---Advertisement---

 Important General Knowledge MCQ in Bengali Part – 01 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০১

By Siksakul

Updated on:

 Important General Knowledge MCQ in Bengali Part - 01 l জেনারেল নলেজ MCQ পর্ব - ০১
---Advertisement---

General Knowledge MCQ in Bengali: আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজের গুরুত্ব অপরিসীম। এটি আমাদের চারপাশের পৃথিবী সম্পর্কে সচেতনতা বাড়ায়, নতুন বিষয় সম্পর্কে জানার সুযোগ দেয়, এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য অর্জনে সহায়তা করে। সাধারণ জ্ঞানের সঠিক বিকাশের জন্য MCQ (Multiple Choice Questions) একটি অত্যন্ত কার্যকর পদ্ধতি।

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জেনারেল নলেজ M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০১ । যেটিতে গুরুত্বপূর্ণ 30 টি জেনারেল নলেজ M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

General Knowledge MCQ in Bengali Part – 01 l জেনারেল নলেজ MCQ পর্ব – ০১

1. ভারতের শ্রীলংকার মাঝখানে যে উপসাগর তার নাম কি ?

A. মান্নার উপসাগর 

B. ক্যাম্বে উপসাগর 

C. কলম্বো উপসাগর 

D. বঙ্গোপসাগর

 উত্তর :- A

2. ভারতের অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?

A. সিন্ধু গঙ্গেয় সমভূমি 

B. শিবালিত পর্বত 

C. আরাবল্লী পর্বত 

D. হিমালয় পর্বত

 উত্তর :- C

3. ভারতের মৃত আগ্নেয়গিরি কোনটি ?

A. বিন্দ্য পর্বত 

B. নীলগিরি দ্বীপ 

C. মিনিকয় দ্বীপ 

D. ব্যারেন দ্বীপ

 উত্তর :- D

4. রাজস্থানে লুনি নদীর অববাহিকার তৃণভূমির নাম কি ?

A. বাগর 

B. ধান্দ 

C. রোহি 

D. ধূয়ান

 উত্তর :- A

General Knowledge MCQ Bengali l গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন l Bengali GK Questions

5. আরাকু ভ্যালি কোথায় অবস্থিত ?

A. কেরালা 

B. সিকিম 

C. হিমাচলপ্রদেশ 

D. অন্ধ্রপ্রদেশ

 উত্তর :- D

6. মৈকাল পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

A. অমরকন্টক 

B. মানপুর 

C. পাঁচমারি 

D. ধূপগড়

 উত্তর :- A

7. নীচের কোনটি একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ ?

A. ব্রহ্মপুত্র উপত্যকা 

B. চম্বল উপত্যকা 

C. দামোদর উপত্যকা 

D. শোন উপত্যকা

 উত্তর :- C

8. ধনেখালি কি জন্য বিখ্যাত ?

A. কাগজ শিল্পের জন্য 

B. চর্মশিল্পের জন্য  

C. পাট শিল্পের জন্য 

D. তাঁত শিল্পের জন্য

 উত্তর :- D

9. যৌন ক্রোমোজোমে ব্যতীত সকল ক্রোমোজোমকে কি বলা হয় ?

A. নিউক্লিয়াস 

B. জেনোম 

C. অটোজোম 

D. অলোজোম

 উত্তর :- C

10. পশ্চিমবঙ্গের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা সংলগ্ন অঞ্চলকে কি বলা হয় ?

A. রূপান্তরিত বদ্বীপ 

B. মৃত বদ্বীপ  

C. পরিণত বদ্বীপ 

D. সক্রিয় বদ্বীপ

 উত্তর :- B

11. স্থানীয়ভাবে কোতাল নামে পরিচিত অরণ্য কোন জেলায় আছে ?

A. মালদা 

B. পুরুলিয়া 

C. মুর্শিদাবাদ 

D. বাঁকুড়া

 উত্তর :- A

12. কেরালার উপকূলভূমিকে কি বলা হয় ?

A. করমন্ডল উপকূল 

B. উত্তর সরকার উপকূল 

C. মালাবার উপকূল 

D. কোরঙ্কন

 উত্তর :- C

13. সবরমতি নদীর তীরে যে বিখ্যাত শহরটি অবস্থিত তার নাম কি ?

A. এলাহাবাদ-গঙ্গা 

B. পোরবন্দর 

C. সুরাট- তাপ্তি 

D. গান্ধীনগর

 উত্তর :- D

14. এসকোরিস বা গোল কৃতমি পাওয়া যায় কোথায় ?

A. মানুষের ক্ষুদ্রান্তে 

B. মানুষের বৃহদন্ত্রে  

C. মানুষের পাকস্থলিতে 

D. কোনোটিই নয়

 উত্তর :- A

15. হাইগ্রোমিটারের সাহায্য কি পরিমাপ করা হয় ?

A. বাতাসের আপেক্ষিক আদ্রতা 

B. কঠিন পদার্থের আয়তন 

C. কঠিন পদার্থের ঘনত্ব 

D. কঠিন পদার্থের নির্দিষ্ট তাপ

 উত্তর :- A

16. সাতপুরা রেঞ্জ কোন দুটি নদীর মাঝে অবস্থিত ?

A. তাপ্তি ও মাহি 

B. মাহি ও লুনি 

C. নর্মদা ও তাপ্তি 

D. নর্দমা ও লুনি

 উত্তর :- C

17. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয় কবে ?

A. 8 সেপ্টেম্বর 

B. BB সেপ্টেম্বর 

C. B4 সেপ্টেম্বর 

D. BC সেপ্টেম্বর

 উত্তর :- A

18. অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

A. টিপু সুলতান ও ইংরেজ 

B. রনজিৎ সিং ও ইংরেজ 

C. হায়দার আলি ও ইংরেজ 

D. নানাফড়নবীশ ও ইংরেজ

 উত্তর :- B

19. বিহারের কোন রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন ?

A. শাহ আলম 

B. তাঁতিয়া টুপি 

C. শওকৎ আলি 

D. কুনওয়ার সিং

 উত্তর :- D

20. পশ্চিমবঙ্গে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় কোথায় ?

A. ময়ূরেশ্বরে 

B. বক্সাদুয়ারে 

C. দার্জিলিং 

D. মুকুটমনিপরে

 উত্তর :- A

21. নন্দ বংশ কে প্রতিষ্ঠা করেন ?

A. ধননন্দ 

B. শ্রীনন্দ 

C. মহাপদ্মনন্দ  

D. দেবনন্দ

 উত্তর :- D

22. বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কারা দেন ?

A. ইহুদীরা 

B. চীনা 

C. আরবরা 

D. গ্রীকরা

 উত্তর :- D

23. রাজ্যের রাজ্যপাল কার নিকট দায়িত্বশীল থাকেন ?

A. উপরাষ্ট্রপতি 

B. রাষ্ট্রপতি 

C. সংশ্লীষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী 

D. প্রধানমন্ত্রী

 উত্তর :- B

24. পৃথিবীর অষ্টম আশ্চর্য কাকে বলে ?

A. বরোবুরের স্তুপ 

B. আদিনা মসজিদ 

C. যতীন্দ্রনাথ দাস 

D. তাজমহল

 উত্তর :- A

25. বন্দেমাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

A. যতীন্দ্রনাথ দাস 

B. বারীন ঘোষ 

C. অরবিন্দ ঘোষ 

D. রাসবিহারী বোস

 উত্তর :- C

26. তাজমহলের প্রধান শিল্পী কে ছিলেন ?

A. ঈষা খাঁ 

B. নাসুরুদ্দিন চিরাগ 

C. দরগা বাওখানকা 

D. জয়ানন্দ

 উত্তর :- A

27. রাজসভার কোনো সদস্য সর্বাধিক কত বছরের জন্য নির্বাচিত হন ?

A. 5 বছর 

B. 6 বছর 

C. 4 বছর 

D. অনির্দিষ্টকালের জন্য

 উত্তর :- B

28. ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন ?

A. পরোক্ষভাবে 

B. প্রত্যক্ষভাবে 

C. A এবংB উভয়ই 

D. কোনোটিই নয়

 উত্তর :- A

29. চর্যাপথগুলি কারা রচনা করেন ?

A. সুফী সাধকরা 

B. শৈব সাধকরা 

C. জৈন সাধুরা 

D. বৌদ্ধ সন্ন্যাসীরা

 উত্তর :- D

30. কবে বিবেকানন্দ শিকাগো শহরে বক্তৃতা দেন ?

A. 1890

B. 1893

C. 1892

D. 1894

 উত্তর :- B 


আরো পড়ুন: Study Notes On Blood For WBCS in Bengali

Best Affordable Gaming Laptop: Acer Aspire 5 Gaming Laptop: 13th Gen Intel i5, 8GB RAM, 512GB SSD, RTX 2050, 15.6″ FHD, Steel Gray

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment