship Practice Set in Bengali siksakul
---Advertisement---

WBPSC Clerkship Practice Set in Bengali 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBPSC Clerkship Practice Set 2024

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBPSC Clerkship Practice Set in Bengali

WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Practice Set 19

1. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?

[A] সামিনা বেগ
[B] অরুনিমা সিনহা
[C] বাচেন্দ্রি পাল
[D] রাহাত মোহার্রক

উঃ অরুনিমা সিনহা

2. ‘লেভ’ কোন দেশের মুদ্রা?

[A] বুলগেরিয়া
[B] সিরিয়া
[C] রাশিয়া
[D] ভিয়েতনাম

উঃ বুলগেরিয়া

WBPSC Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇

WBPSC Clerkship Practice Set 2023

3. নেপালের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি?

[A] কারাকোরাম
[B] নন্দাদেবী
[C] কাঞ্চনজঙ্ঘা
[D] মাউন্ট এভারেস্ট

উঃ মাউন্ট এভারেস্ট

4. বিক্রম শেঠের একটি বিখ্যাত ইংরেজি গ্রন্থের নাম—

[A] আইডলস
[B] মাই ট্রুথ
[C] ব্রোকেন উইংস
[D] এ সুইটেবল বয়

উঃ এ সুইটেবল বয়

5. জয়জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয়?

[A] সকালে
[B] দুপুরে
[C] বিকালে
[D] রাতে

উঃ রাতে

6. আশাপূর্ণা দেবী কবে জ্ঞানপীঠ পুরস্কার পান?

[A] 1974
[B] 1975
[C] 1976
[D] 1978

উঃ 1976

7. ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান—

[A] ভারতরত্ন
[B] জ্ঞানপীঠ
[C] পদ্মশ্রী
[D] পদ্মভূষণ

উঃ জ্ঞানপীঠ

8. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?

[A] গৌতম
[B] পার্শ্বনাথ
[C] ঋষভ
[D] গোসাল

উঃ গোসল

PSC Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন ⬇⬇

WBPSC Clerkship Practice Set 2023

9. আকবর আমলে অর্থমন্ত্রী কে কী বলা হত?

[A] ওয়াজির
[B] ভকিল
[C] সুমালিক
[D] মীরবক্সী

উঃ ভকিল

10. ময়ূর সিংহাসন কার জন্য নির্মিত হয়েছিল?

[A] আকবর
[B] জাহাঙ্গীর
[C] শাহজাহান
[D] বাবর

উঃ শাহজাহান

---Advertisement---

Related Post

WBP 2025 Reasoning Practice Set 04 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Ultimate Masterstroke

WBP 2025 Reasoning Practice Set 04: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post ...

WBP 2025 Reasoning Practice Set 03 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Unlimited Brain Booster!

WBP 2025 Reasoning Practice Set 03: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post ...

📘 WBP 2025 Reasoning Practice Set 02 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Unlimited Masterstroke

WBP 2025 Reasoning Practice Set 02: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, Kolkata Police (KP), Group D, Excise, PSC Clerkship, WBCS Preliminary, Post ...

WBP 2025 Reasoning Practice Set 01 l WBP 2025 Reasoning Practice Set in Bengali – The Unlimited Masterstroke

WBP 2025 Reasoning Practice Set 01: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির প্রস্তুতির জন্য Reasoning (যুক্তি ও বিশ্লেষণমূলক দক্ষতা) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি WBP Constable, WBP SI, ...

Leave a Comment