Important GK Questions and Answers for Job Exams 2024: সাধারণ জ্ঞান (জিকে) প্রতিটি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরির পরীক্ষায় সফল হতে হলে সাধারণ জ্ঞানের উপর সঠিক জ্ঞান রাখা অত্যাবশ্যক। সাধারণ জ্ঞান প্রশ্নগুলি সাধারণত বিভিন্ন বিষয় থেকে আসতে পারে যেমনঃ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বর্তমান ঘটনা, রাজনীতি, অর্থনীতি এবং আরও অনেক কিছু।
এই ব্লগে আমরা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। প্রশ্নগুলো আপনাকে পরীক্ষায় প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে। আসুন, আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে বিশদভাবে আলোচনা শুরু করি এবং আমাদের প্রস্তুতিকে আরও শক্তিশালী করি।
Important GK Questions and Answers l গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর
Table of Contents
প্রশ্ন. ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- মমতা ব্যানার্জী
প্রশ্ন. হাতঘড়ি কে আবিষ্কার করেছিলেন ?
উত্তর:- পাটেক ফিলিপ
প্রশ্ন. মানবদেহের সবথেকে বড় গ্রন্থির নাম কি ?
উত্তর:- যকৃত
প্রশ্ন. ভারতের প্রথম ট্রেন কোন স্থান থেকে কোন স্থান পর্যন্ত চলেছিল ?
উত্তর:- মুম্বাই থেকে থানে
প্রশ্ন. কলকাতার নাম ‘আলিনগর’ কে দিয়েছিলেন ?
উত্তর:- সিরাজ-উদ-দৌল্লা
প্রশ্ন. সিপাহী বিদ্রোহ কার আমলে অনুষ্ঠিত হয় ?
উত্তর:- লর্ড ক্যানিং
প্রশ্ন. ‘স্বত্ববিলোপ নীতি ‘ কে প্রচলন করেন ?
উত্তর:- লর্ড ডালহৌসী
প্রশ্ন. সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
উত্তর:- প্লাটিনাম
প্রশ্ন. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি ?
উত্তর:- মনো সোডিয়াম গ্লুটামেট
প্রশ্ন. কার্বন মনো অক্সাইড (CO) ও হাইড্রোজেন গ্যাসের মিশ্রনকে কি বলে ?
উত্তর:- ওয়াটার গ্যাস
প্রশ্ন. সর্ব প্রথম অক্সিজেন আবিস্কার করেন কে ?
উত্তর:- প্রিস্টলি
প্রশ্ন. পচা ডিমের মত গন্ধযুক্ত গ্যাস কোনটি ?
উত্তর:- হাইড্রোজেন সালফাইড
প্রশ্ন. গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উত্তর:- আয়োডিন
প্রশ্ন. Tear গ্যাস বা কাঁদুনে গ্যাসের অপর নাম কি ?
উত্তর:- ক্লোরোপিকরিন
প্রশ্ন. অর্থশাস্ত্র কে রচনা করেন?
উত্তর:- কৌটিল্য
প্রশ্ন. হর্ষচরিত কে রচনা করেন?
উত্তর:- বাণভট্ট
প্রশ্ন. রামচরিত কার রচনা?
উত্তর:- সন্ধ্যাকর নন্দী
প্রশ্ন. রাজতরঙ্গিনীর রচয়ীতা কে?
উত্তর:- কলহন
প্রশ্ন. রাজতরঙ্গিনী থেকে কোথাকার ইতিহাস জানা যায়?
উত্তর:- কাশ্মীর
প্রশ্ন. বুদ্ধচরিতের রচয়িতা কে?
উত্তর:- অশ্ব ঘােষ
প্রশ্ন. তহকক-ই-হিন্দ কার রচনা?
উত্তর:- আলবেরুণি
প্রশ্ন. আইহােল প্রশস্তি কার রচনা?
উত্তর:- চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভা কবি রবিকীর্তি
প্রশ্ন. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন?
উত্তর:- সমুদ্রগুপ্তের সভা কবি হরিসেন
প্রশ্ন. নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্নিত আছে?
উত্তর:- গৌতমি পুত্র সাতকর্ণির
প্রশ্ন. প্রমোদ কর কোন দপ্তর আদায় করে ?
উত্তর:- রাজ্য অর্থ দপ্তর
প্রশ্ন. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ভারতের অনুন্নত শ্রেণির বিষয়ে তদন্ত ও সুপারিশ করার জন্য কমিশন গঠন করতে পারেন ?
উত্তর:- ৩৪০
প্রশ্ন. দিল্লির বাইরে কোথায় সুপ্রিমকোর্ট বসতে পারে ?
উত্তর:- রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শক্রমে প্রধান বিচারপতি যে-কোনো স্থানে বিচারসভা বসাতে পারেন
প্রশ্ন. মিশ্র অর্থনীতির কাঠামো কোন পরিকল্পনা থেকে নেওয়া হয়েছিল ?
উত্তর:- দ্বিতীয়
প্রশ্ন. নেতাজি সুভাষচন্দ্র বসু কবে স্বাধীন ভারতের অন্তর্বর্তী সরকার গঠনের কথা ঘোষণা করেন ?
উত্তর:- 21 অক্টোবর, 1943
প্রশ্ন. কত খ্রিস্টাব্দে ‘ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস’ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯২০
প্রশ্ন. সার্কুলার বিরোধী সোসাইটি উদ্যোক্তা কে ছিলেন ?
উত্তর:- শচীন্দ্রকুমার
প্রশ্ন. কোন মামলায় ফিলিপ স্প্ৰাট নামে জনৈক ব্রিটিশ নাগরিককে অভিযুক্ত করে বিচার করা হয় ?
উত্তর:- মীরাট ষড়যন্ত্র মামলা
প্রশ্ন. কোন জাতীয়তাবাদী নেতা ‘লোকমান্য’ নামে সমধিক পরিচিত ?
উত্তর:- বালগঙ্গাধর তিলক
প্রশ্ন. বাংলায় প্রধান বিপ্লবী ঘাঁটি কোনটি ছিল ?
উত্তর:- অনুশীলন সমিতি
প্রশ্ন. কোন অ্যাসিড কে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় ?
উত্তর:- হাইড্রোক্লোরিক অ্যাসিড
প্রশ্ন. অম্লরাজে কি কি উপাদান থাকে ?
উত্তর:- ৩ অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ১ অনু নাইট্রিক অ্যাসিড
প্রশ্ন. অক্সিজেন শোষক এমন একটি পদার্থের নাম কি ?
উত্তর:- ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ
প্রশ্ন. নাইট্রোলিম কি ?
উত্তর:- ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণ
প্রশ্ন. রৌপ্যমুদ্রা কিসের সংস্পর্শে আসলে কালো হয়ে যায় ?
উত্তর:- হাইড্রোজেন সালফাইড
প্রশ্ন. তামা এবং দস্তার মিশ্রনে যে কঠিন দ্রবণ উৎপন্ন হয় তার নাম কি ?
উত্তর:- পিতল
প্রশ্ন. তড়িৎকোশের যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে তাকে কি বলে ?
উত্তর:- ক্যাথোড
প্রশ্ন. তড়িৎবিশ্লেষণে কোন শক্তি কিসে রূপান্তরিত হয় ?
উত্তর:- তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে
প্রশ্ন. যে পাত্রে তড়িৎবিশ্লেষণ হয় তাকে কি বলে ?
উত্তর:- ভোল্টামিটার
প্রশ্ন. ওহমের সূত্র কার উপর কার্যকরী নয় ?
উত্তর:- অর্ধপরিবাহী
প্রশ্ন. কুকা আন্দোলন কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
উত্তর:- পাঞ্জাব
প্রশ্ন. কোন যুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ শাসনকালের সর্বময় কতৃত্ব শুরু হয় ?
উত্তর:- বক্সারের যুদ্ধ , ১৭৬৪ সাল
প্রশ্ন. ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে ‘পূর্ণ স্বাধীনতা’ অর্জনকে লক্ষ্য রূপ ঘোষণা করেছিল ?
উত্তর:- লাহোর , ১৯২৯
প্রশ্ন. ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ হয় ?
উত্তর:- সিকিম
প্রশ্ন. সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে ?
উত্তর:- ১৫৪ ধারায়
প্রশ্ন. চৌম্বক মেরুতে বিনতি কোন কত ?
উত্তর:- ৯০ ডিগ্রি
প্রশ্ন. বায়োগ্যাসের উপাদান কি ?
উত্তর:- কার্বন ডাই অক্সাইড , মিথেন ও হাইড্রোজেন
8.দাঁত মাজার মাজনের মৌলিক প্রকৃতি কি রূপ ?
উত্তর:- ক্ষারীয়
প্রশ্ন. বিউটি পার্লারে চুল বিন্যস্ত করার জন্য কি ব্যবহার করা হয় ?
উত্তর:- সালফার
প্রশ্ন. গ্লোবাল হাঙ্গার সূচী ২০২০ অনুযায়ী ভারতের স্থান কত ?
উত্তর:- ৯৪ তম
প্রশ্ন. শুস্ক বরফ কাকে বলা হয় ?
উত্তর:- কার্বন-ডাই-অক্সাইড
প্রশ্ন. ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
উত্তর:- ১৯৫৪ সাল
প্রশ্ন. বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে ?
উত্তর:- আলিপুরদুয়ার
প্রশ্ন. ভারতে মনসবদারী প্রথা কে চালু করেন ?
উত্তর:- আকবর
প্রশ্ন. বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয় ?
উত্তর:- ৪ জানুয়ারি
প্রশ্ন. রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স দরকার ?
উত্তর:- ৩৫ বছর
প্রশ্ন. গুরুনানক পুরস্কার কোন খেলার সাথে যুক্ত ?
উত্তর:- মহিলা হকি
প্রশ্ন. ভারতে কত সালে ইন্টেলিজেন্স ব্যুরো (IB) গঠিত হয় ?
উত্তর:- ১৮৮৭ সালে
প্রশ্ন. UNCTAD – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর:- জেনেভা
প্রশ্ন. সংবাদ সংস্থা AFP কোন দেশের ?
উত্তর:- ফ্রান্স
প্রশ্ন. চিকিৎসাবিজ্ঞানের জনক কাকে বলে হয় ?
উত্তর:- হিপোক্রেটিস
প্রশ্ন. ‘Systema Naturae’ বইটি কে লিখেছেন ?
উত্তর:- ক্যারোলাস লিনিয়াস
প্রশ্ন. মানুষ কোন গোত্রের অন্তর্ভুক্ত ?
উত্তর:- হোমিনিডি
প্রশ্ন. তারামাছের গমন অঙ্গ কি ?
উত্তর:- নালিপদ
প্রশ্ন. মানবদেহে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টি ?
উত্তর:- আটটি
প্রশ্ন. কোন বিজ্ঞানী কোশপর্দা গঠনের তরল মোজাইক মডেল উপস্থাপন করেন ?
উত্তর:- সিঙ্গার ও নিকলসন
Best Laptop for College Students
প্রশ্ন. কোশের নিউক্লিয়াসের দুটি একক পর্দার মাঝের স্থানকে কি বলে ?
উত্তর:- পেরিনিউক্লিয়ার সিস্টারনি
প্রশ্ন. কোশের কোন অঙ্গানু তে অঙ্গুলাকার ভাঁজ ক্রিস্টি দেখা যায় ?
উত্তর:- মাইটোকন্ড্রিয়া
প্রশ্ন. পাকা ফলের খোসা, গাজরের মূলে কোন প্লাস্টিড থাকে ?
উত্তর:- ক্রোমোপ্লাস্টিড
প্রশ্ন. জোন অব এক্সক্লুশন কোন কোশীয় অঙ্গানুর সাথে সম্পর্কিত ?
উত্তর:- গলগি বডি
প্রশ্ন. কোন ধাতুকে সংরক্ষণ করার জন্য কেরোসিনের মধ্যে রাখা হয় ?
উত্তর:- সোডিয়াম
প্রশ্ন. হৃৎপিণ্ডের কার্যকারিতা কোন কোন ধাতুর ওপর নির্ভর করে ?
উত্তর:- পটাশিয়াম ও ক্যালশিয়াম
প্রশ্ন. বিশ্ব যক্ষা দিবস কবে পালন করা হয় ?
উত্তর:- ২৪ শে মার্চ
প্রশ্ন. কোন প্রাণীর লোহিত রক্তকণিকা নিউক্লিয়াসযুক্ত ?
উত্তর:- উট
প্রশ্ন. মানবদেহে অর্নিথিন চক্র কোথায় হয় ?
উত্তর:- যকৃৎ
প্রশ্ন. রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল ব্যবহার করা হয় তার নাম কি ?
উত্তর:- ফ্রেয়ন
প্রশ্ন. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:- হুগো দ্যা ভ্রিস
প্রশ্ন. কাগজ শিল্পে কোন ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় ?
উত্তর:- ব্যাসিলাস সাবটিলিস
প্রশ্ন. পাইরিয়া কোন ভিটামিনের অভাবে হয় ?
উত্তর:- ভিটামিন C
প্রশ্ন. কোন ভিটামিনের অভাবে কিডনি তে পাথর সৃষ্টি হয় ?
উত্তর:- ভিটামিন A
প্রশ্ন. রৌফ নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?
উত্তর:- জম্মু কাশ্মীর
প্রশ্ন. হুসেন সাগর হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- তেলেঙ্গানা
প্রশ্ন. কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তর:- মনিপুর
প্রশ্ন. Hansen’s Disease কোন রোগ কে বলা হয় ?
উত্তর:- লেপ্রোসি বা কুষ্ঠ
প্রশ্ন. RTI এক্ট কবে থেকে চালু হয় ?
উত্তর:- ২০০৫ সালে
প্রশ্ন. ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি কবে হয়েছিল ?
উত্তর:- ১৯৭২ সালে
প্রশ্ন. যকৃৎ নিয়ে পড়াশোনা কে কি বলা হয় ?
উত্তর:- হেপাটোলজি
প্রশ্ন. প্রধানমন্ত্রী আবাস যোজনা কবে থেকে চালু হয় ?
উত্তর:- জুন , ২০১৫
প্রশ্ন. মাইক্রোওভেন কে আবিষ্কার করেন ?
উত্তর:- পার্সি স্পেন্সর
প্রশ্ন. রামনাথ গোয়েঙ্কা পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর:- সাংবাদিকতা
প্রশ্ন. মানবদেহের কোন অঙ্গকে ‘মিরর অফ ডিজিজ’ বলা হয় ?
উত্তর:- জিহ্বা
প্রশ্ন. পাকরসের প্রধান উৎসেচক কোনটি ?
উত্তর:- পেপসিন
প্রশ্ন. কোশচক্রের দীর্ঘতম দশাটির নাম কি ?
উত্তর:- ইন্টারফেজ দশা
প্রশ্ন. কচু শাকে কোন মৌল বেশি থাকে ?
উত্তর:- লৌহ
প্রশ্ন. বদ্ধ ঘরে ফ্রিজের দরজা খোলা রাখলে ঘরের তাপমাত্রার কি পরিবর্তন হবে ?
উত্তর:- তাপমাত্রা বাড়বে
প্রশ্ন. অনুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?
উত্তর:- ডালটন
প্রশ্ন. একটি মাত্রাহীন রাশি যার একক আছে ?
উত্তর:- কোন
প্রশ্ন. জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা যায় ?
উত্তর:- জিওলাইট
প্রশ্ন. ‘হার্ট অফ হার্ট’ কাকে বলা হয় ?
উত্তর:- হিজের বান্ডিল
প্রশ্ন. কোন হরমোন রক্তচাপ বাড়ায় ?
উত্তর:- অ্যাড্রিনালিন হরমোন
প্রশ্ন. কত সালে পরিবেশ সম্পর্কিত মন্ট্রিয়েল চুক্তি হয়েছিল ?
উত্তর:- ১৯৮৭ সালে
প্রশ্ন. কত সাল থেকে ভারতের পরিবেশ রক্ষা আইন চালু হয় ?
উত্তর:- ১৯৮৬ সালে
প্রশ্ন. রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে ?
উত্তর:- ৩৫ বছর
প্রশ্ন. ভারতের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল (NDC) কবে গঠিত হয় ?
উত্তর:- ১৯৫২ সালে
প্রশ্ন. প্রফেসর সি রঙ্গরাজন এর মডেল অনুযায়ী কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরী হয় ?
উত্তর:- ১১ তম
প্রশ্ন. প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা কবে থেকে চালু হয় ?
উত্তর:- ২০০০ সাল
প্রশ্ন. কয়েন তৈরী তে কোন মিশ্র ধাতুর ব্যবহার করা হয় ?
উত্তর:- মুঞ্জ মেটাল
প্রশ্ন. Fool’s Gold কাকে বলা হয় ?
উত্তর:- আয়রন পাইরাইটিস
প্রশ্ন. বুলেট প্রুফ কাঁচে কোন পলিমার ব্যবহৃত হয় ?
উত্তর:- লেক্সান
প্রশ্ন. বল পয়েন্ট পেন কে আবিষ্কার করেন ?
উত্তর:- Laszlo Biro
প্রশ্ন. ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট কোথায় অবস্থিত ?
উত্তর:- নতুন দিল্লী
প্রশ্ন. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) এর সদর দপ্তর কোথায় ?
উত্তর:- ব্রুসেলস
প্রশ্ন. SAARC এর প্রথম সম্মেলন কবে হয়েছিল ?
উত্তর:- ১৯৮৫ সালে
প্রশ্ন. ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB) নামক গুপ্তচর সংস্থাটি কোন দেশের ?
উত্তর:- রাশিয়া
প্রশ্ন. গ্রেট লিভিং চোলা মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- তামিলনাড়ু
প্রশ্ন. ‘My Confession’ নামক আত্মজীবনীটি কার লেখা ?
উত্তর:- লিও টলস্টয়
প্রশ্ন. বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয় ?
উত্তর:- ১৪ নভেম্বর
প্রশ্ন. গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন ?
উত্তর:- গোপালকৃষ্ণ গোখলে
প্রশ্ন. ‘মানুষ ধর্ম তৈরী করে,ধর্ম মানুষকে নয়’ – উক্তিটি কার ?
উত্তর:- কার্ল মার্ক্স্
প্রশ্ন. ‘A Brief History of Time’ কার লেখা ?
উত্তর:- স্টিফেন হকিং
প্রশ্ন. ভগবান বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন ?
উত্তর:- কুশিনগর
প্রশ্ন. ব্রিটিশদের সাথে কে আলীনগর চুক্তি স্বাক্ষর করেন ?
উত্তর:- সিরাজ-উদ-দৌলা
প্রশ্ন. ‘Revolution 2020’ বইটির রচয়িতা কে ?
উত্তর:- চেতন ভগৎ
প্রশ্ন. বৈদিক যুগে কোন নদীটি পুরুশানী নামে পরিচিত ছিল ?
উত্তর:- রাভি
প্রশ্ন. সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে GST আরোপ করা হয় ?
উত্তর:- 101 তম
প্রশ্ন. ‘দীন-ই-ইলাহী’ শুরু করেছিলেন ?
উত্তর:- আকবর
প্রশ্ন. কোন দিনটি আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালিত হয় ?
উত্তর:- 21 জুন
প্রশ্ন. জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোন রাজ্যে ?
উত্তর:- তামিলনাড়ুতে
প্রশ্ন. শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তর:- বিজ্ঞান ও প্রযুক্তি
প্রশ্ন. ‘My Life’ কার আত্মজীবনী ?
উত্তর:- বিল ক্লিনটন
প্রশ্ন. ন্যাশনাল মিউজিয়াম কোথায় অবস্থিত ?
উত্তর:- নতুন দিল্লি
প্রশ্ন. মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত ?
উত্তর:- মাদুরাই ( তামিলনাড়ু )
প্রশ্ন. কোথায় সর্বপ্রথম ১৯২৭ সালে বেতার কেন্দ্র স্থাপিত হয় ?
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1263232978359510&output=html&h=280&adk=4231172961&adf=4248066497&w=810&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1721141076&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6160660628&ad_type=text_image&format=810×280&url=https%3A%2F%2Fssctricks.in%2Fwb-gram-panchayat-set-18%2F&fwr=0&pra=3&rh=200&rw=809&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI2LjAuNjQ3OC4xMjciLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90L0EpQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNi4wLjY0NzguMTI3Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI2LjAuNjQ3OC4xMjciXV0sMF0.&dt=1721141076372&bpp=1&bdt=407&idt=-M&shv=r20240711&mjsv=m202407110101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D69ade56de5f3405c%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DALNI_MY2FY7odhE4qOWON5qKQ3gsek29ZQ&gpic=UID%3D00000e72b2e0de83%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DALNI_MbbZLlZc7Ibi2uyNbzgVd5ssolOhA&eo_id_str=ID%3Dddafbfbc126ca5c3%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DAA-Afjagk1rizVQO08dD58YmgeeA&prev_fmts=0x0%2C810x280%2C810x280%2C728x280&nras=2&correlator=1429829413440&frm=20&pv=1&ga_vid=547443707.1721141076&ga_sid=1721141076&ga_hid=725296684&ga_fc=0&u_tz=180&u_his=27&u_h=1171&u_w=2797&u_ah=1139&u_aw=2797&u_cd=24&u_sd=1.23&dmc=8&adx=801&ady=2655&biw=2781&bih=1052&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C44795922%2C95334526%2C95334829%2C95337027%2C95337868%2C31085303%2C95337367%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=2497109615077775&tmod=1020195861&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fssctricks.in%2Fpage%2F4%2F%3Fs%3Dwb%2Bgram%2Bpanchayat&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C2797%2C0%2C2797%2C1139%2C2797%2C1052&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=6&uci=a!6&btvi=2&fsb=1&dtd=394
উত্তর:- মুম্বাই
প্রশ্ন. কবে কলকাতায় প্রথম টেলিফোন প্রবর্তন হয় ?
উত্তর:- ১৮৮১ সালে
প্রশ্ন. তানসেন সংগীত উৎসবটি কোন রাজ্যের ?
উত্তর:- মধ্যপ্রদেশ
প্রশ্ন. রনপা প্রাদেশিক নৃত্যটি কোন রাজ্যের ?
উত্তর:- ওড়িশা
প্রশ্ন. ভারতের প্রথম রাজ্য হিসেবে সাইবার পুলিশ স্টেশন কোথায় চালু হয় ?
উত্তর:- মহারাষ্ট্র
প্রশ্ন. ভারতের প্রথম ব্যাংক কোনটি ?
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1263232978359510&output=html&h=280&adk=4231172961&adf=920370758&w=810&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1721141076&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6160660628&ad_type=text_image&format=810×280&url=https%3A%2F%2Fssctricks.in%2Fwb-gram-panchayat-set-18%2F&fwr=0&pra=3&rh=200&rw=809&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI2LjAuNjQ3OC4xMjciLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90L0EpQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNi4wLjY0NzguMTI3Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI2LjAuNjQ3OC4xMjciXV0sMF0.&dt=1721141076372&bpp=2&bdt=407&idt=2&shv=r20240711&mjsv=m202407110101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D69ade56de5f3405c%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DALNI_MY2FY7odhE4qOWON5qKQ3gsek29ZQ&gpic=UID%3D00000e72b2e0de83%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DALNI_MbbZLlZc7Ibi2uyNbzgVd5ssolOhA&eo_id_str=ID%3Dddafbfbc126ca5c3%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DAA-Afjagk1rizVQO08dD58YmgeeA&prev_fmts=0x0%2C810x280%2C810x280%2C728x280%2C810x280&nras=3&correlator=1429829413440&frm=20&pv=1&ga_vid=547443707.1721141076&ga_sid=1721141076&ga_hid=725296684&ga_fc=0&u_tz=180&u_his=27&u_h=1171&u_w=2797&u_ah=1139&u_aw=2797&u_cd=24&u_sd=1.23&dmc=8&adx=801&ady=3475&biw=2781&bih=1052&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C44795922%2C95334526%2C95334829%2C95337027%2C95337868%2C31085303%2C95337367%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=2497109615077775&tmod=1020195861&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fssctricks.in%2Fpage%2F4%2F%3Fs%3Dwb%2Bgram%2Bpanchayat&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C2797%2C0%2C2797%2C1139%2C2797%2C1052&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=7&uci=a!7&btvi=3&fsb=1&dtd=397
উত্তর:- ব্যাংক অফ হিন্দুস্তান
প্রশ্ন. ভারতের প্রথম নিউক্লীয় রিয়াক্টর কোনটি ?
উত্তর:- অপ্সরা
প্রশ্ন. একটি তরলের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ কি ?
উত্তর:- পৃষ্ঠটান
প্রশ্ন. মুখগহ্বরের মেঝের মিউকাস পর্দার নিচে অবস্থিত গ্রন্থিটির নাম কি ?
উত্তর:- সাবলিঙ্গুয়াল গ্রন্থি
প্রশ্ন. যকৃতের কোন কোশ রোগ জীবাণুদের ধ্বংস করে ?
উত্তর:- কুফার কোশ
প্রশ্ন. ক্ষুদ্রান্ত্রের কোন অংশের সাথে ভারমিফর্ম অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে ?
https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1263232978359510&output=html&h=280&adk=4231172961&adf=1331385520&w=810&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1721141076&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6160660628&ad_type=text_image&format=810×280&url=https%3A%2F%2Fssctricks.in%2Fwb-gram-panchayat-set-18%2F&fwr=0&pra=3&rh=200&rw=809&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiMTAuMC4wIiwieDg2IiwiIiwiMTI2LjAuNjQ3OC4xMjciLG51bGwsMCxudWxsLCI2NCIsW1siTm90L0EpQnJhbmQiLCI4LjAuMC4wIl0sWyJDaHJvbWl1bSIsIjEyNi4wLjY0NzguMTI3Il0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI2LjAuNjQ3OC4xMjciXV0sMF0.&dt=1721141076376&bpp=1&bdt=411&idt=0&shv=r20240711&mjsv=m202407110101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D69ade56de5f3405c%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DALNI_MY2FY7odhE4qOWON5qKQ3gsek29ZQ&gpic=UID%3D00000e72b2e0de83%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DALNI_MbbZLlZc7Ibi2uyNbzgVd5ssolOhA&eo_id_str=ID%3Dddafbfbc126ca5c3%3AT%3D1719571845%3ART%3D1721140840%3AS%3DAA-Afjagk1rizVQO08dD58YmgeeA&prev_fmts=0x0%2C810x280%2C810x280%2C728x280%2C810x280%2C810x280&nras=4&correlator=1429829413440&frm=20&pv=1&ga_vid=547443707.1721141076&ga_sid=1721141076&ga_hid=725296684&ga_fc=0&u_tz=180&u_his=27&u_h=1171&u_w=2797&u_ah=1139&u_aw=2797&u_cd=24&u_sd=1.23&dmc=8&adx=801&ady=4293&biw=2781&bih=1052&scr_x=0&scr_y=128&eid=44759875%2C44759926%2C44759842%2C44795922%2C95334526%2C95334829%2C95337027%2C95337868%2C31085303%2C95337367%2C31078663%2C31078665%2C31078668%2C31078670&oid=2&pvsid=2497109615077775&tmod=1020195861&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fssctricks.in%2Fpage%2F4%2F%3Fs%3Dwb%2Bgram%2Bpanchayat&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C2797%2C0%2C2797%2C1139%2C2797%2C1052&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=8&uci=a!8&btvi=4&fsb=1&dtd=504
উত্তর:- সিকাম
প্রশ্ন. ইরিপসিন উৎসেচক কোন পদার্থকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে ?
উত্তর:- লোয়ার পেপটাইড
প্রশ্ন. কোন কোশ মিউকাস ক্ষরণ করে ?
উত্তর:- গোবলেট কোশ
প্রশ্ন. সাধারণ মানুষের দৈনিক কত কিলোক্যালোরি শক্তির প্রয়োজন হয় ?
উত্তর:- ২৫০০ – ৩০০০ কিলোক্যালোরি
প্রশ্ন. আরশোলার সংবহনতন্ত্র কোন প্রকৃতির ?
উত্তর:- মুক্ত সংবহন
প্রশ্ন. নিউট্রোফিল শ্বেতরক্তকণিকা কোন পদ্ধতিতে রোগজীবাণু ধ্বংস করে ?
General Knowledge Quiz l Latest GK Questions l গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর
উত্তর:- ফ্যাগোসাইটোসিস
প্রশ্ন. অণুচক্রিকার সংখ্যা কমে গেলে কোন রোগ হয় ?
উত্তর:- পারপিউরা
প্রশ্ন. ব্লাড ব্যাংকে কোন তঞ্চন রোধক পদার্থ ব্যবহৃত হয় ?
উত্তর:- সোডিয়াম সাইট্রেট
প্রশ্ন. ইলোরা এবং এলিফ্যান্ট গুহাচিত্র কোন রাজবংশের অসামান্য কীর্তি ?
উত্তর:- পল্লব
প্রশ্ন. .নবকুমার কবি’ কার ছদ্মনাম ?
উত্তর:- সত্যেন্দ্রনাথ ঠাকুর
প্রশ্ন. ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কবে উৎক্ষেপিত হয় ?
উত্তর:- ১৯৭৫ সালে
প্রশ্ন. বায়ুর কোন কার্যের ফলে লোয়েস সমভূমি তৈরী হয় ?
উত্তর:- সঞ্চয়কার্য
প্রশ্ন. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে ?
উত্তর:- কৃষ্ণানদী
প্রশ্ন. ভারতের নীলগিরি পর্বত কোন জাতীয় পর্বতশ্রেণী ?
উত্তর:- স্তুপ পর্বত
প্রশ্ন. তাকলামাকান মরুভুমি কোন দেশে অবস্থিত ?
উত্তর:- চীন
প্রশ্ন. হরমুজ প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর:- সংযুক্ত আরব আমিরশাহী ও ইরান
প্রশ্ন. উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কবে ?
উত্তর:- ২১ জুন
প্রশ্ন. খামসিন নামক স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয় ?
উত্তর:- মিশর
প্রশ্ন. স্বয়ংক্রিয় ফ্লাশে কোন পক্রিয়া ব্যবহৃত হয় ?
উত্তর:- সাইফন ক্রিয়া
প্রশ্ন. তরল বা গ্যাসে কোনো বস্তু আংশিক বা সম্পূর্ণ ডোবালে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ অনুভূত হয় তার নাম কি ?
উত্তর:- প্লবতা
প্রশ্ন. ব্যারোমিটারে পারদ ধীরে ধীরে বাড়লে কি বোঝায় ?
উত্তর:- আবহাওয়া শুস্ক ও পরিষ্কার
প্রশ্ন. ঘাত এর SI পদ্ধতিতে একক কি ?
উত্তর:- নিউটন
প্রশ্ন. গভীরতা বৃদ্ধির সঙ্গে তরলের মধ্যে চাপের কি পরিবর্তন হয় ?
উত্তর:- বৃদ্ধি পায়
প্রশ্ন. যে সকল পরজীবী পোষক দেহে রোগ সৃষ্টি করে তাদের কে বলে ?
উত্তর:- প্যাথোজেন
প্রশ্ন. ব্রেন ইমেজিং এই ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ?
উত্তর:- আয়োডিন – 123
প্রশ্ন. ক্রায়োলাইট কোন ধাতুর আকরিক ?
উত্তর:- অ্যালুমিনিয়াম
প্রশ্ন. কপারের সাথে কি মেশালে ব্রোঞ্জ তৈরি হয় ?
উত্তর:- টিন (Sn)
প্রশ্ন. মিথাইল অরেঞ্জ কে ক্ষারে ডোবালে কি রং হয় ?
উত্তর:- হলুদ
প্রশ্ন. অণুজীবের দৈঘ্য ও ব্যাসার্ধ পরিমাপের ক্ষেত্রে ব্যবহারিক একক কি ?
উত্তর:- ন্যানোমিটার
প্রশ্ন. পৃষ্ঠটানের SI পদ্ধতিতে একক কি ?
উত্তর:- নিউটন/মিটার
প্রশ্ন. সান্দ্রবল এবং ঘর্ষন বল উভয়ই কোন বলের প্রভাবে উৎপন্ন হয় ?
উত্তর:- আন্তরাণবিক বল
প্রশ্ন. ঝড়ের সময় টিনের ছাউনি উড়ে যাওয়া কোন নীতির উদাহরণ ?
উত্তর:- বানৌলির নীতি
প্রশ্ন. স্থিতিস্থাপক গুনাঙ্কের একক কি ?
উত্তর:- নিউটন/মিটার^2
প্রশ্ন. একটি প্রসার্যশীল পদার্থের উদাহরণ কি ?
উত্তর:- সোনা
প্রশ্ন. কোন বল কুলম্বের সূত্র মেনে চলে না ?
উত্তর:- নিউক্লিয় বল
প্রশ্ন. ফোম কলয়েডের বিস্তার মাধ্যম কি ?
উত্তর:- তরল
প্রশ্ন. চাপ বাড়ালে গ্যাসের দ্রাব্যতার কি পরিবর্তন হয় ?
উত্তর:- বৃদ্ধি পায়
প্রশ্ন. সোনার খাদ দ্রবীভূত করার জন্য দ্রাবক হিসাবে কোন অ্যাসিড ব্যবহৃত হয় ?
উত্তর:- নাইট্রিক অ্যাসিড
প্রশ্ন. ‘সত্যমেব জয়তে’ এটি কোন প্রাচীন শাস্ত্রের মধ্যে রয়েছে ?
উত্তর:- মুণ্ডক উপনিষদ
প্রশ্ন. .ভারতে সমুদ্র পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ক্রিকেট গ্রাউন্ডটি কোন রাজ্যে অবস্থিত ?
উত্তর:- হিমাচল প্রদেশ
প্রশ্ন. ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া ?
উত্তর:- রাশিয়া
Basic General Knowledge l Important GK for Exams l Current Affairs GK
প্রশ্ন. মৌর্য বংশের শেষ রাজা কে ?
উত্তর:- বৃহদ্রথ
প্রশ্ন. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস কোথায় অবস্থিত ?
উত্তর:- মধ্যপ্রদেশ
প্রশ্ন. মৃণালিনী সরাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত ?
উত্তর:- ভারতনাট্যম নৃত্য
প্রশ্ন. এক দিবসীয় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় টিমের প্রথম অধিনায়ক কে ছিলেন ?
উত্তর:- অজিত ওয়াদেকর
প্রশ্ন. কোন উৎসবের সময় জালিয়ানওয়ালা বাগ হত্যাকান্ড ঘটে ?
উত্তর:- বৈশাখী উৎসব
প্রশ্ন. ‘Half Girlfriend’ উপন্যাসটির লেখক কে ?
উত্তর:- চেতন ভগৎ
প্রশ্ন. বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় ?
উত্তর:- ৪ ই ফেব্রুয়ারি
প্রশ্ন. টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে এটি কোন ধরনের চলন ?
উত্তর:- থার্মোন্যাস্টি
প্রশ্ন. একটি নিম্নশ্রেণীর উদ্ভিদ যার মধ্যে গমন পরিলক্ষিত হয় ?
উত্তর:- ক্ল্যামাইডোমোনাস
প্রশ্ন. থাইরয়েড গ্রন্থি কি প্রকৃতির ?
উত্তর:- অন্ত:ক্ষরা গ্রন্থি
প্রশ্ন. কোনটি ইনজেক্ট করে দুগ্ধবতী গাভির দুগ্ধ ক্ষরণ বাড়ানো হয় ?
উত্তর:- পিটুইটারির নির্যাস
প্রশ্ন. ত্বকের রোম কে খাড়া করে কোন পেশী ?
উত্তর:- অ্যারেকটোরেস পিলাই
প্রশ্ন. মানুষের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তর:- ভেগাস
প্রশ্ন. একটি নিউরোহরমোন এর উদাহরণ হলো ?
উত্তর:- ভেসোপ্রেসিন
প্রশ্ন. গুরুমস্তিষ্কের দুটি গোলার্ধদ্বয় কি দিয়ে যুক্ত থাকে ?
উত্তর:- করপাস ক্যালোসাম
প্রশ্ন. চোখের কোন অংশে সবচেয়ে ভালো প্রতিবিম্ব সৃষ্টি হয় ?
উত্তর:- পীতবিন্দু
প্রশ্ন. চোখের কোন অংশটি প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ?
GK Questions for Competitive Exams l GK Questions with Answers l General Knowledge Questions
উত্তর:- অ্যাকুয়াস হিউমর
প্রশ্ন. ‘আইভানহো’ কোন সাহিত্যিকের সৃষ্ট চরিত্র ?
উত্তর:- ওয়াল্টার স্কট
প্রশ্ন. শহীদ মিনার কীসের স্মৃতিস্তম্ভ ?
উত্তর:- গোর্খা যুদ্ধে বিজয়
প্রশ্ন. স্বাধীন ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন চালু হয় কোন রাজ্যে ?
উত্তর:- পাঞ্জাব
প্রশ্ন. সূর্যের আলো সাতটি রঙের সমাহার – কে প্রমান করেছিলেন ?
উত্তর:- নিউটন
প্রশ্ন. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি অ্যাখ্যা দেন ?
উত্তর:- ব্রহ্মবান্ধব উপাধ্যায়
প্রশ্ন. ‘ডন’ কোন দেশের গুরুত্বপূর্ণ সংবাদপত্র ?
উত্তর:- পাকিস্তান
প্রশ্ন. কমনওয়েলথ গেমস প্রথম কত সালে শুরু হয় ?
উত্তর:- 1930 সালে
প্রশ্ন. সাহিত্যে বুকার পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় ?
উত্তর:- ইংল্যান্ড
প্রশ্ন. নোকিয়া কোম্পানিটি প্রকৃতপক্ষে কোন দেশের ?
উত্তর:- ফিনল্যান্ড
প্রশ্ন. ‘ইডগা’ কোন রাজ্যের উপজাতি ?
উত্তর:- কর্ণাটক
প্রশ্ন. কোন পদার্থের স্থিতিস্থাপকতা সবথেকে বেশি ?
উত্তর:- ইস্পাত
প্রশ্ন. জলে সাবান যোগ করলে জলের পৃষ্ঠটান কি হয় ?
উত্তর:- কমে যায়
প্রশ্ন. 1 কিলোগ্রাম ভার কত নিউটনের সমান ?
উত্তর:- 9.81 নিউটন
প্রশ্ন. ক্যারামের স্ট্রাইকারের গতি কি প্রকৃতির ?
উত্তর:- চলন গতি
প্রশ্ন. প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা সমান এমন মৌলকে কি বলে ?
উত্তর:- আইসোটোন
প্রশ্ন. তাপীয় আয়নন তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তর:- মেঘনাথ সাহা