---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 02 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০২

By Siksakul

Published on:

General Knowledge MCQ in Bengali Part 02 l জেনারেল নলেজ MCQ পর্ব - ০২
---Advertisement---

General Knowledge MCQ in Bengali Part 02: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০২ । যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part 02 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০২

1. পৃথিবীর ছাদ কাকে বলে ?

A.তিব্বত

B.ভুটান

C.চীন

D.নেপাল 

উত্তর :- (A)

2. রাজস্থানে গাধার মেলা কোথায় হয় ?

A.উদমপুর

B.আজমের

C.জয়পুর

D.ভগতপুর 

উত্তর :- (C)

3. ভারতের সবচেয়ে বড় মন্দির কোনটি ?

A.প্রেমমন্দির

B.রামমন্দির

C.অক্ষরধাম মন্দির

D.শ্রীরঙ্গনাথ মন্দির 

উত্তর :- (D)

4. বিশ্বের সবচেয়ে বড় মন্দির কোথায় অবস্থিত ?

A.থাইল্যান্ড

B.কম্বোডিয়া

C.নেপাল

D.ভারত 

উত্তর :- (B)

5. কাক কোন দেশের জাতীয় পাখি ?

A.বাংলাদেশ

B.ভুটান

C.শ্রীলঙ্কা

D.জাপান 

উত্তর :- (B)

6. বিশ্বের একমাত্র ভাসমান ডাকঘর কোন হ্রদে অবস্থিত ?

A.ডল হ্রদ 

B.উলার হ্রদ

C.লেকটাক হ্রদ

D.চিলকা হ্রদ 

উত্তর :- (A)

7. কোন পাখি দুধ ও ডিম দুইই দেয় ?

A.এমিউ

B.কাঠঠোকরা

C.তারা পাখি

D.প্লাটিপাস 

উত্তর :- (D)

8. চাঁদ তারা কোন দেশের জাতীয় প্রতীক ?

A.ইরান

B.ইজরাইল

C.পাকিস্তান

D.কোনোটিই নয় 

উত্তর :- (C)

9. কোন রাজ্যের প্রধান ভাষা খাসী ?

A.মেঘালয়

B.ত্রিপুরা

C.নাগাল্যান্ড

D.অসম 

উত্তর :- (A)

10. মানুষ একদিনে কত অক্সিজেন গ্রহণ করে ?

A.800 লিটার

B.550 লিটার

C.970 লিটার

D.400 লিটার 

উত্তর :- (B)

11. দিল্লি ভারতের রাজধানী কোন বছর হয়েছিল ?

A.1912

B.1911

C.1922

D.1915 

উত্তর :- (B)

General Knowledge Practice Bengali l সাধারণ জ্ঞান বাংলা প্রশ্ন উত্তর

12. লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

A.বিহার

B.গোয়া

C.উত্তর প্রদেশ

D.অসম 

উত্তর :- (C)

13. কোন দেশের আগ্নেয়গিরির লাভার নীল রঙের হয় ?

A.মেক্সিকো

B.ইতালি

C.ইন্দোনেশিয়া

D.আর্জেন্টিনা 

উত্তর :- (C)

14. লাল পিঁপড়েতে কোন অ্যাসিড পাওয়া যায় ?

A.ফরমিক অ্যাসিড

B.ল্যাকটিক অ্যাসিড

C.অ্যাসিটিক অ্যাসিড

D.সাইট্রিক অ্যাসিড 

উত্তর :- (A)

15. গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোথায় শুরু হয়েছিল ?

A.ডান্ডি

B.চম্পারন

C.বরোদা

D.বারদৌলি 

উত্তর :- (B)

16. বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় ?

A.11 সেপ্টেম্বর

B.11 জুন

C.11 জুলাই

D.11 আগস্ট 

উত্তর :- (C)

17. বিশ্বের সবচেয়ে ব্যস্ত বাণিজ্যিক নদী কোনটি ?

A.টেমস

B.গঙ্গা

C.টাইগ্রিস

D.রাইন 

উত্তর :- (D)

18. মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু করেছিলেন ?

A.1942

B.1920

C.1930

D.1940 

উত্তর :- (A)

19. রামায়ণে অনুবাদ ফার্সি ভাষায় কে করেছিলেন ?

A.ঈশ্বর দাস

B.আবুল ফজল

C.আব্দুল লতিফ

D.বদায়ুনী 

উত্তর :- (D)

20. বিহারের দুঃখ কোন নদীকে বলে ?

A.দামোদর

B.কোশী

C.গঙ্গা

D.নর্মদা 

উত্তর :- (B)

21. শিবসমুদ্রমজলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?

A.নর্মদা

B.গোদাবরী

C.কাবেরী

D.গঙ্গা 

উত্তর :- (C)

22. চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডারের নাম কি ?

A.কালাম

B.বিক্রম

C.প্রযুক্তি

D.PSLV3 

উত্তর :- (B)

23. ওজোন গ্যাসের বর্ণ কি ধরনের ?

A.হালকা নীল

B.হালকা হলুদ

C.হালকা লাল

D.হালকা সবুজ 

উত্তর :- (A)

24. ওজন স্তরে ঘনত্ব মাপা হয় কোন এককে ?

A.পারদ দূষণ

B.ক্যাডমিয়াম দূষণ

C.আর্সেনিক দূষণ

D.ফ্লুরাইড দূষণ 

উত্তর :- (C)

25. রামচরিতগ্রন্থটি কে রচনা করেন ?

A.মেগাস্থিনিস

B.সন্ধ্যাকর নন্দী

C.তুলসীদাস

D.কৌটিল্য 

উত্তর :- (B)

26. যোদ্ধা পেশোয়ানামে কে পরিচিত ছিলেন ?

A.প্রথম বাজীরাও

B.বালাজী বাজীরাও

C.বালাজী বিশ্বনাথ

D.দ্বিতীয় বাজীরাও 

উত্তর :- (A)

27. বীরভূম জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

A.বহরমপুরে

B.বর্ধমানে

C.সিউড়িতে

D.বোলপুরে 

উত্তর :- (C)

28. অম্লবৃষ্টি হয় প্রধানত কোন গ্যাসের কারণে ?

A.কার্বন-ডাই-অক্সাইড

B.ফসফরাস অক্সাইড

C.সালফার ডাইঅক্সাইড

D.কার্বন মনোঅক্সাইড 

উত্তর :- (C)

29. ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ  করে –

A.বৃষ্টি

B.ঝড়

C.ভালো আবহাওয়া

D.ঝড় ও বৃষ্টি উভয়ই 

উত্তর :- (C)

30. ইউগ্লিনা ছাড়া অন্য কোন প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ?

A.ক্রাইস্যামিবা

B.অ্যামিবা

C.মিউকর

D.কোনোটিই নয় 

উত্তর :- (A)


আগের পর্ব –

⦿ জেনারেল নলেজ MCQ পর্ব – ০১

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

আরো পড়ুন:

---Advertisement---

Related Post

WEBCSC Recruitment 2025, Notification Out for Co-operative Bank Vacancies, Application Starts

The West Bengal Co-operative Service Commission (WEBCSC) has announced a recruitment drive to fill multiple vacancies in various Central Co-operative Banks across West Bengal. Interested candidates can verify ...

WBPSC Miscellaneous Recruitment 2025, Check Eligibility

WBPSC Miscellaneous Recruitment 2025: The West Bengal Public Service Commission (WBPSC) has announced the recruitment process for the Miscellaneous Recruitment Service Examination (MSRE) 2025 through Advertisement No. 13/2024. ...

RRC Recruitment 2025: Apply Now for 1104 Vacancies – Check Post Details, Age Limit & Application Process

RRC Recruitment 2025: Apprenticeship Training Vacancies Available Across Various Workshops/Units RRC is inviting applications from eligible candidates to fill Apprenticeship Training positions at multiple workshops/units. RRC Recruitment 2025: ...

FSSAI Assistant Recruitment 2025: Apply Now for 15,000+ Vacancies

FSSAI Assistant Recruitment 2025: The Food Safety and Standards Authority of India (FSSAI) has launched its 2025 recruitment drive, offering over 15,000 vacancies for the post of Assistant. ...

Leave a Comment