---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব ১৫ | General Knowledge MCQ in Bengali Part 15

By Siksakul

Published on:

জেনারেল নলেজ MCQ পর্ব ১৫
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ১৫, যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ পর্ব ১৫

1. কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম ?

A. বেগুনি

B. নীল

C. হলুদ

D. লাল

উত্তর :- (D)

2. ভারতের কোথায় জাফরান চাষ হয় ?

A. দোয়াব সমভূমি

B. চম্বল উপত্যকা

C. দুন উপত্যকা

D. কারেওয়া

উত্তর :- (D)

3. ১৯১৬ সালে হোমরুল লিগ কে প্রতিষ্ঠা করেন ?

A. অ্যানি বেসান্ত

B. বিপিন চন্দ্র পাল

C. গান্ধিজী

D. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর :- (A)

4. রক্তের ABO শ্রেণী বিভাগ করেন কোন বিজ্ঞানী ?

A. ওয়াল ডেয়ার

B. উইলিয়াম হার্ভে

C. জোসেফ প্রিস্টলি

D. ল্যান্ড স্টেইনার

উত্তর :- (D)

5. BCG টিকা কোন রোগ নিরাময়ে ব্যবহার করা হয় ?

A. হাম

B. জন্ডিস

C. যক্ষ্মা

D. পোলিও

উত্তর :- (C)

6. যামিনী রায় কোন ক্ষেত্রে প্রসিদ্ধ ব্যক্তি ?

A. চিত্রকলা

B. খেলাধুলা

C. গান

D. রঙ্গমঞ্চ

উত্তর :- (A)

7. বিশাখাপত্তনম শহরটি কোন রাজ্যে অবস্থিত ?

A. বিহার

B. অন্ধ্রপ্রদেশ

C. মিজোরাম

D. কর্ণাটক

উত্তর :- (B)

8. ব্রিটিশ শাসনে বাংলা প্রথম ভাগ হয় কত সালে ?

A. ১৯০০

B. ১৯০৩

C. ১৯০৫

D. ১৯০৮

উত্তর :- (C)

9. পুরাণের সংখ্যা কত ?

A. ৭টি

B. ১০টি

C. ১৬টি

D. ১৮টি

উত্তর :- (D)

10. আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

A. জর্জ ওয়াশিংটন

B. রুজভেল্ট

C. আব্রাহাম লিঙ্কন

D. চার্চিল

উত্তর :- (A)

11. বাংলা গদ্যের জনক কাকে বলা হয় ?

A. ঈশ্বর গুপ্ত

B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

D. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর :- (B)

12. পেট্রোলের রাসায়নিক নাম কি ?

A. ডিজেল

B. গ্যাসলিন

C. ইথিলিন

D. ইথানল

উত্তর :- (B)

13. মুদ্রারাক্ষস নাটকটি কার লেখা ?

A. বিশাখ দত্ত

B. শুদ্রক

C. কালিদাস

D. বানভট্ট

উত্তর :- (A)

14. 2006 ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয় ?

A. ইংল্যান্ড

B. ফ্রান্স

C. মেক্সিকো

D. জার্মানি

উত্তর :- (D)

15. ভারতীয় সংবিধান প্রদান করে –

A. এক নাগরিকত্ব

B. দ্বি নাগরিকত্ব

C. বহুজাতিক নাগরিকত্ব

D. উপরের সবগুলোই

উত্তর :- (A)

16. রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কবে ?

A. ১৯০৯

B. ১৯১০

C. ১৯১৬

D. ১৯১৯

উত্তর :- (D)

17. তেলেঙ্গানা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

A. চন্দ্রবাবু নাইডু

B. কে চন্দ্রশেখর রাও

C. জগমোহন রেড্ডি

D. অখিলেশ যাদব

উত্তর :- (B)

18. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায় ?

A. কৃষ্ণা

B. কাবেরী

C. লুনী

D. গোদাবরী

উত্তর :- (A)

19. রবীন্দ্রনাথ ঠাকুর কে বিশ্বকবি আখ্যা দিয়েছেন কে ?

A. ব্রহ্মবান্ধব উপাধ্যায়

B. লালন ফকির

C. মতিলাল নেহেরু

D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

উত্তর :- (A)

20. ইলেকট্রিক বালবের অভ্যন্তরে কোন গ্যাস থাকে? 

A. অক্সিজেন  

B. কার্বন ডাই অক্সাইড  

C. জিনিয়াস    

D. নাইট্রোজেন 

উত্তর :- (D)

21. মুদ্রারাক্ষস গ্রন্থটি কে রচনা করেন? 

A. বিশাখদত্ত 

B. ভারবি  

C. বরাহমিহির  

D. দণ্ডী 

উত্তর :- (A)

22. পাল বংশের প্রথম রাজা কে ছিলেন? 

A. গোপাল 

B. মদন পাল 

C. নন্দপাল  

D. দেবপাল 

উত্তর :- (A)

23. বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন? 

A. গোপাল  

B. ধর্মপাল 

C. হর্ষবর্ধন 

D. শশাঙ্ক 

উত্তর :- (D)

24. পরিব্রাজক গ্রন্থের রচয়িতা হলেন– 

A. রবীন্দ্রনাথ ঠাকুর  

B. স্বামী বিবেকানন্দ 

C. জীবনানন্দ দাশ  

D. গৌরকিশোর ঘোষ 

উত্তর :- (B)

25. সূর্যাস্ত আইন প্রণয়ন করেন কে? 

A. লর্ড ওয়েলেসলি  

B. জন অ্যাডাম 

C. লর্ড কর্নওয়ালিস 

D. লর্ড ক্যানিং 

উত্তর :- (C)

---Advertisement---

Related Post

Railway RRB NTPC 2025 UG Level Practice Set-5 | CBT পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মডেল প্রশ্ন

ভারতীয় রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগের জন্য Railway Recruitment Board (RRB) Non-Technical Popular Categories (NTPC) পরীক্ষা অন্যতম প্রতিযোগিতামূলক পরীক্ষা হিসেবে বিবেচিত হয়। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী এই পরীক্ষায় ...

Reasoning Practice Set 2 for All Competitive Exams l রিজনিং প্র্যাকটিস সেট ২ – সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

রিজনিং (Reasoning) বা যুক্তিবিদ্যা প্রতিযোগিতামূলক পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের বিশ্লেষণ ক্ষমতা, যৌক্তিক চিন্তাভাবনা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা পরীক্ষা করে। SSC, UPSC, ব্যাংক, রেলওয়ে, WBCS, PSC, ...

Reasoning Practice Set 1 for All Competitive Exams l রিজনিং প্র্যাকটিস সেট ১ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

রিজনিং (Reasoning) বা যুক্তিবিদ্যা প্রতিযোগিতামূলক পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটি মূলত প্রার্থীকে বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দ্রুত সমস্যার সমাধান করার দক্ষতা যাচাই করে। SSC, UPSC, ব্যাংক, ...

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Leave a Comment