আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ১২। যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
জেনারেল নলেজ MCQ
Table of Contents
1. ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ কোনটি ?
A. NH48
B. NH45
C. NH966B
D. NH966A
উত্তর :- (C)
2. বংশগতির একক কী
A. জাইগোট
B. ডিম্বাণু
C. নেফ্রন
D. জিন
উত্তর :- (D)
3. নিম্নলিখিতের মধ্যে কাকে ‘এশিয়ার আলো’ বলা হয় ?
A. মহাবীর
B. বুদ্ধ
C. আকবর
D. অশোক
উত্তর :- (B)
4. মহাবিশ্বে কোন মৌলটি সবচেয়ে হালকা ?
A. হাইড্রোজেন
B. নাইট্রোজেন
C. গ্রাফাইট
D. সালফার
উত্তর :- (A)
5. নীচের কোনটিতে আগুন লাগে না বা আগুন ছড়ায় না ?
A. নাইলন
B. টেরিকট
C. তুলো বা সুতি
D. পলিয়েস্টার
উত্তর :- (D)
6. প্রথম কারা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে ?
A. ফরাসি
B. ওলন্দাজ
C. পোর্তুগিজ
D. ইংরেজ
উত্তর :- (C)
7. মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটি হল—
A. সেরিব্রাম
B. এপিসেরিব্রাম
C. হাইপোথ্যালামাস
D. কোনোটিই নয়
উত্তর :- (A)
8. পেনিসিলিয়াম কোন্ শ্রেণীভূক্ত ?
A. শৈবাল
B. ছত্রাক
C. মস
D. ব্যাকটেরিয়া
উত্তর :- (B)
9. কবিতায় প্রথম উর্দু ভাষা প্রয়োগ করেন—
A. আমির খসরু
B. মির্জা গালিব
C. বাহাদুর শাহ জাফর
D. ফৌজি
উত্তর :- (A)
10. সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. সিমুক
B. বাসুদেব
C. সাতকর্ণী
D. পুষ্যমিত্র
উত্তর :- (A)
11. সংবিধান সভার উপদেষ্টা কে ছিলেন?
A. বি আর আম্বেদকার
B. মহাত্মা গান্ধী
C. রাজেন্দ্র প্রসাদ
D. বি এন রাও
উত্তর :- (D)
12. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল?
A. ২৬শে জানুয়ারী ১৯৫০
B. ২৬শে জানুয়ারী ১৯৫১
C. ২৬শে নভেম্বর ১৯৪৯
D. ১৫ই আগস্ট ১৯৪৭
উত্তর :- (C)
13. কাকে ভারতীয় মহাকাশ গবেষণার জনক বলা হয় ?
A. বিক্রম সরাভাই
B. মোহন পান্ডে
C. আশুতোষ ভার্মা
D. রাকেশ শর্মা
উত্তর :- (A)
14. গ্যাসের কোন ধর্ম এটিকে বহনযোগ্য হতে সাহায্য করে ?
A. ব্যাপন
B. আয়তন
C. সংকুচিত
D. আকৃতি
উত্তর :- (C)
15. এর মধ্যে কোন ধাতুটিকে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায় ?
A. সোডিয়াম এবং পটাশিয়াম
B. সোনা এবং রুপা
C. সীসা এবং রুপা
D. ম্যাগনেশিয়াম
উত্তর :- (A)
16. কার্লিং কাপ কোন খেলার সাথে যুক্ত ?
A. ক্রিকেট
B. ফুটবল
C. হকি
D. ব্যাডমিন্টন
উত্তর :- (B)
17. বি সি রায় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় ?
A. সঙ্গীত
B. সাংবাদিকতা
C. চিকিৎসা
D. পরিবেশ
উত্তর :- (C)
18. আলিপুর বোমা ষড়যন্ত্র মামলায় নিচের কে জড়িত ছিলেন ?
A. অরবিন্দ ঘোষ
B. যতীন দাস
C. বিপিনচন্দ্র পাল
D. বাদল গুপ্ত
উত্তর :- (A)
19. ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে –
A. পার্লামেন্ট দ্বারা
B. একটি সংবিধান সভার দ্বারা
C. সুপ্রিম কোর্ট দ্বারা
D. রাষ্ট্রপতি দ্বারা
উত্তর :- (A)
20. বিখ্যাত পেন্টিং ভারতমাতা এর স্রষ্টা কে ?
A. গগেন্দ্রনাথ ঠাকুর
B. অবনীন্দ্রনাথ ঠাকুর
C. নন্দলাল বোস
D. যামিনী রায়
উত্তর :- (B)
21. ভারত-চীন পঞ্চশীল চুক্তির সময়ে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A. লাল বাহাদুর শাস্ত্রী
B. জওহরলাল নেহেরু
C. ইন্দিরা গান্ধী
D. রাজীব গান্ধী
উত্তর :- (B)
22. ডিভাইন কমেডি কার লেখা ?
A. দান্তে
B. রুশো
C. জওহরলাল নেহেরু
D. রাজা কৃষ্ণদেব রায়
উত্তর :- (A)
23. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
A. মমতা বন্দ্যোপাধ্যায়
B. বিধানচন্দ্র রায়
C. জ্যোতি বসু
D. প্রফুল্ল চন্দ্র ঘোষ
উত্তর :- (D)
24. ভারতকে হিমালয়ের দান বলেছেন কে ?
A. অ্যাডাম স্মিথ
B. কলহন
C. কে এম পানিক্কর
D. কোনটিই নয়
উত্তর :- (C)
25. কত বছরের নীচে কারখানায় শিশুশ্রমিক নিয়োগ ভারবর্ষের আইনত নিষিদ্ধ ?
A. 12 বছর
B. 17 বছর
C. 14 বছর
D. 10 বছর
উত্তর :- (C)
আগের পর্ব –