---Advertisement---

বাংলা সাধারণ জ্ঞান MCQ সিরিজ – ০৮ | Bengali General Knowledge MCQ Series – 08

By Siksakul

Published on:

Bengali General Knowledge MCQ Series - 08
---Advertisement---

Bengali General Knowledge MCQ: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০৮। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

জেনারেল নলেজ M.C.Q l Bengali General Knowledge MCQ

1. কী ধরনের বস্তুর প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে? 

A. প্রতিসম বস্তুর  

B. দীর্ঘ বস্তুর  

C. খর্ব বস্তুর  

D. অপ্রতিসম বস্তুর 

উত্তর:- (D)

2. কোন পদ্ধতিতে কোন বায়ুশূন্য বালবের ফিলামেন্ট থেকে কাচ অবধি তাপ পৌঁছায়- 

A. পরিবহন  

B. পরিচলন  

C. বিকিরণ  

D. তাপশূন্য মাধ্যম দিয়ে যায় না 

উত্তর:- (C)

3. অলফ্যাক্টরি স্নায়ু নিম্নের কোন কাজে সাহায্য করে? 

A. দর্শন   

B. শ্রবণ  

C. ঘ্রাণ 

D. স্বাদ 

উত্তর:- (C)

4. যক্ষ্মারোগে প্রাথমিক ভাবে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? 

A. ফুসফুস  

B. যকৃত  

C. গলা  

D. লসিকাগ্রন্থি 

উত্তর:- (A)

5. ব্যাকটেরিয়া কোষ- 

A. কোষপর্দা যুক্ত  

B. কোষপ্রাচীর যুক্ত 

C. কোষপ্রাচীরবিহীন  

D. সবকটি 

উত্তর:- (B)

6. নিচের কোনটি একটি উপকারী ভাইরাস? 

A. রুবেলা ভাইরাস  

B. রাইনো ভাইরাস  

C. ভ্যারিওলা ভাইরাস  

D. ব্যাকটিরিও ফাজ 

উত্তর:- (D)

7. যে সকল প্রাণী বা উদ্ভিদ ভাইরাস সংক্রমণে সাহায্য করে তাকে বলে –

A. সেক্টর  

B. ভেক্টর  

C. প্রটেক্টর  

D. ইনস্পেক্টর 

উত্তর:- (B)

8. কোন উদ্ভিদে ব্যাকটেরিয়া ঘটিত কোন রোগ দেখা যায়? 

A. ধান  

B. চা  

C. গম  

D. লেবু গাছ 

উত্তর:- (D)

9. সালোকসংশ্লেষের প্রধান স্থান কোনটি? 

A. মেসোফিল কলা 

B. বৃতি  

C. পাতা  

D. ভলভক্স

উত্তর:- (A)

10. জাপান ব্লাক তৈরি করতে কোন পদার্থ ব্যবহৃত হয়? 

A. গ্যাস কার্বন  

B. কোক  

C. অঙ্গার  

D. ঝুল 

উত্তর:- (D)

11. নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? 

A. জল  

B. বরফ  

C. সালফিউরিক অ্যাসিড  

D. অ্যাসিটিক অ্যাসিড 

উত্তর:- (B)

12. সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল?

A. পারসিক  

B. হিন্দি  

C. ফার্সি  

D. আরবি 

উত্তর:- (C)

13. দিল্লির মোতি মসজিদ কোন মোগল সম্রাটের স্থাপত্যকীর্তি?

A. হুমায়ুন  

B. জাহাঙ্গীর  

C. শাহজাহান  

D. ঔরঙ্গজেব 

উত্তর:- (C)

14. সাতবাহন দের রাজধানী কোথায় ছিল? 

A. পৈথান  

B. মগধ  

C. তক্ষশীলা  

D. তাঞ্জোর 

উত্তর:- (A)

15. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? 

A. চন্দ্রগুপ্ত মৌর্য  

B. বৃহদ্রথ  

C. অশোক  

D. বিন্দুসার 

উত্তর:- (B)

16. কনিষ্কের রাজধানীর নাম কি? 

A. পুরুষপুর  

B. তক্ষশীলা  

C. কর্ণসুবর্ণ  

D. উজ্জয়িনী 

উত্তর:- (A)

17. নিচের কোনটির প্রাচীন নাম ছিল কুরুক্ষেত্র? 

A. দিল্লি  

B. পানিপথ  

C. ফরিদাবাদ  

D. আগ্রা 

উত্তর:- (B)

18. নিচের পর্বত গুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয়? 

A. ভিসুভিয়াস  

B. সিয়েরা নেভা  

C. ফুজিয়ামা  

D. কাসকেড 

উত্তর:- (B)

19. নিচের কোনটি দীর্ঘতম নদী? 

A. নীলনদ  

B. কঙ্গো  

C. গঙ্গা 

D. ভলগাঁ 

উত্তর:- (A)

20. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত- 

A. নায়েগ্রা   

B. অ্যাঞ্জেল  

C. ভিক্টোরিয়া  

D. গেরসোপ্পা 

উত্তর:- (B)

21. কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়?

A. Vitamin-A

B. Vitamin-B

C. Vitamin-C

D. Vitamin-D

উত্তর:- (C) 

22. মিড ডে মিল প্রথম শুরু হয় কোথায় ?

A. পশ্চিমবঙ্গে

B. গুজরাটে

C. হিমাচল প্রদেশে

D. তামিলনাড়ুতে

উত্তর:- (D)  

23. লিখিত সংবিধান নেই কোন দেশের ?

A. কুয়েত

B. ব্রিটেন

C. বলিভিয়া

D. তুরস্ক

উত্তর:- (B) 

24. ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত কে ?

A. অরুনাভ ঘোষ

B. জাকির হোসেন

C. আব্দুল কালাম

D. হুমায়ুন কবির

উত্তর:- (C)  

25. সবুজ বিপ্লবের ধারণা গৃহীত হয় কোথায় ?

A. কানাডাতে

B. মেক্সিকোতে

C. ভিয়েতনামে

D. ক্রোয়েশিয়া তে

উত্তর:- (B)  

26. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয় ?

A. ৩রা ডিসেম্বর

B. ১২ই ফেব্রুয়ারি

C. ৫ই ফেব্রুয়ারি

D. ৪ঠা ফেব্রুয়ারি

উত্তর:- (A)  

27. পুলিকট হ্রদ কোথায় অবস্থিত ?

A. জম্মু কাশ্মীরে

B. কর্ণাটকে

C. ছত্রিশগড়ে

D. তামিলনাড়ু তে

উত্তর:- (D) 

28. ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন ?

A. রাফায়েল

B. মাইকেল এঞ্জেলো

C. পাবালো পিকাসো

D. লিওনার্দো দ্য ভিঞ্চি

উত্তর:- (A)  

29. অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত ?

A. খো খো

B. দাবা

C. শ্যুটিং

D. টেবিল টেনিস

উত্তর:- (C)

30. বাতাসের শহর বলা হয়-

A. রোমকে

B. শিকাগো কে

C. টোকিও কে

D. বেজিং কে

উত্তর:- (B)

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment