---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬ | General Knowledge MCQ Part 16

By Siksakul

Published on:

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬
---Advertisement---

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব –  ১৬, যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ MCQ পর্ব ১৬

1. ছত্রাকের কোশপ্রাচীরের উপাদানের নাম কী?

A. সেলুলোজ 

B. কাইটিন  

C. পেপটাইডো গ্লাইক্যান  

D. হেমিসেলুলোজ 

উত্তর :- (B)

2. কোন ধাতুর ওপর আলোক পড়লে তার রোধ কমে যায়? 

A. তামা  

B. লোহা   

C. পারদ  

D. সেলেনিয়াম 

উত্তর :- (D)

3. পর্ণকান্ড কীসের রূপান্তর? 

A. কাণ্ড  

B. মূল  

C. পাতা   

D. মৃদগত কাণ্ড 

উত্তর :- (A)

4. বিশুদ্ধ লোহার রঙ কেমন? 

A. ধূসর সাদা  

B. ধুসর লাল   

C. বাদামি  

D. হালকা হলুদ  

উত্তর :- (A)

5. মানবদেহের কোষে কতগুলি ক্রোমোজোম থাকে? 

A. 43  

B. 44   

C. 45   

D. 46  

উত্তর :- (D)

6. ল্যাম্বার্ড তত্ত্ব কার সঙ্গে যুক্ত? 

A. প্রতিফলন  

B. প্রতিসরণ  

C. ব্যাতিচার   

D. প্রজ্বলন 

উত্তর :- (D)

7. প্রোটোপ্লাজমের মধ্যে নির্জীব বস্তুগুলিকে একত্রে বলা হয়- 

A. ডিউটোপ্লাজম 

B. প্লাজমা জেল  

C. মেসোপ্লাজম  

D. সাইটোপ্লাজম 

উত্তর :- (A)

8. একটি সেলাই মেশিনের গতি- 

A. বৃত্তাকার  

B. সরলরৈখিক   

C. দোলন  

D. ঘূর্ণন 

উত্তর :- (D)

9. যোগকলার প্রধান প্রোটিন হল- 

A. কেরাটিন   

B. কোলাজেন   

C. মেলানিন  

D. মায়োসিন 

উত্তর :- (B)

10. সকল পরমাণুর মধ্যে উপস্থিত কোন কণাটিকে সর্বপ্রথম চিহ্নিত করা হয়? 

A. প্রোটন   

B. নিউট্রন   

C. ইলেকট্রন  

D. কোনোটিই নয়  

উত্তর :- (C)

11. ইকুইজিটাম নিম্নলিখিত কোন প্রকৃতির উদ্ভিদ?

A. ফার্ণ  

B. মস  

C. ছত্রাক  

D. শৈবাল 

উত্তর :- (A)

12. ভূ- পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অভিকর্ষজ ত্বরণের মান- 

A. কবে যায়  

B. বেড়ে যায়  

C. একই থাকে  

D. কোনওটিই নয় 

উত্তর :- (A)

13. লসিকা ও রক্তের মধ্যে প্রধান পার্থক্য- 

A. লসিকায় শ্বেতকণিকা থাকে না  

B. লসিকায় প্রোটিন থাকে না  

C. লসিকার জলের ভাগ অনেক বেশি  

D. লসিকায় লোহিত কণিকা থাকে না  

উত্তর :- (D)

14. কোন বিজ্ঞানী সর্বপ্রথম হীরক প্রস্তুত করেন? 

A. পি ভার্নিয়ার  

B. জন নেপিয়ার  

C. ওয়াটসন  

D. মঁয়সা 

উত্তর :- (D)

15. বিপিনবিহারী গাঙ্গুলী কোন গুপ্ত  সমিতির সঙ্গে যুক্ত ছিলেন? 

A. অনুশীলন সমিতি  

B. আত্মোন্নতি সমিতি  

C. যুগান্তর দল  

D. প্রাদেশিক সমিতি   

উত্তর :- (B)

16. জনপ্রতি তেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন দেশ? 

A. ইরাক  

B. ইরান   

C. কুয়েত 

D. কাতার 

উত্তর :- (C)

17. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন? 

A. ব্রহ্মবান্ধব বন্দোপাধ্যায়   

B. উপেন্দ্রনাথ দত্ত  

C. অরবিন্দ ঘোষ 

D. সতীশচন্দ্র মুখোপাধ্যায় 

উত্তর :- (A)

18. লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?

A. নীল  

B. এভন  

C. টেমস   

D. ইরাবতী 

উত্তর :- (C)

19. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 

A. ইলবার্ট  

B. ডালহৌসি 

C. হিউম   

D. ডাফরিন 

উত্তর :- (D)

20. আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?

A. দোদাবেতা

B. গুরুশিখর

C. পাঁচমারি

D. ধূপগড়

উত্তর :- (B)

21. ঐতিহাসিক স্মিথ কাকে নেপোলিয়ান অব ইন্ডিয়া বলেছেন ?

A. প্রথম চন্দ্রগুপ্ত

B. দ্বিতীয় চন্দ্রগুপ্ত

C. স্কন্দগুপ্ত

D. সমুদ্রগুপ্ত

উত্তর :- (D)

22. গুপ্ত বংশের প্রথম রাজধানী কোথায় অবস্থিত ছিল ?

A. রাজগৃহ

B. পাটলিপুত্র

C. কৌসম্বী

D. উজ্জয়িনী

উত্তর :- (B)

23. স্বপ্নবাসবদত্তা নাটক কে রচনা করেন ?

A. কালিদাস

B. শূদ্রক

C. ভাস

D. বিশাখদত্ত

উত্তর :- (C)

24. গুপ্তদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল ?

A. বৈশালী

B. মগধ

C. কনৌজ

D. উজ্জয়িনী

উত্তর :- (D)

25. গাথাসপ্তসতী কার লেখা ?

A. পুলমায়ী

B. হাল

C. যজ্ঞশ্রী সাতকর্নী

D. গৌতমিপুত্র সাতকর্নী

উত্তর :- (B)

---Advertisement---

Related Post

🧪 Important Chemistry Static GK Part 02 in Bengali l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে পর্ব ০২

Important Chemistry Static GK Part 01 in Bengali: রসায়ন (Chemistry) এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় – যেমন SSC, RRB, UPSC, WBCS, CGL, CHSL, Railway, Banking ইত্যাদিতে জেনারেল সায়েন্স ...

🧪 Important Chemistry Static GK Part 01 in Bengali l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে পর্ব ০১

Important Chemistry Static GK Part 01 in Bengali: রসায়ন (Chemistry) এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় – যেমন SSC, RRB, UPSC, WBCS, CGL, CHSL, Railway, ...

Human body related Important questions and Answers part 03 in Bengali l মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩

Human body related Important questions and Answers part 03: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, পুলিশ ...

🧠 Human body related Important questions and Answers part 02 in Bengali l মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

Human body related Important questions and Answers part 02: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, পুলিশ ...

Leave a Comment