---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set 10 l পদার্থবিজ্ঞান MCQ Set 10 l General Science Physics MCQ l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান MCQ: সেট ১০

By Siksakul

Published on:

Important Physics GK MCQ in Bengali Set
---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set 10: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ১০” (Physics GK MCQ in Bengali Set 10)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।

তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!

Important Physics GK MCQ in Bengali Set 10 l General Science Physics MCQ Set 10 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ১০

181. স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক তার ভগ্নাংশটি সব গ্যাসের ক্ষেত্রেই-
(A) সমান
(B) আলাদা
(C) কিছু গ্যাসের ক্ষেত্রে সমান
(D) কোনােটাই নয়

(A) সমান
182. পরমশূন্য উষ্ণতার মান কত?
(A) 0°C
(B) -273°C
(C) 0°F
(D) 100°F

(B) -273°C
183. ফারেনহাইট স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কত?
(A) 0°F
(B) 459.5°F
(C) 0°F
(D) 100°F

(B) 459.5°F
184. যেসব গ্যাস চার্লস ও বয়েল সূত্র মেনে চলে তাকে বলে—
(A) আদর্শ গ্যাস
(B) বাস্তব গ্যাস
(C) প্রকৃত গ্যাস
(D) বিশ্বজনীন গ্যাস

(A) আদর্শ গ্যাস
185. পরম উষ্ণতা ও সেলসিয়াস স্কেলের উষ্ণতার সম্পর্ক কী?
(A) সেলসিয়াস স্কেলের উষ্ণতা = পরম উষ্ণতা +273
(B) সেলসিয়াস স্কেলের উষ্ণতা = পরম উষ্ণতা +100
(C) পরম উষ্ণতা = সেলসিয়াস স্কেলের উষ্ণতা +100
(D) পরম উষ্ণতা = সেলসিয়াস স্কেলের উষ্ণতা +273

(D) পরম উষ্ণতা = সেলসিয়াস স্কেলের উষ্ণতা +273
186. মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতার মান কত?
(A) 0°C
(B) -273°C
(C) –500°F
(D) -100°F

(B) -273°C
187. পরম শূন্য উষ্ণতায় কোনাে গ্যাসের আয়তন কত ?
(A) 1
(B) -1
(C) 0
(D) -273

(C) 0
188. 30°C এবং 300K-এর মধ্যে বৃহত্তর কোনটি ?
(A) 30°C
(B) 300K
(C) দুটোই সমান
(D) বলা সম্ভব নয়

(A) 30°C
189. কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতাে আচরণ করে ?
(A) বেশি চাপে ও বেশি উষ্ণতায়
(B) কম চাপে ও কম উষ্ণতায়
(C) বেশি চাপে ও কম উষ্ণতায়
(D) কম চাপে ও বেশি উষ্ণতায়

(D) কম চাপে ও বেশি উষ্ণতায়
190. গ্যাস-অণুগুলির গড় গতিবেগ বলতে-গ্যাসের অণুগুলির গড় বৰ্গবেগের বর্গমূল মানকে বােঝায়—উক্তিটি—
(A) ঠিক
(B) ভুল
(C) বলা সম্ভব নয়

(A) ঠিক
191. PV = RT – সমীকরণের নাম কী ?
(A) চার্লস সমীকরণ
(B) বয়েল সমীকরণ
(C) অবস্থার সমীকরণ
(D) উষ্ণতার সমীকরণ

(C) অবস্থার সমীকরণ
192. কোনাে মৌলের একটি অণু যতগুলি পরমাণু দিয়ে গঠিত সেই সংখ্যাকে মৌলের _____ বলে।
(A) আণবিকতা
(B) বিভাজনতা
(C) যৌগিকতা
(D) পারমাণবিকতা

(D) পারমাণবিকতা
193. ওজনের পারমাণবিকতা কত ?
(A) 1
(B) 2
(C) 3
(D) কোনােটাই নয়

(C) 3
194. আসমিয়ামের পারমাণবিকতা কত ?
(A) 5
(B) 6
(C) ৪
(D) 7

(C) ৪
195. 6.023 x 1023 টি অক্সিজেন অণুর ওজন কত?
(A) ৪ গ্রাম
(B) 16 গ্রাম
(C) 32 গ্রাম
(D) 48 গ্রাম

(C) 32 গ্রাম
196. N.T.P-তে 22 গ্রাম CO2-এর আয়তন কত?
(A) 11.2 লি
(B) 22.4 লি
(C) 22 লি
(D) 1 লি

(A) 11.2 লি
197. মােলার ঘনত্বের একক কী ?
(A) কিগ্রা/লিটার
(B) গ্রাম/লিটার
(C) পাউণ্ড/লিটার
(D) গ্রাম-অণু/লিটার

(B) গ্রাম/লিটার
198. কত গ্রাম অ্যামােনিয়ার মধ্যে 6.023 x 1023 সংখ্যক অণু বিদ্যমান?
(A) 2 গ্রাম-অণু বা 34 গ্রাম
(B) 3 গ্রাম-অণু বা 51 গ্রাম
(C) 1 গ্রাম-অণু বা 17 গ্রাম
(D) 5 গ্রাম-অণু বা 85 গ্রাম

(C) 1 গ্রাম-অণু বা 17 গ্রাম
199. পরমাণুর ব্যাসার্ধ সাধারণত
(A) 10-6 m
(B) 10-10 m
(C) 10-14 m
(D) 10-15 m মানের হয়

(B) 10-10 m 
200. U-235 (ইউরেনিয়াম)-এর কেন্দ্রে (নিউক্লিয়াসে)-
(A) 235 প্রােটন আছে
(B) 235 নিউট্রন আছে
(C) 235 ইলেকট্রন আছে
(D) প্রােটন ও নিউট্রন মিলে 235টি আছে

(D) প্রােটন ও নিউট্রন মিলে 235টি আছে

আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com
---Advertisement---

Related Post

Selected Important GK Question Answers of Various Previous Year Exams : Very Useful for All Job Exam Preparation l বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত বছরের বিভিন্ন WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, WBPSC, Police, Group-D সহ অন্যান্য পরীক্ষায় আসা ...

General Knowledge Important Questions and Answers l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

General Knowledge Important Questions and Answers: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা নিশ্চিত। তাই, ভালো ...

General Knowledge Important Questions and Answers 2025 l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 2025

General Knowledge Important Questions and Answers 2025: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় ...

Nicknames of 100 famous people For all Govt Exams 2025 l ১০০ জন বিখ্যাত ব্যক্তির ডাকনাম – সকল সরকারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2025

Nicknames of 100 famous people For all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম সম্পর্কিত প্রশ্ন প্রায়ই দেখা যায়। বিশেষ করে WBCS, SSC, Railways, PSC, Banking, ...

Leave a Comment