---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৭ | Important General Knowledge MCQ in Bengali Part – 07

By Siksakul

Updated on:

জেনারেল নলেজ MCQ পর্ব - ০৭
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৭: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৭। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ

1. মানুষের নখ কি দিয়ে তৈরি ?

A. কেরাটিন

B. অ্যালবুমিন

C. পিগমেন্ট

D. ইলাস্টিন

উত্তর :- (A)

2. লাল গ্রহ বলা হয় কাকে ?

A. মঙ্গল

B. হস্পতি

C. ক্র

D. শনি

উত্তর :- (A)

3. নাকো হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

A. আসাম

B. হিমাচল প্রদেশ

C. গুজরাট

D. উত্তরপ্রদেশ

উত্তর :- (B)

4. অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কী?

A. হায়দ্রাবাদ

B. ইটানগর

C. দিসপুর

D. পাটনা

উত্তর :- (B)

5. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি?

A. কলকাতা

B. হুগলি

C. নদিয়া

D. মুর্শিদাবাদ

উত্তর :- (A)

6. ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যানের নাম কি?

A. দুধওয়া

B. বক্সা

C. জিম করবেট

D. হেমিস

উত্তর :- (C)

7. নিম্নের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় ?

A. মাখন

B. দুধ

C. লেটুস

D. মাছ

উত্তর :- (D)

8. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে ?

A. স্পার্মোলজি

B. পোমোলজি

C. পেরোলজি

D. অ্যান্থোলজি

উত্তর :- (B)

9. দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে ?

A. প্লেটো

B. ম্যাকিয়াভেলি

C. বেন্থাম

D. জেমস মিল

উত্তর :- (A)

10. The Argumentative Indian গ্রন্থটি কার লেখা ?

A. অমর্ত্য সেন

B. চেতন ভগত

C. অরুন্ধতি রায়

D. এন.সি. চৌধুরী

উত্তর :- (A)

11. নাইক্রোম ও জার্মান সিলভার সংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল— ?

A. রূপা

B. ক্ৰোমিয়াম

C. নিকেল

D. আয়রন

উত্তর :- (C)

12. বিশ্ব সুনামি সচেতনতা দিবস কবে পালিত হয় ?

A. ২ নভেম্বর

B. ৩ নভেম্বর 

C. ৪   নভেম্বর

D. ৫ নভেম্বর

উত্তর :- (D)

13. পাঁচমহল কার আমলে তৈরি হয় ?

A. শাহজাহান

B. আকবর

C. জাহাঙ্গির

D. হুমায়ুন

উত্তর :- (B)

14. পাঞ্চেত বাঁধ কোন নদীর ওপর তৈরি হয়েছে?

A. মুন্ডেশ্বরী

B. কোপাই

C. রুপনারায়ন

D. দামোদর

উত্তর :- (D)

15. কালিদাস কার সভাকবি ছিলেন?

A. দ্বিতীয় চন্দ্রগুপ্তের

B. অশোকের

C. কনিষ্কের

D. বিম্বিসারের

উত্তর :- (A)

16. মানুষের মেরুদন্ডে কতগুলো অস্থি আছে?

A. ২৩টি

B. ৩০টি

C. ৩৩টি

D. ৩৫টি

উত্তর :- (C)

17. বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটি কি?

A. ব্যারোমিটার

B. থার্মোমিটার

C. ফ্যাদোমিটার

D. কোনোটিই নয়

উত্তর :- (A)

18. অমৃতসরে জলিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে ঘটে?

A. 1916 খ্রি.

B. 1918 খ্রি.

C. 1919 খ্রি.

D. 1920 খ্রি.

উত্তর :- (C)

19. কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?

A. 1948 খ্রি.

B. 1949 খ্রি.

C. 1950 খ্রি.

D. 1946 খ্রি.

উত্তর :- (A)

20. কুইনাইন পাওয়া যায়?

A. ইউক্যালিপটাস থেকে

B. সিঙ্কনা থেকে 

C. নিম থেকে

D. আম থেকে

উত্তর :- (B)

21. “অরণ্যের অধিকার” – কার লেখা ?

A. রবীন্দ্রনাথ ঠাকুর

B. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D. মহাশ্বেতা দেবী

উত্তর :- (D)

22. আমিনি কমিশন কে গঠন করেন ?

A. লর্ড ডালহৌসি

B. লর্ড কর্ণওয়ালিশ

C. ওয়ারেন হেস্টিংস

D. লর্ড কার্টিয়ার

 উত্তর :- (C)

23. শাহানমা গ্রন্থের রচয়িতা কে ?

A. আবুলফজল

B. ফেরদৌসী

C. তহকিক হিন্দ

D. অলবেরুনী

উত্তর :- (B)

24. ভারতের কোন রাজ্যের রেল নেটওয়ার্ক বৃহত্তম  ? 

A. উত্তরপ্রদেশ

B. গুজরাট

C. পশ্চিমবঙ্গ

D. রাজস্থান

উত্তর :- (A)

25. 2020 সালের টাইমস পার্সন অফ দা ইয়ার কে হলেন ?

A. জো বিডেন এবং কমলা হ্যারিস

B. গ্রেটা থানবার্গ

C. ডোনাল্ড ট্রাম্প

D. জেফ বেজস

উত্তর :- (A)    

26. I have no desire ________ fame.

A. of

B. for

C. to

D. by

উত্তর :- (B)

27. ভারতের নবীনতম পর্বতমালা কোনটি ?    

A. বিন্ধ্যাচল       

B. নীলগিরি    

C. হিমালয়   

D. আরাবল্লী   

 উত্তর :- (C)

28. ঘনত্বের দিক থেকে বেশি বনাঞ্চল কোথায় দেখা যায় ?   

A. মহারাষ্ট্র     

B. তামিলনাড়ু      

C. অরুণাচল প্রদেশ    

D. বিহার 

 উত্তর :- (C)

29. করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন ?

A. নেতাজি   

B. গান্ধীজি   

C. আনন্দমোহন বসু   

D. সুরেন্দ্রনাথ   

উত্তর :- (B)

30. সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন ?

A. আব্দুল গফফর খান   

B. মহম্মদ আলী   

C. গান্ধীজি  

D. মহম্মদ আলি জিন্নহ

উত্তর :- (A)

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment