---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ১০ | General Knowledge MCQ in Bengali Part – 10

By Siksakul

Updated on:

জেনারেল নলেজ MCQ পর্ব - ১০
---Advertisement---

স্বাগতম!
আপনারা সবাইকে আবারও স্বাগতম জানাই আমাদের “বাংলা সাধারণ জ্ঞান এমসিকিউ সিরিজ” এর ১০ম পর্বে। আমাদের এই (জেনারেল নলেজ MCQ পর্ব – ১০) সিরিজে আমরা বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নের উত্তর দেবো, যা আপনার জ্ঞানের পরিসরকে বাড়িয়ে তুলবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

এই পর্বে আমরা নিয়ে এসেছি একাধিক নতুন প্রশ্ন, যা আপনার জ্ঞানকে চ্যালেঞ্জ করবে এবং প্রস্তুতির মান বৃদ্ধি করবে। আশা করি, প্রশ্নগুলো আপনাদের জন্য উপকারী হবে এবং বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।

তাহলে আর দেরি না করে শুরু করি আজকের এমসিকিউ পর্ব, “জেনারেল নলেজ এমসিকিউ পর্ব – ১০”

জেনারেল নলেজ MCQ পর্ব – ১০

1. কনিষ্কের চিকিৎসকের কি নাম ছিল?

A. সুশ্রুত 

B. চরক 

C. সমুদ্র গুপ্ত 

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

2. কনিষ্কের রাজসভার শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন?

A. অশ্বঘোষ 

B. ক্ষপনক 

C. নাগার্জুন 

D. চরক 

উত্তর :- (A)

3. শশাঙ্কের রাজধানীর নাম কি ?

A. মন্দাশোর

B. কাঞ্চিপুরম

C. কর্ণসুবর্ণ

D. পাটলিপুত্র

উত্তর :- (C)

4. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

A. বীরবল দাস

B. অধীর সেন

C. অর্জুন সেন

D. প্রমথ চৌধুরী

উত্তর :- (D)

5. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নের মডেলের উপর তৈরি ?

A. জে এল নেহেরু মডেল

B. হারোড ডোমার মডেল

C. মহলানবীশ মডেল

D. দাদাভাই নৌরজি মডেল

 উত্তর :- (B)

6. “ইক্তা” ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন ?

A. ইলতুৎমিস

B. গিয়াসউদ্দিন তুঘলক

C. আলাউদ্দিন খলজি

D. মহম্মদ ঘোরি

 উত্তর :- (A)

7. বিশ্ব টেলিভিশন দিবস কবে পালন করা হয় ?

A. 20 নভেম্বর

B. 22 নভেম্বর

C. 15 নভেম্বর

D. 21 নভেম্বর

উত্তর :- (D)

8. বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. জেনেভা

B. নিউইয়র্ক

C. ওয়াশিংটন ডিসি

D. লুসান

উত্তর :- (C)  

9. ভারতের প্রথম আইন কর্মকর্তা কে ?

A. ভারতের এটর্নি জেনারেল

B. প্রধানমন্ত্রী

C. রাষ্ট্রপতি

D. উপ-রাষ্ট্রপতি

 উত্তর :- (A)

10. বিশ্ব খাদ্য সঙ্কটের মুখ্য কারণ হলো –  

A. পরিবেশ দূষণ     

B. অরণ্য ধ্বংস      

C. ভূমিক্ষয় 

D. জনসংখ্যা বৃদ্ধি    

উত্তর :- (D)

11. কোন শহরকে “ভারতীয় ফুটবলের মক্কা” বলা হয় ?

A. গোয়া

B. চেন্নাই

C. মুম্বাই

D. কলকাতা

উত্তর :- (D)

12. ডালহৌসি শৈলশহর কোথায় অবস্থিত ?

A. অসম

B. হিমাচল প্রদেশ

C. ঝারখণ্ড

D. তামিলনাডু

 উত্তর :- (B) 

13. কিয়াত কোন দেশের মুদ্রার নাম ?

A. মায়ানমার

B. মাইক্রোনেশিয়া

C. লাইবেরিয়া

D. আর্জেন্টিনা

 উত্তর :- (A)

14. অঙ্গরাজ্যের প্রকৃত শাসক কে?

A. রাজ্যপাল

B. উপরাষ্ট্রপতি

C. হাইকোর্টের প্রধান বিচারপতি

D. মুখ্যমন্ত্রী

উত্তর :- (D)

15. অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন?

A. সত্যেন্দ্রনাথ ঠাকুর

B. রবীন্দ্রনাথ ঠাকুর

C. শচীন্দ্র প্রসাদ বসু

D. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

উত্তর :- (C)

16. নাথুলা গিরিপথটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A. সিকিম

B. হিমাচল প্রদেশ

C. অরুণাচল প্রদেশ

D. মেঘালয়

উত্তর :- (A)

17. চতুর্যাম নীতি কে প্রবর্তন করেছিলেন ?

A. গৌতম বুদ্ধ

B. হজরত মহম্মদ

C. মহাবীর

D. গুরু নানক 

উত্তর :- (C)

18. নিউট্রন কথাটি কে প্রবর্তন করেন ?

A. স্যাডউইক     

B. থমসন   

C. গোল্ডস্টেইন 

D. কোনোটিই নয়   

উত্তর :- (A)

19. ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেন ?

A. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

B. লালা লাজপত রায়

C. সর্দার বল্লভভাই প্যাটেল

D. মহাত্মা গান্ধী

উত্তর :- (D)

20. সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?

A. গৌতমীপুত্র সাতকর্ণী 

B. প্রথম সাতকর্ণী 

C. সিমুক 

D. এদের মধ্যে কেউই নন 

উত্তর :- (A)

21. সিমলিপাল বায়োস্ফিয়ার কোন রাজ্যে অবস্থিত ?

A. ত্রিপুরা

B. ঝাড়খণ্ড

C. উত্তরাখন্ড

D. ওড়িশা

উত্তর :- (D)

22. আরবসাগরের রানী কাকে বলে  ?

A. কোচিন

B. মুম্বাই

C. থুরুবনান্তপুরোম

D. আনন্দ

 উত্তর :- (A)

23. ইতালির নাগরিক মার্কো পোলো কোন দেশ আবিষ্কার করেন ?

A. ব্রাজিল

B. ভারত

C. চীন

D. সুদান

উত্তর :- (C)

24. সাউদার্ন কোস্ট রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A. কলকাতা

B. চেন্নাই

C. বিশাখাপত্তনম

D. জব্বলপুর

উত্তর :- (C)

25. টোডোবা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত  ?

A. ওড়িশা

B. হরিয়ানা

C. মহারাষ্ট্র

D. ছত্তিশগড়

উত্তর :- (C)

---Advertisement---

Related Post

VNSGU Recruitment 2025: Apply Online for 194 Temporary Assistant Professor & Teaching Assistant Posts

VNSGU Recruitment 2025: Veer Narmad South Gujarat University (VNSGU) is inviting applications for 194 Temporary Assistant Professor (TAP) and Temporary Teaching Assistant positions in various departments for the ...

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Leave a Comment