ANM GNM Practice Set 14: আসন্ন ANM GNM পরীক্ষার জন্য Siksakul -এর পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্ত্বপূর্ণ প্র্যাকটিস সেট আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Siksakul -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত ANM GNM Practice Set 2024 আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।
ANM GNM Practice Set 2024 l Nursing Exam Suggestive Practice Set
ANM GNM পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। সিলেবাস অনুযায়ী এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি Catagory – 1 থেকে দেওয়া হয়েছে। লিখিত পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী জেনারেল নলেজের বিভিন্ন বিষয়ের গুরুত্ত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।
ANM GNM Practice Set in Bengali
ANM GNM পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 20 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও Category – 1 থেকে 20 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
ANM & GNM Practice Set 2024 | নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৪
ANM GNM Practice Set 14
Table of Contents
1. গবলেট কোশ কোথায় দেখা যায়?
[A] অগ্ন্যাশয়[B] যকৃত
[C] মস্তিষ্ক
[D] পাকস্থলী
উত্তরঃ [D] পাকস্থলী
2. প্রান্তীয় শ্বসন কোথায় দেখা যায়?
[A] সাইটোপ্লাজম[B] নিউক্লিয়াস
[C] এন্ডোপ্লাজমীয় জালিকা
[D] মাইটোকনড্রিয়া
উত্তরঃ [D] মাইটোকনড্রিয়া
3. IUCN এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
[A] ডেনমার্ক[B] আমেরিকা
[C] ফ্রান্স
[D] সুইজারল্যান্ড
উত্তরঃ [D] সুইজারল্যান্ড
4. আলুর চোখ আসলে কি?
[A] কান্ডজ মুকুল[B] কাক্ষিক মুকুল
[C] পরাশ্রয়ী মুকুল
[D] পত্রজ মুকুল
উত্তরঃ [B] কাক্ষিক মুকুল
5. কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়?
[A] সিসমোগ্রাফ[B] ক্রেসকোগ্রাফ
[C] ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ
[D] উইনট্রোব টিউব
উত্তরঃ [B] ক্রেসকোগ্রাফ
6. ইলেকট্রিক মোটর কোন নিয়ম মেনে চলে?
[A] ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম[B] ফ্লেমিং এর বামহস্ত নিয়ম
[C] অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
[D] সবগুলি
উত্তরঃ [B] ফ্লেমিং এর বামহস্ত নিয়ম
আরও পড়ুনঃ নার্সিং পরীক্ষার সাজেস্টিভ প্র্যাকটিস সেট ১৩
7. কোন মাছের দেহে শ্বাসবৃক্ষ দেখা যায়?
[A] মাগুর[B] শিঙি
[C] কই
[D] কাতলা
উত্তরঃ [A] মাগুর
8. হুপিং কাশির জন্য কোন ভ্যাকসিন টি দেওয়া হয়?
[A] TAB[B] BCG
[C] DPT
[D] OPV
উত্তরঃ [C] DPT
9. উপক্ষার কি?
[A] উদ্ভিদের কার্বন যুক্ত রেচন পদার্থ[B] উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ
[C] উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ
[D] প্রাণীর কার্বন যুক্ত রেচন পদার্থ
উত্তরঃ [C] উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ
10. IR20 কী?
[A] উচ্চফলনশীল ধান[B] অধিক ডিম প্রদানকারী মুরগি
[C] জিনগত পরিবর্তিত সবজি
[D] অধিক দুগ্ধ উৎপাদনকারী গোরু
উত্তরঃ [A] উচ্চফলনশীল ধান
11. সবচেয়ে দীর্ঘ করোটিক স্নায়ু কোনটি?
[A] অপটিক[B] ফেসিয়াল
[C] অডিটরি
[D] ভেগাস
উত্তরঃ [D] ভেগাস

12. নীল বর্ণান্ধতা কে কি বলা হয়?
[A] প্রোটানোপিয়া[B] ডিউটেরানোপিয়া
[C] হাইপারমেট্রোপিয়া
[D] ট্রাইটানোপিয়া
উত্তরঃ [D] ট্রাইটানোপিয়া
13. ফার্ণ সংক্রান্ত পড়াশোনা কে কি বলা হয়?
[A] মাইকোলজি[B] টেরিডোলজি
[C] ফাইকোলজি
[D] হিস্টোলজি
উত্তরঃ [B] টেরিডোলজি
14. কোনটিতে নিউক্লিয়াস পাওয়া যায়?
[A] লোহিত রক্তকণিকা[B] শ্বেত রক্তকণিকা
[C] অনুচক্রিকা
[D] কোনোটিই নয়
উত্তরঃ [B] শ্বেত রক্তকণিকা
15. কোনটি পেশিকলার আবরণ?
[A] সারকোলেমা[B] নিউরোলেমা
[C] প্লাজমালেমা
[D] মায়েলিন সিদ্
উত্তরঃ [A] সারকোলেমা
16. নীল রঙের পরিপূরক বর্ণ কোনটি?
[A] সাদা[B] লাল
[C] সবুজ
[D] হলুদ
উত্তরঃ [D] হলুদ
ANM GNM পরীক্ষার জন্য সেরা বই।
👇 এই বই থেকে প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে 👇

17. গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কয়টি?
[A] 0 টি[B] 1 টি
[C] 2 টি
[D] 3 টি
উত্তরঃ [B] 1 টি
18. QR CODE কাকে বলে?
[A] Quick Heal Code[B] Automated Response Code
[C] Quick Response Code
[D] Quick Retrieve Code
উত্তরঃ [C] Quick Response Code
19. উদ্ভিদের দেহে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্যের সংশ্লেষ নিম্নলিখিত কোনটির উদাহরণ
[A] উপচিতি বিপাক[B] অপচিতি বিপাক
[C] উপচিতি ও অপচিতি উভয়েই
[D] কোনোটিই নয়
উত্তরঃ [A] উপচিতি বিপাক
20. মুদ্রাস্ফীতি কাদের জন্য সবচেয়ে লাভজনক?
[A] ঋণদাতা[B] বেতনভুক্ত
[C] ঋণগ্রহীতা
[D] শ্রমিক শ্রেণী
উত্তরঃ [C] ঋণগ্রহীতা