---Advertisement---

WBPSC Clerkship Practice Set 2024 | ক্লার্কশিপ প্র্যাকটিস সেট ২০

By Siksakul

Published on:

WBPSC Clerkship Practice Set 2024
---Advertisement---

WBPSC Clerkship Practice Set in Bengali 2024: সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) তরফ থেকে Clerkship পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WBPSC Clerkship Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

WBPSC Clerkship Practice Set 2024

WBPSC Clerkship পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত WBPSC Clerkship পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

WBPSC Clerkship Practice Set in Bengali

WBPSC Clerkship পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Clerkship Practice Set 20

1. ভারতের স্থাপিত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল—

[A] সুরাট (গুজরাত)
[B] তারাপুর (মহারাষ্ট্র)
[C] ট্রম্বে (মহারাষ্ট্র)
[D] সলাপুর (মহারাষ্ট্র)

উঃ তারাপুর (মহারাষ্ট্র)

2. সুনামি হল—

[A] সাইক্লোন
[B] প্রতি ঘূর্ণবাত
[C] সামুদ্রিক জলস্ফীতি
[D] প্রবল বর্ষণ

উঃ সামুদ্রিক জলস্ফীতি

WBPSC Clerkship পরীক্ষার Free Mock Test দিতে WhatsApp গ্ৰুপে জয়েন করুন ⬇⬇

WBPSC Clerkship Practice Set 2023

3. তৃণভূমিকে কম্পাস বলা হয়—
[A] আফ্রিকায়
[B] দক্ষিণ আমেরিকা
[C] ব্রিটিশ যুক্তরাজ্যে
[D] আমেরিকা যুক্তরাষ্ট্রে

উঃ দক্ষিণ আমেরিকা

4. নিম্নলিখিত কোন নদী পশ্চিম বাহিনী?
[A] নর্মদা
[B] কাবেরী
[C] কৃষ্ণা
[D] মহানদী

উঃ নর্মদা

5. জওহর সুড়ঙ্গ কোন রাজ্যে অবস্থিত?

[A] হিমাচল প্রদেশ
[B] উত্তরাঞ্চল
[C] গোয়া
[D] জম্মু ও কাশ্মীর

উঃ জম্মু ও কাশ্মীর

6. হর্ষচরিত কার রচনা?

[A] হর্ষবর্ধন
[B] অশ্বঘোষ
[C] বানভট্ট
[D] হরিষেন

উঃ বানভট্ট

7. চালুক্যদের রাজধানীর নাম কী?

[A] কাঞ্চিপুরম
[B] বাদামি বা বাতাপি
[C] তাঞ্জোর
[D] কঙ্গু

উঃ বাদামি বা বাতাপি

8. সংগীত নাটক একাডেমী স্থাপিত হয়?

[A] 1951
[B] 1950
[C] 1953
[D] 1954

উঃ 1953

PSC Clerkship পরীক্ষার যেকোনো আপডেট পাওয়ার জন্য Telegram চ্যানেল জয়েন করুন ⬇⬇

WBPSC Clerkship Practice Set 2023

9. ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসটির লেখক—

[A] বিমল মিত্র
[B] নজরুল ইসলাম
[C] আশাপূর্ণা দেবী
[D] রবীন্দ্রনাথ ঠাকুর

উঃ আশাপূর্ণা দেবী

10. পৈপা গানের ভাষার বৈশিষ্ট্য কি?

[A] গ্রাম্য ভাষা
[B] আঞ্চলিক ভাষা
[C] শহুরে ভাষা
[D] কোনোটিই নয়

উঃ গ্রাম্য ভাষা

---Advertisement---

Related Post

WBSSC 2nd SLST XI-XII Geography Final Answer Key 2025 | WBSSC প্রদত্ত 2nd SLST ভূগোল ফাইনাল উত্তর-কী ২০২৫ প্রকাশিত

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) সম্প্রতি প্রকাশ করেছে 2nd SLST XI-XII Geography Final Answer Key 2025, যা উচ্চমাধ্যমিক স্তরের ভূগোল পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই WBSSC Geography Final ...

Important GK for WBSSC Group C and D Exams l WBSSC গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ জিকে

Important GK for WBSSC Group C and D Exams: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) এর Group C ও Group D পরীক্ষায় ভালো ফলাফল করতে চাইলে সাধারণ জ্ঞান (GK) ...

🧠 GK Previous Year Questions Bengali 2025 | সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর বাংলায়

প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় (Competitive Exams) যেমন — WBCS, SSC, Railway, PSC, TET, Police, Bank ইত্যাদিতে সাধারণ জ্ঞান (General Knowledge) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।পরীক্ষায় সফল হতে হলে শুধুমাত্র নতুন ...

🏦 Punjab National Bank Recruitment 2025 – Apply Online for 750 Local Bank Officer (LBO) Posts

Punjab National Bank Recruitment 2025: Punjab National Bank (PNB) — one of India’s oldest and most trusted public sector banks — has officially announced its PNB Recruitment 2025 ...

Leave a Comment