---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬ | General Knowledge MCQ Part 16

By Siksakul

Published on:

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ১৬, যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬

1. ছত্রাকের কোশপ্রাচীরের উপাদানের নাম কী?

A. সেলুলোজ 

B. কাইটিন  

C. পেপটাইডো গ্লাইক্যান  

D. হেমিসেলুলোজ 

উত্তর :- (B)

2. কোন ধাতুর ওপর আলোক পড়লে তার রোধ কমে যায়? 

A. তামা  

B. লোহা   

C. পারদ  

D. সেলেনিয়াম 

উত্তর :- (D)

3. পর্ণকান্ড কীসের রূপান্তর? 

A. কাণ্ড  

B. মূল  

C. পাতা   

D. মৃদগত কাণ্ড 

উত্তর :- (A)

4. বিশুদ্ধ লোহার রঙ কেমন? 

A. ধূসর সাদা  

B. ধুসর লাল   

C. বাদামি  

D. হালকা হলুদ  

উত্তর :- (A)

5. মানবদেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? 

A. 43  

B. 44   

C. 45   

D. 46  

উত্তর :- (D)

6. ল্যাম্বার্ড তত্ত্ব কার সঙ্গে যুক্ত? 

A. প্রতিফলন  

B. প্রতিসরণ  

C. ব্যাতিচার   

D. প্রজ্বলন 

উত্তর :- (D)

7. প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয়- 

A. ডিউটোপ্লাজম 

B. প্লাজমা জেল  

C. মেসোপ্লাজম  

D. সাইটোপ্লাজম 

উত্তর :- (A)

8. একটি সেলাই মেশিনের গতি- 

A. বৃত্তাকার  

B. সরলরৈখিক   

C. দোলন  

D. ঘূর্ণন 

উত্তর :- (D)

9. যোগকলার প্রধান প্রোটিন হল- 

A. কেরাটিন   

B. কোলাজেন   

C. মেলানিন  

D. মায়োসিন 

উত্তর :- (B)

10. সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয়? 

A. প্রোটন   

B. নিউট্রন   

C. ইলেকট্রন  

D. কোনোটিই নয়  

উত্তর :- (C)

11. ইকুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ?

A. ফার্ণ  

B. মস  

C. ছত্রাক  

D. শৈবাল 

উত্তর :- (A)

12. ভূ- পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান- 

A. কবে যায়  

B. বেড়ে যায়  

C. একই থাকে  

D. কোনওটিই নয় 

উত্তর :- (A)

13. লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য- 

A. লসিকায় শ্বেতকণিকা থাকে না  

B. লসিকায় প্রোটিন থাকে না  

C. লসিকার জলের ভাগ অনেক বেশি  

D. লসিকায় লোহিত কণিকা থাকে না  

উত্তর :- (D)

14. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন? 

A. পি ভার্নিয়ার  

B. জন নেপিয়ার  

C. ওয়াটসন  

D. মঁয়সা 

উত্তর :- (D)

15. বিপিনবিহারী গাঙ্গুলী কোন গুপ্ত  সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? 

A. অনুশীলন সমিতি  

B. আত্মোন্নতি সমিতি  

C. যুগান্তর দল  

D. প্রাদেশিক সমিতি   

উত্তর :- (B)

16. জনপ্রতি তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? 

A. ইরাক  

B. ইরান   

C. কুয়েত 

D. কাতার 

উত্তর :- (C)

17. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

A. ব্রহ্মবান্ধব বন্দোপাধ্যায়   

B. উপেন্দ্রনাথ দত্ত  

C. অরবিন্দ ঘোষ 

D. সতীশচন্দ্র মুখোপাধ্যায় 

উত্তর :- (A)

18. লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. নীল  

B. এভন  

C. টেমস   

D. ইরাবতী 

উত্তর :- (C)

19. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 

A. ইলবার্ট  

B. ডালহৌসি 

C. হিউম   

D. ডাফরিন 

উত্তর :- (D)

20. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

A. দোদাবেতা

B. গুরুশিখর

C. পাঁচমারি

D. ধূপগড়

উত্তর :- (B)

21. ঐতিহাসিক স্মিথ কাকে নেপোলিয়ান অব ইন্ডিয়া বলেছেন ?

A. প্রথম চন্দ্রগুপ্ত

B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

C. স্কন্দগুপ্ত

D. সমুদ্রগুপ্ত

উত্তর :- (D)

22. গুপ্ত বংশের প্রথম রাজধানী কোথায় অবস্থিত ছিল ?

A. রাজগৃহ

B. পাটলিপুত্র

C. কৌসম্বী

D. উজ্জয়িনী

উত্তর :- (B)

23. স্বপ্নবাসবদত্তা নাটক কে রচনা করেন ?

A. কালিদাস

B. শূদ্রক

C. ভাস

D. বিশাখদত্ত

উত্তর :- (C)

24. গুপ্তদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?

A. বৈশালী

B. মগধ

C. কনৌজ

D. উজ্জয়িনী

উত্তর :- (D)

25. গাথাসপ্তসতী কার লেখা ?

A. পুলমায়ী

B. হাল

C. যজ্ঞশ্রী সাতকর্নী

D. গৌতমিপুত্র সাতকর্নী

উত্তর :- (B)

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment