---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব – ১১ | General Knowledge MCQ in Bengali Part 11 – Enhance Your GK Skills

By Siksakul

Published on:

General Knowledge MCQ in Bengali Part 11General Knowledge MCQ in Bengali Part 11
---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 11: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ১১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part 11

1. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ? 

A. স্ফিগমোনোমিটার

B. থার্মোমিটার

C. অ্যানি মোমিটার

D. কোনটি নয়

 উত্তর :- (A)

2. উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী কে?

A. নিতিশ কুমার

B. জগনমোহন রেড্ডি

C. নবীন পটনায়েক

D. ভূপেশ বাঘেল

 উত্তর :- (C)

3. ভারতের বিপ্লববাদের জননী নামে খ্যাত ছিলেন?

A. ভগিনী নিবেদিতা

B. অ্যানি বেসান্ত

C. মাদাম কামা

D. মাতঙ্গিনী হাজরা

 উত্তর :- (C)

4. নিচের মধ্যে কোন শহরকে আরব সাগরের রানী বলা হয়?

A. কোচিন

B. বেনারস

C. আমেদাবাদ

D. হায়দ্রাবাদ

 উত্তর :- (A)

5. “চেতন্যভগবত” গ্রন্থের রচয়িতা কে ?

A. কাশীরাম দাস

B. তুলসি দাস

C. কৃষ্ণকান্ত দাস

D. বৃন্দাবন দাস

 উত্তর :- (D)

6. “No Spin” – কোন খেলোয়াড়ের আত্মজীবনী ?

A. হরভজন সিং

B. পি টি ঊষা

C. শেন ওয়ার্ন

D. হিমা দাস

 উত্তর :- (C)

GK MCQ for Exams Bengali l Bengali General Knowledge Questions

7. ভারতের প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর কোথায় অবস্থিত ?

A. কর্ণাটক

B. পশ্চিমবঙ্গ

C. উত্তর প্রদেশ

D. রাজস্থান

 উত্তর :- (B)

8. কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন ?

A. লর্ড ওয়েলেসলি

B. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

C. লর্ড মাউন্টব্যাটেন

D. লর্ড ডালহৌসি

 উত্তর :- (A)

9. আজাদ হিন্দ ফৌজ কত সালে গঠিত হয় ?

A. ১৯৪২

B. ১৯৪৬

C. ১৯৫১

D. ১৯৫৯

 উত্তর :- (A)

10. কোন রাজার নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিলো ?

A. বিশ্বরূপ রাজা

B. ভরত রাজা

C. কৃষ্ণচন্দ্র রাজা

D. সুদাস রাজা

 উত্তর :- (B)

11. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?

A. রাজা ব্রহ্মচারী

B. মতিলাল নেহরু

C. গোপালকৃষ্ণ গোখলে

D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

 উত্তর :- (C)

12. The Great Dictator ছবির পরিচালক কে ছিলেন ?

A. জেমস ক্যামেরুন

B. সের্গেই সাইজেনস্টাইন

C. আলফোনসো কুয়ারান

D. চার্লি চ্যাপলিন

 উত্তর :- (D)

13. ভারতের প্রথম মহিলা কলেজ কোনটি ?

A. বেথুন কলেজ

B. বিদ্যাসাগর কলেজ

C. হিন্দু কলেজ

D. কোনটিই নয়

 উত্তর :- (A)

14. জাপানের সংসদ কি নামে পরিচিত ?

A. স্ট্যাটেন

B. ডায়েট

C. ফোকেটিং

D. নেসেট

 উত্তর :- (B)

15. প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন ? 

A. সমিনা বেগ  

B. বাচেন্দ্রী পাল  

C. রাহা মোহারক 

D. অরুনিমা সিনহা 

 উত্তর :- (D)

16. প্রথম কোন ভারতীয় একাকী বিমান চালনা করেন ? 

A. অর্জন সিং  

B. রাকেশ শর্মা 

C. জে আর ডি টাটা  

D. জামশেদ জী টাটা 

 উত্তর :- (C)

17. কে সিদ্ধার্থ নামে পরিচিত ছিলেন ? 

A. বুদ্ধ 

B. মহাবীর 

C. অশোক  

D. শংকরাচার্য 

 উত্তর :- (A)

18. অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে বলে — 

A. Cartolgy  

B. Archeology  

C. Biography  

D. কোনোটিই নয় 

 উত্তর :- (B)

19. গুরু গোবিন্দ সিং হলেন— 

A. দশম এবং শেষ শিখ গুরু 

B. 1699 সালে খালসা-এর প্রতিষ্ঠাতা 

C. দশম গ্রন্থের লেখক  

D. সবকটি সত্য 

 উত্তর :- (D)

20. কোন্ বিখ্যাত সম্রাট দিল্লির জামা মসজিদ নির্মাণ করেন ? 

A. আকবর 

B. শাহজাহান 

C. ঔরঙ্গজেব 

D. জাহাঙ্গির 

 উত্তর :- (B)

21. রাষ্ট্রসংঘ-এর সাধারণ সভার প্রথম মহিলা সভাপতি কে ? 

A. বিজয়লক্ষ্মী পন্ডিত 

B. সুচেতা কৃপালিনী  

C. সরোজিনী নাইডু 

D. রাজকুমারি অমৃত কৌর 

 উত্তর :- (A)

22. কোন্ ভারতীয় সামুদ্রিক বন্দর মুক্তো উৎপাদনের জন্য প্রসিদ্ধ ? 

A. কাণ্ডালা  

B. নবসেবা  

C. তুতিকোরিন 

D. বিশাখাপত্তনম 

 উত্তর :- (C)

23. মহাত্মা গান্ধী কবে জন্মগ্রহণ করেন ? 

A. 1861 খ্রি.  

B. 1869 খ্রি. 

C. 1889 খ্রি.  

D. 1897 খ্রি. 

 উত্তর :- (B)

24. কোনটি কৃত্রিম রেশম নামে পরিচিত ? 

A. পলিয়েস্টার 

B. টেরিলিন 

C. নাইলন 

D. রেয়ন 

 উত্তর :- (D)

25. একক শর্করাকে কী বলা হয় ? 

A. মনোস্যাকারাইড  

B. ডাইস্যাকারাইড 

C. পলিস্যাকারাইড 

D. কোনটি নয় 

 উত্তর :- (A)

---Advertisement---

Related Post

Indian States Top in Production l বিভিন্ন পণ্য উৎপাদনে প্রথম রাজ্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য

Indian States Top in Production: ভারতের প্রতিটি রাজ্যই কোনো না কোনো কৃষি বা শিল্প পণ্যের উৎপাদনে শীর্ষস্থান ধরে রেখেছে। যেমন কেউ চালে, কেউ গমে, কেউ বা তুলা, চা, ...

📝 50 Important Questions on Modern Russia, Cold War & Russian Revolution

Important Questions on Modern Russia: Are you preparing for UPSC, SSC, WBCS, Railway NTPC, or any other competitive exam that includes Modern History and International Relations? Then this ...

📝 Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement – For WBCS, SLST, NET Preparation l শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন – ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Important Questions and Answers on Industrial Revolution and Socialist Movement: শিল্পবিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলন ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, যা WBCS, SLST, UGC NET-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিতভাবে প্রশ্ন ...

RRB Recruitment 2025 Short Notice Out – Railway recruitment opportunities for a large number of vacant posts, monthly salary Rs. 21700

RRB Recruitment 2025 Short Notice Out: Railway Recruitment Board has again published a great recruitment notification! Recently, RRB has published a short notification for the recruitment of paramedical staff ...

Leave a Comment