---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৫ | Important General Knowledge MCQ in Bengali Part – 05

By Siksakul

Published on:

জেনারেল নলেজ MCQ পর্ব - ০৫
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৫: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৫ । যেটিতে গুরুত্বপূর্ণ 20 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ

1. War and Peace বইটির রচয়িতা কে ? 

A. লিও টলস্টয়

B. চার্লস কিংসলে

C. উইনস্টন চার্চিল

D. এডলফ হিটলার 

উত্তর :- (A)

2. তিন বিঘা করিডোর কোন কোন দেশকে সংযোগ করে ? 

A. ভারত ও বাংলাদেশ

B. ভারত ও চীন

C. ভারত ও পাকিস্তান

D. বাংলাদেশ ও পাকিস্তান 

উত্তর :- (A)

3. শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ? 

A. রনজিৎ সিংহ

B. লালা লাজপত রায়

C. নানা ফড়নবিশ

D. বাল গঙ্গাধর তিলক 

উত্তর :- (A)

4. LAN এর পুরো নাম কি ? 

A. Local Address Network

B. Level Area Network

C. Level Address Network

D. Local Area Network 

উত্তর :- (D)

5. হিমালয় পর্বত কোন সাগর থেকে উৎপত্তি লাভ করেছে ? 

A. কাস্পিয়ান সাগর

B. টেথিস সাগর

C. এশিয়ান সাগর

D. ভূমধ্য সাগর 

উত্তর :- (B)

6. প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয় ? 

A. 1968

B. 1948

C. 1953

D. 1950 

উত্তর :- (B)

7. কোন প্রাণী স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত ? 

A. সেটসি মাছি

B. আরশোলা

C. মাকড়সা

D. বালু মাছি 

উত্তর :- (A)

8. দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ? 

A. ফুটবল

B. ক্রিকেট

C. হকি

D. লন টেনিস 

উত্তর :- (B)

9. কুরী কিসের একক ? 

A. শক্তি

B. তেজস্ক্রিয়তা

C. প্রবাহমাত্রা

D. কোনোটি নয় 

উত্তর :- (B)

10. পশ্চিমবঙ্গে উত্তর প্রবাহী নদী কি ? 

A. তিস্তা, জলঢাকা, রায়ডাক

B. গঙ্গা, ব্রহ্মাপুত্র

C. তিস্তা, গঙ্গা

D. দামোদর, গঙ্গা 

উত্তর :- (A)

11. ভারতীয় জাতীয় বাহিনীর (আই.  এন.  এ. )-এর প্রথম অধিনায়ক কে ছিলেন ? 

A. বাসবিহারী বসু

B. ক্যাপ্টেন মোহন সিং

C. নেতাজি সুভাষচন্দ্র বসু

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

12. মহাকর্ষ সূত্র কে ব্যাখ্যা করেন ? 

A. নিউটন

B. আর্কিমিডিস

C. গ্যালিলিও

D. ফ্যারাডে 

উত্তর :- (A)

13. উদ্ভিদের প্রাণ আছে কে আবিষ্কার করেন ? 

A. রবার্ট কোচ

B. আচার্য্য জগদীশচন্দ্র বোস

C. পলবার্গ

D. জর্জ স্নেইল 

উত্তর :- (B)

14. বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ? 

A. লক্ষণ সেন

B. বল্লাল সেন

C. বিজয় সেন

D. হেমন্ত সেন 

উত্তর :- (B)

15. গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্মপ্রচার করতেন ? 

A. ভোজপুরি

B. মাগধি

C. পালি

D. সংস্কৃত 

উত্তর :- (C)

16. অ্যারিস্টটল কে ছিলেন ? 

A. গ্রীক নীতিশাস্ত্রবিদ

B. গ্রীক আধিবিদ্যা এবং রাজনৈতিক চিন্তাবিদ

C. গ্রীক দার্শনিক

D. সবকটি 

উত্তর :- (C)

17. বিষবৃক্ষ নামক বইটি কার লেখা ? 

A. বঙ্কিমচন্দ্র

B. শরৎচন্দ্র

C. তুলসীদাস

D. কালিদাস 

উত্তর :- (A)

18. ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হল ? 

A. 4 বছর

B. 5 বছর

C. 6 বছর

D. 7 বছর 

উত্তর :- (B)

19. বীজের অঙ্কুরোদগমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কোনটি ? 

A. আদ্রতা, অক্সিজেন এবং উষ্ণতা

B. উষ্ণতা, অক্সিজেন এবং আলো

C. কার্বন-ডাই-অক্সাইড, আলো ও অক্সিজেন

D. মৃত্তিকা আদ্রতা এবং উষ্ণতা 

উত্তর :- (A)

20. যে সব ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত পচনশীল জীবদেহের উপর জন্মায় তাদের কি বলা হয় ? 

A. পরজীবী

B. স্বজীবী

C. মৃতজীবী

D. মিথোজীবী 

উত্তর :- (C)

Read More: General Knowledge MCQ in Bengali Part – 04

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment