---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ১২ | General Knowledge MCQ in Bengali Part – 12 – Boost Your GK Knowledge

By Siksakul

Updated on:

জেনারেল নলেজ MCQ
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ১২। যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ

1.  ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি ? 

A. NH48  

B. NH45 

C. NH966B 

D. NH966A 

 উত্তর :- (C)

2. বংশগতির একক কী 

A. জাইগোট 

B. ডিম্বাণু  

C. নেফ্রন  

D. জিন 

 উত্তর :- (D)

3. নিম্নলিখিতের মধ্যে কাকে ‘এশিয়ার আলো’ বলা হয় ? 

A. মহাবীর  

B. বুদ্ধ 

C. আকবর 

D. অশোক 

 উত্তর :- (B)

4. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ? 

A. হাইড্রোজেন 

B. নাইট্রোজেন 

C. গ্রাফাইট 

D. সালফার 

 উত্তর :- (A)

5. নীচের কোনটিতে আগুন লাগে না বা আগুন ছড়ায় না ? 

A. নাইলন  

B. টেরিকট 

C. তুলো বা সুতি 

D. পলিয়েস্টার 

 উত্তর :- (D)

6. প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে ? 

A. ফরাসি  

B. ওলন্দাজ 

C. পোর্তুগিজ  

D. ইংরেজ 

 উত্তর :- (C)

7. মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল— 

A. সেরিব্রাম 

B. এপিসেরিব্রাম 

C. হাইপোথ্যালামাস 

D. কোনোটিই নয় 

 উত্তর :- (A)

8. পেনিসিলিয়াম কোন্ শ্রেণীভূক্ত ?

A. শৈবাল 

B. ছত্রাক 

C. মস 

D. ব্যাকটেরিয়া 

 উত্তর :- (B)

9. কবিতায় প্রথম উর্দু ভাষা প্রয়োগ করেন— 

A. আমির খসরু  

B. মির্জা গালিব  

C. বাহাদুর শাহ জাফর 

D. ফৌজি 

 উত্তর :- (A)

10. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

A. সিমুক

B. বাসুদেব

C. সাতকর্ণী

D. পুষ্যমিত্র

 উত্তর :- (A)

11. সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন?

A. বি আর আম্বেদকার

B. মহাত্মা গান্ধী

C. রাজেন্দ্র প্রসাদ

D. বি এন রাও

 উত্তর :- (D) 

12. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল?

A. ২৬শে জানুয়ারী ১৯৫০

B. ২৬শে জানুয়ারী ১৯৫১

C. ২৬শে নভেম্বর ১৯৪৯

D. ১৫ই আগস্ট ১৯৪৭

 উত্তর :- (C) 

13. কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয় ?

A. বিক্রম সরাভাই

B. মোহন পান্ডে

C. আশুতোষ ভার্মা

D. রাকেশ শর্মা

 উত্তর :- (A)

14. গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে ?

A. ব্যাপন 

B. আয়তন

C. সংকুচিত

D. আকৃতি

 উত্তর :- (C)

15. এর মধ্যে কোন ধাতুটিকে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায় ?

A. সোডিয়াম এবং পটাশিয়াম

B. সোনা এবং রুপা

C. সীসা এবং রুপা

D. ম্যাগনেশিয়াম

 উত্তর :- (A)

16. কার্লিং কাপ কোন খেলার সাথে যুক্ত ?

A. ক্রিকেট 

B. ফুটবল

C. হকি

D. ব্যাডমিন্টন

 উত্তর :- (B)

17. বি সি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?

A. সঙ্গীত 

B. সাংবাদিকতা

C. চিকিৎসা 

D. পরিবেশ

 উত্তর :- (C)

18. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন ? 

A. অরবিন্দ ঘোষ

B. যতীন দাস

C. বিপিনচন্দ্র পাল 

D. বাদল গুপ্ত 

 উত্তর :- (A)

19. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে –

A. পার্লামেন্ট দ্বারা 

B. একটি সংবিধান সভার দ্বারা 

C. সুপ্রিম কোর্ট দ্বারা

D. রাষ্ট্রপতি দ্বারা

 উত্তর :- (A)

20. বিখ্যাত পেন্টিং ভারতমাতা এর স্রষ্টা কে ?

A. গগেন্দ্রনাথ ঠাকুর 

B. অবনীন্দ্রনাথ ঠাকুর

C. নন্দলাল বোস

D. যামিনী রায়

 উত্তর :- (B)

21. ভারত-চীন পঞ্চশীল চুক্তির সময়ে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন  ?

A. লাল বাহাদুর শাস্ত্রী

B. জওহরলাল নেহেরু

C. ইন্দিরা গান্ধী

D. রাজীব গান্ধী

 উত্তর :- (B)

22. ডিভাইন কমেডি কার লেখা ? 

A. দান্তে

B. রুশো

C. জওহরলাল নেহেরু

D. রাজা কৃষ্ণদেব রায়

 উত্তর :- (A)

23. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

A. মমতা বন্দ্যোপাধ্যায়

B. বিধানচন্দ্র রায়

C. জ্যোতি বসু 

D. প্রফুল্ল চন্দ্র ঘোষ

 উত্তর :- (D)

24. ভারতকে হিমালয়ের দান বলেছেন কে ?

A. অ্যাডাম স্মিথ

B. কলহন

C. কে এম পানিক্কর

D. কোনটিই নয়

 উত্তর :- (C)

25. কত বছরের নীচে কারখানায় শিশুশ্রমিক নিয়োগ ভারবর্ষের আইনত নিষিদ্ধ ?

A. 12 বছর

B. 17 বছর

C. 14 বছর

D. 10 বছর

 উত্তর :- (C)

আগের পর্ব –

⦿ জেনারেল নলেজ MCQ পর্ব – ১০

⦿ জেনারেল নলেজ MCQ পর্ব – ০৯

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment