---Advertisement---

Which Country promotes which game 2024 l কোন দেশ কোন খেলার প্রচলন করে

By Siksakul

Published on:

Which Country promotes which game
---Advertisement---

Which Country promotes which game 2024: প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের উপর ভিত্তি করে বিভিন্ন খেলার প্রচলন করেছে। খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি দেশের ঐতিহ্য ও পরিচয়েরও প্রতিফলন ঘটায়। ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে রাগবি – প্রতিটি খেলাই নির্দিষ্ট কিছু দেশের সাথে বিশেষভাবে সম্পর্কিত।

এই ব্লগে আমরা বিভিন্ন দেশের জনপ্রিয় খেলাগুলি নিয়ে আলোচনা করবো এবং জানবো কোন দেশ কোন খেলার জন্য বিখ্যাত। এই তথ্যগুলি শুধু যে খেলা সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি করবে তা নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কেও একটি পরিষ্কার ধারণা দেবে। আসুন, আমরা এই উত্তেজনাপূর্ণ যাত্রায় বেরিয়ে পড়ি এবং বিভিন্ন দেশের জনপ্রিয় খেলাগুলির সঙ্গে পরিচিত হই।

Which Country promotes which game 2024 l কোন দেশ কোন খেলার প্রচলন করে

প্রশ্নঃ ক্রিকেট খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ইংল্যান্ড ।
প্রশ্নঃ আইস হকি খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ কানাডা ।
প্রশ্নঃ হকি খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ইংল্যান্ড ।
প্রশ্নঃ লং টেনিস খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ইংল্যান্ড ।
প্রশ্নঃ স্নুকার খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ভারত ।
প্রশ্নঃ ব্যাডমিন্টন খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ভারত ( পুনা ) ।
প্রশ্নঃ বিলিয়ার্ডস খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ভারত ।


প্রশ্নঃ পোলো খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ভারত ।
প্রশ্নঃ সাইক্লিং খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ স্কটল্যান্ড ।
প্রশ্নঃ গলফ খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ স্কটল্যান্ড ।
প্রশ্নঃ বক্সিং খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ রোম ।
প্রশ্নঃ ভলিবল খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ আমেরিকা ।
প্রশ্নঃ বাস্কেটবল খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ আমেরিকা ।
প্রশ্নঃ হ্যান্ডবল খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ গ্রীস ।

Which Country promotes which game 2024 l International Sports


প্রশ্নঃ জুডো খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ জাপান ।
প্রশ্নঃ ক্যারাটে খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ চীন ।
প্রশ্নঃ স্কোয়াশ খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ আমেরিকা ।
প্রশ্নঃ টেবিল টেনিস খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ইংল্যান্ড ।
প্রশ্নঃ জিমনাস্টিক প্রচলন করে কোন দেশ ?
উঃ জার্মানি ।
প্রশ্নঃ তাইকুন্ডু প্রচলন করে কোন দেশ ?
উঃ কোরিয়া ।
প্রশ্নঃ ফুটবল খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ইংল্যান্ড ।
প্রশ্নঃ দাবা খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ভারত ।
প্রশ্নঃ লুডো খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ভারত ।
প্রশ্নঃ হাডুডু খেলা প্রচলন করে কোন দেশ ?
উঃ ভারত ।

Read More: Primary TET Bengali Bengali Practice Set

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment