WBPSC Clerkship Practice Set in Bengali 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
WBPSC Clerkship Practice Set
WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।
WBPSC Clerkship Practice Set in Bengali
WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Clerkship Practice Set 15
Table of Contents
1. সিন্ধুর একটি উপনদী হল—
[A] যমুনা[B] রামগঙ্গা
[C] লুনি
[D] বিপাশা
উঃ বিপাশা
2. ভোরঘাট পাস কোথায় অবস্থিত?
[A] কর্নাটকে[B] সিকিমে
[C] মহারাষ্ট্রে
[D] কেরলে
উঃ মহারাষ্ট্রে
WBPSC Clerkship Book in Bengali
3. তরাই কথার অর্থ কি?
[A] আর্দ্র[B] শুষ্ক
[C] ঘাসহীন অঞ্চল
[D] প্রস্তরময়
উঃ আর্দ্র
4. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়—
[A] জুলাই, ১৯৪৭[B] আগস্ট, ১৯৪৭
[C] জুলাই, ১৯৪৮
[D] জুলাই, ১৯৫০
উঃ জুলাই, ১৯৪৭
5. প্রধানমন্ত্রী কে নিয়োগ করেন—
[A] স্পিকার[B] প্রধান বিচারপতি
[C] রাজ্যসভার চেয়ারম্যান
[D] রাষ্ট্রপতি
উঃ রাষ্ট্রপতি
6. কোন রাজ্যে পঞ্চ পরমেশ্বর প্রকল্প চালু করা হয়?
[A] মধ্যপ্রদেশ[B] বিহার
[C] উত্তরপ্রদেশ
[D] কেরল
উঃ মধ্যপ্রদেশ
7. ভারতের আর্থিক বছর শুরু হয়—
[A] ১ জানুয়ারি[B] ১ এপ্রিল
[C] ১ জুন
[D] ১ মার্চ
উঃ ১ এপ্রিল
8. নিচের কোনটিকে প্লাস্টিক মানি বলা হয়?
[A] গিফট চেক[B] ডিমান্ড ড্রাফট
[C] ক্রেডিট কার্ড
[D] বিয়ারার চেক
উঃ ক্রেডিট কার্ড
WBPSC Clerkship Practice Set in Bengali
9. কে ‘জনগণের পরিকল্পনা’ প্রকাশ করেন?
[A] জওহরলাল নেহরু[B] এস এন আগারওয়াল
[C] জে পি নারায়ণ
[D] এস এন রায়
উঃ এস এন রায়
10. নিম্নোক্ত কোনটি প্রত্যক্ষ কর নয়?
[A] আয় কর[B] সম্পত্তি কর
[C] প্রমোদ কর
[D] কর্পোরেশন কর
উঃ প্রমোদ কর
Navigating the Lens: Unveiling the Top Camera Brands for Professionals
Nikon Z50 Compact Mirrorless Digital Camera with Flip Under Selfie/Vlogger LCD, Body – Black
![](https://m.media-amazon.com/images/I/81R6wX7u6vL._SX679_.jpg)