---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ০৬ | Special General Knowledge MCQ in Bengali Part – 06

By Siksakul

Updated on:

Special General Knowledge MCQ in Bengali Part - 06
---Advertisement---

Special General Knowledge MCQ in Bengali Part – 06: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৬। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।


জেনারেল নলেজ M.C.Q
l General Knowledge MCQ in Bengali

1. কোন উদ্ভিদের চোষক মূল আছে ?

A. পাইন

B. সেগুন

C. স্বর্ণলতা

D. বট

উত্তর:- (C)

2. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালিত হয় ?

A. ৩রা ডিসেম্বর

B. ১২ই নভেম্বর

C. ২২শে জানুয়ারি

D. ২৭শে মার্চ

উত্তর:- (A)

3. চাচাই জলপ্রপাত কোথায় অবস্থিত ?

A. মহারাষ্ট্রে

B. ঝাড়খণ্ডে

C. মধ্যপ্রদেশে

D. তামিলনাড়ুতে

উত্তর:- (C)

4. ভারতের সংবিধানের অবিভাবক কাকে বলা হয় ?

A. পার্লামেন্ট

B. সুপ্রিমকোর্ট

C. হাইকোর্ট

D. সংসদ

উত্তর:- (B)

5. ভারতীয় রেলকে জাতীয়করণ করা হয় কত সালে ?

A. ১৯৪৭ সালে

B. ১৯৪৮ সালে

C. ১৯৪৯ সালে

D. ১৯৫০ সালে

উত্তর:- (D)

6. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধি হার কত ছিল ?

A. 10%

B. 18%

C. 20%

D. কোনটিই নয়

উত্তর:- (B)

7. নিন্মের কোন অঙ্গ থেকে রেনিন ক্ষরিত হয় ?

A. ত্বক

B. অন্ত্র

C. বৃক্ক

D. ফুসফুস

উত্তর:- (C)

8. মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সাথে জড়িত ছিলেন ?

A. খেদা আন্দোলন

B. অসহযোগ আন্দোলন

C. চম্পারন সত্যাগ্রহ

D. ভারত ছাড়ো আন্দোলন

উত্তর:- (D)

9. দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কতসালে গড়ে উঠেছিল ?

A. 1960

B. 1962

C. 1966

D. 1967

উত্তর:- (A)

10. রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন –

A. গার্নার

B. অ্যারিস্টটল

C. মার্কস

D. গেটেল

উত্তর:- (B)

11. পৃথিবীতে বতর্মানে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত ?

A. ১৪৩টি

B. ২৪৩টি

C. ৫৪৩টি

D. ৭৫০টি

উত্তর:- (B)

12. এখন পর্যন্ত ভারতবর্ষে সর্বাধিক ভয়াবহ ভূমিধ্বসের ঘটনাটি ঘটেছে কোথায় ?

A. সিকিম

B. কর্ণাটকে

C. উত্তরাখণ্ডে

D. মহারাষ্ট্রে

উত্তর:- (C)

13. গন্ডোয়ানা স্তর কিসের জন্য বিখ্যাত ?

A. লৌহ

B. কয়লা

C. বক্সাইট

D. পেট্রোলিয়াম

উত্তর:- (B)

14. দক্ষিণ আমেরিকার তৃনভূমি কি নামে পরিচিত ?

A. ডাউনস

B. প্রেইরী

C. সাভানা

D. পম্পাস

উত্তর:- (D)

15. চৌম্বক আবেশের একক কি ?

A. ওরস্টেড

B. হেনরি

C. গাউস

D. ওয়েবার

উত্তর:- (A)

16. ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত ?

A. কেরালা

B. গুজরাট

C. তামিলনাড়ু

D. মেঘালয়

উত্তর:- (C)

17. মানুষের মস্তিষ্কের স্নায়ু সংখ্যা কত ?

A. ১২ টি

B. ১২ জোড়া

C. ২২টি

D. ২২ জোড়া

উত্তর:- (B)

18. জাফর ইকবাল কোন খেলার সাথে যুক্ত ?

A. টেবিল টেনিস

B. দাবা

C. কাবাডি

D. হকি

উত্তর:- (D)

19. হলুদ বর্ণের পরিপূরক বর্ণ কোনটি ?

A. নীল

B. সাদা

C. সবুজ

D. লাল

উত্তর:- (A)

20. সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন ?

A. ১৯৪০

B. ১৯৪১

C. ১৯৪২

D. ১৯৪৩

উত্তর:- (B)

21. কোন ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয় ?

A. ভিটামিন A

B. ভিটামিন B

C. ভিটামিন D

D. ভিটামিন C

উত্তর:- (D)

22. সূর্যসিদ্ধান্ত গ্ৰন্থটি কে রচনা করেন ?

A. আর্যভট্ট

B. মহেন্দ্র বর্মণ

C. হর্ষবর্ধন

D. বানভট্ট

উত্তর:- (A)

23. মুদ্রারাক্ষসের রচয়িতা কে ?

A. বানভট্ট

B. বিশাখাদত্ত

C. শুদ্রক

D. কালিদাস

উত্তর:- (B)

24. মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?

A. তাপ্তি

B. তুঙ্গভদ্রা

C. নর্মদা

D. মাহী

উত্তর:- (C)

25. বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি ?

A. ভারত

B. অস্ট্রেলিয়া

C. আমেরিকা

D. রাশিয়া

উত্তর:- (D)

26. হোয়াইট কোল কাকে বলে ?

A. ন্যাচারাল গ্যাসকে

B. পেট্রোলিয়াম কে

C. ইউরেনাস কে

D. জলবিদ্যুৎ কে

উত্তর:- (D)

27. স্টেনলেস স্টীলে কোন মৌলটি থাকে না ?

A. C

B. Cu

C. Ni

D. Cr

উত্তর:- (B)

28. কাকাসাহেব নামে পরিচিত কে ছিলেন ?

A. জি ভি যোশী

B. এম জি রানাডে

C. পি এইচ দেশমুখ

D. নৌরজি ফাডুনজি

উত্তর:- (A)

29. বিন্ধ্য পর্বত থেকে নিম্নোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?

A. মাহি

B. মুসি

C. নর্মদা

D. তুঙ্গঁভদ্রা

উত্তর:- (A)

30. স্বপ্নবাসবদত্তা গ্রন্থটির লেখক কে ?

A. অশ্বঘোষ

B. নাগার্জুন

C. বসুমিত্র

D. ভাস

উত্তর:- (D)

---Advertisement---

Related Post

Top 100 GK Questions for Competitive Exams in Hindi 2025 l प्रतियोगी परीक्षाओं के लिए शीर्ष 100 जीके प्रश्न हिंदी में 2025

अगर आप UPSC, SSC, रेलवे, बैंकिंग, या राज्य स्तरीय परीक्षाओं की तैयारी कर रहे हैं, तो सामान्य ज्ञान (GK) आपकी सफलता में महत्वपूर्ण भूमिका निभाता है। हर साल ...

Classical Dances of India: ভারতের ধ্রুপদী নৃত্যের তালিকা ও প্রধান নৃত্যশিল্পী

ভারতের সংস্কৃতি তার বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য পরিচিত, এবং ধ্রুপদী নৃত্য এই সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি রাজ্যের নিজস্ব নৃত্যশৈলী তাদের ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার প্রতিফলন ঘটায়। এই ...

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Leave a Comment