পদার্থবিজ্ঞান MCQ Set 8: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।
এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৮” (Physics GK MCQ in Bengali Set 8)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।
তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!
পদার্থবিজ্ঞান MCQ Set 8 l General Science Physics MCQ Set 8 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৮
Table of Contents
141. রােধাঙ্কের ব্যবহারিক একক কী?
(A) ওহম
(B) ওহম-সেমি
(C) বােল্ট অ্যাম্পিয়ার
(D) এর কোনাে একক নেই
(B) ওহম-সেমি
142. আর্থ তারের রােধ কেমন?
(A) কম
(B) বেশি
(C) শূন্য
(D) মাপযােগ্য নয়।
(A) কম
143. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তি থেকে বিদ্যুৎশক্তি পাওয়া যায় তাকে বলা হয়-
(A) তড়িৎ কোষ
(B) ট্রান্সফর্মার
(C) ডায়নামাে
(D) বৈদ্যুতিক মােটর
(C) ডায়নামাে
144. বার্লোর চক্র নিচের কোন্ নিয়মে কাজ করে?
(A) E = mc2
(B) ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
(B) ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
145. তড়িৎশক্তির একক কী ?
(A) ওয়াট
(B) ওয়াট-ঘণ্টা
(C) ভােল্ট
(D) অ্যাম্পিয়ার
(B) ওয়াট-ঘণ্টা
146. সমান্তরাল সমবায়ে তুল্যরােধের মান সমবায়ের সর্বনিম্ন মানের রােধ অপেক্ষা –
(A) কম
(B) বেশি
(C) সমান
(D) সঠিক বলা যায় না
(A) কম
147. একই দৈর্ঘ্যের একটি সরু ও মােটা তারের মধ্যে কোনটির রােধ বেশি?
(A) সমান
(B) সরু তারের
(C) মােটা তারের
(D) সঠিক বলা যায় না
(B) সরু তারের
148. কোন পরিবাহীর বিভব একটি-
(A) তাপীয় অবস্থা
(B) চুম্বকীয় অবস্থা
(C) তড়িৎচুম্বকীয়
(D) তড়িৎ অবস্থা
(D) তড়িৎ অবস্থা
149. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িতের-
(A) সুপরিবাহী
(B) কুপরিবাহী
(C) অপরিবাহী
(D) অবিশ্লেষ্য
(A) সুপরিবাহী
150. মুক্ত ইলেকট্রনগুলিকে একমুখী করে তড়িৎপ্রবাহ সৃষ্টি করে-
(A) তড়িৎচুম্বকীয় তরঙ্গ
(B) তড়িৎযােজী বন্ধন
(C) তড়িৎচালক বল
(D) সমযােজী বন্ধন
(C) তড়িৎচালক বল
151. SI পদ্ধতিতে প্রবাহমাত্রার একক হল—
(A) কুলম্ব
(B) জুল
(C) ওয়াট
(D) অ্যাম্পিয়ার
(D) অ্যাম্পিয়ার
152. তড়িৎকোষে কোন শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?
(A) স্থিতিশক্তি
(B) রাসায়নিক শক্তি
(C) গতিশক্তি
(D) চৌম্বক শক্তি
(B) রাসায়নিক শক্তি
153. তড়িৎপ্রবাহের উপর চুম্বকের ক্রিয়া কোন সুত্র দ্বারা প্রমাণিত হয়?
(A) ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
(B) চার্লস
(C) বয়েল
(D) জুলের সূত্র
(A) ফ্লেমিং-এর বামহস্ত সূত্র
154. রােধ বৃদ্ধিতে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীর তাপমাত্রা
(A) কমে
(B) একই থাকে
(C) বাড়ে
(D) সঠিক বলা যায় না
(C) বাড়ে
155. বিদ্যুৎকেন্দ্রে সাধারণত কত কিলােভােল্ট বিদ্যুৎ উৎপাদন করা হয়?
(A) 11 – 16
(B) 16 – 20
(C) 20 – 25
(D) 8 – 11
(A) 11 – 16
156. টাংস্টেন তারের গলনাঙ্ক কত?
(A) প্রায় 3000°C
(B) 4000°C
(C) প্রায় 1400°C
(D) প্রায় 4400°C
(C) প্রায় 1400°C
157. বৈদ্যুতিক বাতির মধ্যে কোন্ নিষ্ক্রিয় গ্যাস থাকে?
(A) জেনন
(B) আর্গন
(C) রেড়ন
(D) ক্রিপটন
(B) আর্গন
158. ফুরােসেন্ট বাতিতে নিম্নের কী ব্যবহার করা হয়?
(A) জলীয় বাষ্প
(B) ক্লোরিন বাষ্প
(C) ফ্লোরিন বাষ্প
(D) পারদ বাষ্প
(D) পারদ বাষ্প
159. 750 ওয়াট ক্ষমতার বাতি 4 ঘণ্টা জ্বললে বিদ্যুতের খরচ কত ইউনিট হবে?
(A) 2
(B) 4
(C) 3
(D) 5
(C) 3
160. শব্দের তীঞ্জতা যা দ্বারা বােঝা যায় তা হল-
(A) গতি
(B) প্রাবল্য
(C) কম্পাঙ্ক
(D) স্টিলে
(C) কম্পাঙ্ক