---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ১১ | General Knowledge MCQ in Bengali Part 11 – Enhance Your GK Skills

By Siksakul

Published on:

General Knowledge MCQ in Bengali Part 11General Knowledge MCQ in Bengali Part 11
---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 11: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ১১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part 11

1. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ? 

A. স্ফিগমোনোমিটার

B. থার্মোমিটার

C. অ্যানি মোমিটার

D. কোনটি নয়

 উত্তর :- (A)

2. উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে?

A. নিতিশ কুমার

B. জগনমোহন রেড্ডি

C. নবীন পটনায়েক

D. ভূপেশ বাঘেল

 উত্তর :- (C)

3. ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন?

A. ভগিনী নিবেদিতা

B. অ্যানি বেসান্ত

C. মাদাম কামা

D. মাতঙ্গিনী হাজরা

 উত্তর :- (C)

4. নিচের মধ্যে কোন শহরকে আরব সাগরের রানী বলা হয়?

A. কোচিন

B. বেনারস

C. আমেদাবাদ

D. হায়দ্রাবাদ

 উত্তর :- (A)

5. “চেতন্যভগবত” গ্রন্থের রচয়িতা কে ?

A. কাশীরাম দাস

B. তুলসি দাস

C. কৃষ্ণকান্ত দাস

D. বৃন্দাবন দাস

 উত্তর :- (D)

6. “No Spin” – কোন খেলোয়াড়ের আত্মজীবনী ?

A. হরভজন সিং

B. পি টি ঊষা

C. শেন ওয়ার্ন

D. হিমা দাস

 উত্তর :- (C)

GK MCQ for Exams Bengali l Bengali General Knowledge Questions

7. ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত ?

A. কর্ণাটক

B. পশ্চিমবঙ্গ

C. উত্তর প্রদেশ

D. রাজস্থান

 উত্তর :- (B)

8. কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন ?

A. লর্ড ওয়েলেসলি

B. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

C. লর্ড মাউন্টব্যাটেন

D. লর্ড ডালহৌসি

 উত্তর :- (A)

9. আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় ?

A. ১৯৪২

B. ১৯৪৬

C. ১৯৫১

D. ১৯৫৯

 উত্তর :- (A)

10. কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিলো ?

A. বিশ্বরূপ রাজা

B. ভরত রাজা

C. কৃষ্ণচন্দ্র রাজা

D. সুদাস রাজা

 উত্তর :- (B)

11. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?

A. রাজা ব্রহ্মচারী

B. মতিলাল নেহরু

C. গোপালকৃষ্ণ গোখলে

D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 উত্তর :- (C)

12. The Great Dictator ছবির পরিচালক কে ছিলেন ?

A. জেমস ক্যামেরুন

B. সের্গেই সাইজেনস্টাইন

C. আলফোনসো কুয়ারান

D. চার্লি চ্যাপলিন

 উত্তর :- (D)

13. ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি ?

A. বেথুন কলেজ

B. বিদ্যাসাগর কলেজ

C. হিন্দু কলেজ

D. কোনটিই নয়

 উত্তর :- (A)

14. জাপানের সংসদ কি নামে পরিচিত ?

A. স্ট্যাটেন

B. ডায়েট

C. ফোকেটিং

D. নেসেট

 উত্তর :- (B)

15. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ? 

A. সমিনা বেগ  

B. বাচেন্দ্রী পাল  

C. রাহা মোহারক 

D. অরুনিমা সিনহা 

 উত্তর :- (D)

16. প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন ? 

A. অর্জন সিং  

B. রাকেশ শর্মা 

C. জে আর ডি টাটা  

D. জামশেদ জী টাটা 

 উত্তর :- (C)

17. কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন ? 

A. বুদ্ধ 

B. মহাবীর 

C. অশোক  

D. শংকরাচার্য 

 উত্তর :- (A)

18. অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে বলে — 

A. Cartolgy  

B. Archeology  

C. Biography  

D. কোনোটিই নয় 

 উত্তর :- (B)

19. গুরু গোবিন্দ সিং হলেন— 

A. দশম এবং শেষ শিখ গুরু 

B. 1699 সালে খালসা-এর প্রতিষ্ঠাতা 

C. দশম গ্রন্থের লেখক  

D. সবকটি সত্য 

 উত্তর :- (D)

20. কোন্ বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন ? 

A. আকবর 

B. শাহজাহান 

C. ঔরঙ্গজেব 

D. জাহাঙ্গির 

 উত্তর :- (B)

21. রাষ্ট্রসংঘ-এর সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ? 

A. বিজয়লক্ষ্মী পন্ডিত 

B. সুচেতা কৃপালিনী  

C. সরোজিনী নাইডু 

D. রাজকুমারি অমৃত কৌর 

 উত্তর :- (A)

22. কোন্ ভারতীয় সামুদ্রিক বন্দর মুক্তো উৎপাদনের জন্য প্রসিদ্ধ ? 

A. কাণ্ডালা  

B. নবসেবা  

C. তুতিকোরিন 

D. বিশাখাপত্তনম 

 উত্তর :- (C)

23. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন ? 

A. 1861 খ্রি.  

B. 1869 খ্রি. 

C. 1889 খ্রি.  

D. 1897 খ্রি. 

 উত্তর :- (B)

24. কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত ? 

A. পলিয়েস্টার 

B. টেরিলিন 

C. নাইলন 

D. রেয়ন 

 উত্তর :- (D)

25. একক শর্করাকে কী বলা হয় ? 

A. মনোস্যাকারাইড  

B. ডাইস্যাকারাইড 

C. পলিস্যাকারাইড 

D. কোনটি নয় 

 উত্তর :- (A)

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment