---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৫ | Important General Knowledge MCQ in Bengali Part – 05

By Siksakul

Published on:

জেনারেল নলেজ MCQ পর্ব - ০৫
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৫: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৫ । যেটিতে গুরুত্বপূর্ণ 20 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ

1. War and Peace বইটির রচয়িতা কে ? 

A. লিও টলস্টয়

B. চার্লস কিংসলে

C. উইনস্টন চার্চিল

D. এডলফ হিটলার 

উত্তর :- (A)

2. তিন বিঘা করিডোর কোন কোন দেশকে সংযোগ করে ? 

A. ভারত ও বাংলাদেশ

B. ভারত ও চীন

C. ভারত ও পাকিস্তান

D. বাংলাদেশ ও পাকিস্তান 

উত্তর :- (A)

3. শের-ই পাঞ্জাব কাকে বলা হয় ? 

A. রনজিৎ সিংহ

B. লালা লাজপত রায়

C. নানা ফড়নবিশ

D. বাল গঙ্গাধর তিলক 

উত্তর :- (A)

4. LAN এর পুরো নাম কি ? 

A. Local Address Network

B. Level Area Network

C. Level Address Network

D. Local Area Network 

উত্তর :- (D)

5. হিমালয় পর্বত কোন সাগর থেকে উৎপত্তি লাভ করেছে ? 

A. কাস্পিয়ান সাগর

B. টেথিস সাগর

C. এশিয়ান সাগর

D. ভূমধ্য সাগর 

উত্তর :- (B)

6. প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয় ? 

A. 1968

B. 1948

C. 1953

D. 1950 

উত্তর :- (B)

7. কোন প্রাণী স্লিপিং সিকনেস রোগে আক্রান্ত ? 

A. সেটসি মাছি

B. আরশোলা

C. মাকড়সা

D. বালু মাছি 

উত্তর :- (A)

8. দেওধর ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ? 

A. ফুটবল

B. ক্রিকেট

C. হকি

D. লন টেনিস 

উত্তর :- (B)

9. কুরী কিসের একক ? 

A. শক্তি

B. তেজস্ক্রিয়তা

C. প্রবাহমাত্রা

D. কোনোটি নয় 

উত্তর :- (B)

10. পশ্চিমবঙ্গে উত্তর প্রবাহী নদী কি ? 

A. তিস্তা, জলঢাকা, রায়ডাক

B. গঙ্গা, ব্রহ্মাপুত্র

C. তিস্তা, গঙ্গা

D. দামোদর, গঙ্গা 

উত্তর :- (A)

11. ভারতীয় জাতীয় বাহিনীর (আই.  এন.  এ. )-এর প্রথম অধিনায়ক কে ছিলেন ? 

A. বাসবিহারী বসু

B. ক্যাপ্টেন মোহন সিং

C. নেতাজি সুভাষচন্দ্র বসু

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

12. মহাকর্ষ সূত্র কে ব্যাখ্যা করেন ? 

A. নিউটন

B. আর্কিমিডিস

C. গ্যালিলিও

D. ফ্যারাডে 

উত্তর :- (A)

13. উদ্ভিদের প্রাণ আছে কে আবিষ্কার করেন ? 

A. রবার্ট কোচ

B. আচার্য্য জগদীশচন্দ্র বোস

C. পলবার্গ

D. জর্জ স্নেইল 

উত্তর :- (B)

14. বাংলায় কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেন ? 

A. লক্ষণ সেন

B. বল্লাল সেন

C. বিজয় সেন

D. হেমন্ত সেন 

উত্তর :- (B)

15. গৌতম বুদ্ধ কোন ভাষায় ধর্মপ্রচার করতেন ? 

A. ভোজপুরি

B. মাগধি

C. পালি

D. সংস্কৃত 

উত্তর :- (C)

16. অ্যারিস্টটল কে ছিলেন ? 

A. গ্রীক নীতিশাস্ত্রবিদ

B. গ্রীক আধিবিদ্যা এবং রাজনৈতিক চিন্তাবিদ

C. গ্রীক দার্শনিক

D. সবকটি 

উত্তর :- (C)

17. বিষবৃক্ষ নামক বইটি কার লেখা ? 

A. বঙ্কিমচন্দ্র

B. শরৎচন্দ্র

C. তুলসীদাস

D. কালিদাস 

উত্তর :- (A)

18. ভারতের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হল ? 

A. 4 বছর

B. 5 বছর

C. 6 বছর

D. 7 বছর 

উত্তর :- (B)

19. বীজের অঙ্কুরোদগমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি কোনটি ? 

A. আদ্রতা, অক্সিজেন এবং উষ্ণতা

B. উষ্ণতা, অক্সিজেন এবং আলো

C. কার্বন-ডাই-অক্সাইড, আলো ও অক্সিজেন

D. মৃত্তিকা আদ্রতা এবং উষ্ণতা 

উত্তর :- (A)

20. যে সব ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত পচনশীল জীবদেহের উপর জন্মায় তাদের কি বলা হয় ? 

A. পরজীবী

B. স্বজীবী

C. মৃতজীবী

D. মিথোজীবী 

উত্তর :- (C)

Read More: General Knowledge MCQ in Bengali Part – 04

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment