---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set 3 l General Science Physics MCQ l পদার্থবিজ্ঞান MCQ Set 3 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৩

By Siksakul

Published on:

Important Physics GK MCQ in Bengali Set 3 l General Science Physics MCQ
---Advertisement---

Important Physics GK MCQ in Bengali Set: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।

এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ৩” (Physics GK MCQ in Bengali Set 3)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।

তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!

Important Physics GK MCQ in Bengali Set 3 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ৩

41. P = চাপ, ρ = তরলের ঘনত্ব, h = গভীরতা এবং g = অভিকর্ষ ত্বরণ হলে চাপ = P = ?
(A) hpg
(B) h/pg
(C) g
(D) h2pg

(A) hpg
42. গভীরতা বাড়লে তরলের চাপ কী হয়?
(A) কমে
(B) একই থাকে
(C) বাড়ে
(D) প্রথমে কমে পরে বাড়ে

(C) বাড়ে
43. তরলে বস্তুর ভাসনের শর্ত কী?
(A) তরলে ভাসমান বস্তু নিজ ওজনের সমান ওজনবিশিষ্ট তরল অপসারণ করবে
(B) বস্তুর ভরকেন্দ্র ও প্লবতা কেন্দ্র একই উন্নম্বরেখায় থাকবে
(C) (A) ও (B) দুটোই
(D) কোনােটাই নয়

(C) (A) ও (B) দুটোই
44. কোন্ যন্ত্রের দ্বারা তরলের ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা যায় ?
(A) স্পেকটোমিটার
(B) হাইড্রোফোনােমিটার
(C) স্ট্রাটোমিটার
(D) হাইড্রোমিটার

(D) হাইড্রোমিটার
45. S.I পদ্ধতিতে চাপের একক
(A) প্যাস্কাল
(B) নিউটন
(C) ডাইন
(D) ঘন ডাইন

(A) প্যাস্কাল
46. প্লবতা কোনদিকে কাজ করে?
(A) পাশ্বমুখী
(B) নিম্নমুখী
(C) উর্ধ্বমুখী
(D) উভমুখী

(C) উর্ধ্বমুখী
47. 0°C তাপমাত্রায় 11 c.c. জল জমে 0°C তাপমাত্রায় বরফ হয়-
(A) 10 c.c
(B) 13 c.c
(C) 12 c.c
(D) 11 c.c

(C) 12 c.c

Physics GK Practice Set l Physics MCQ for Competitive Exams


48. আর্কিমিডিসের নীতি গ্যাসের ক্ষেত্রে—
(A) প্রযােজ্য
(B) প্রযােজ্য নয়
(C) মাঝে মাঝে প্রযােজ্য
(D) সঠিক জানা নেই

(A) প্রযােজ্য
49. সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা কী ধরনের তাপ ?
(A) লীন তাপ
(B) বিকীর্ণ তাপ
(C) দুটোই
(D) কোনােটিই নয়

(B) বিকীর্ণ তাপ
50. তাপ একটি
(A) উভমুখী রাশি
(B) স্কেলার রাশি
(C) ভেক্টর রাশি
(D) একক রাশি

(B) স্কেলার রাশি
51. তাপশক্তির মাত্রা কী ?
(A) M2LT
(B) M-2L2T
(C) ML2T2
(D) MLT

(C) ML2T2
52. তাপের কার্য করার ক্ষমতা আছে কী?
(A) হ্যাঁ
(B) না
(C) সঠিক বলা যায় না

(A) হ্যাঁ
53. অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে?
(A) স্থির থাকে
(B) পরিবর্তিত হয়
(C) প্রথমে বাড়ে পরে কমে
(D) কোনােটিই নয়

(B) পরিবর্তিত হয়
54. অবস্থার পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে। —উক্তিটি
(A) ঠিক
(B) ভুল
(C) কখনাে কখনাে ঠিক
(D) বলা যায় না

(A) ঠিক
55. S.I. পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত?
(A) 4000 জুল/কেজি কেলভিন
(B) 4100 জুল/কেজি কেলভিন
(C) 4200 জুল/কেজি কেলভিন
(D) 4300 জুল/কেজি কেলভিন

(C) 4200 জুল/কেজি কেলভিন
56. একই উষ্ণতায় এক গ্রাম তামা ও এক গ্রাম লােহা কি একই পরিমাণ তাপ ধারণ করে?
(A) হ্যাঁ
(B) না
(C) কখনাে কখনাে করে
(D) কখনাে কখনাে করে না

(B) না
57. বরফের আপেক্ষিক তাপ কত ? (CGS এককে)
(A) (0.3 ক্যালােরি/গ্রাম °সে
(B) 0.4 ক্যালােরি/গ্রাম °সে
(C) 0.2 ক্যালােরি/গ্রাম °সে
(D) 0.5 ক্যালােরি/গ্রাম °সে

(D) 0.5 ক্যালােরি/গ্রাম °সে
58. ______ এর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ?
(A) তেল
(B) জল
(C) গ্লিসারিন
(D) HCI

(B) জল
59. কোনাে বস্তুর তাপগ্রাহিতা 200 CGS একক হলে বস্তুটির জলসম কত হবে?
(A) 200 গ্রাম
(B) 100 গ্রাম
(C) 400 গ্রাম
(D) 300 গ্রাম

(A) 200 গ্রাম
60. S.I. পদ্ধতিতে কোন বস্তুর জলসম কত ?
(A) (বস্তুর ভর x 4200)/(আপেক্ষিক তাপ) কেজি
(B) (আপেক্ষিক তাপ x 4200)/(বস্তুর ভর) কেজি
(C) (বস্তুর ভর x আপেক্ষিক তাপ)/(4200) কেজি
(D) (4200)/(বস্তুর ভর x আপেক্ষিক তাপ) কেজি

(C) (বস্তুর ভর x আপেক্ষিক তাপ)/(4200) কেজি

আরো পড়ুন:

আপনি কি বাংলা কবিতা পড়তে ভালোবাসেন, তাহলে এই লিঙ্কে ক্লিক করুন : www.raateralo.com

---Advertisement---

Related Post

WBCSSC SLST 2025 Geography Soil MCQ l ভারতের মৃত্তিকা সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

WBCSSC SLST 2025 Geography Soil MCQ: আপনি যদি WBCSSC SLST 2025 পরীক্ষার জন্য ভূগোল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাহলে মৃত্তিকা (Soil) অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে ভারতের মৃত্তিকার বিভিন্ন ...

🛕 Questions on Sikhism for competitive exams l শিখ ধর্ম: ইতিহাস, ধর্মগুরু ও চাকরির পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলি

Questions on Sikhism for competitive exams: চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন WBCS, RRB Group D, SSC, বা অন্যান্য স্টেট ও সেন্ট্রাল জব এক্সাম) ধর্মীয় জিকে (General Knowledge) থেকে ...

Soil Geography for WB SLST 2025 – Chapter-Wise MCQ Part 2 – Boost your Memory

Soil Geography for WB SLST 2025: আপনি যদি WBCSSC SLST Geography 2025 পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং Soil Geography অংশে জোর দিতে চান, তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। ...

WB SLST English 2025 Preparation: 50 MCQ from Act I of She Stoops to Conquer (Corrected for 2nd WB SLST)

50 MCQ from Act I of She Stoops to Conquer: Preparing for WB SLST English 2025? You’re in the right place! This blog offers a powerful resource for ...

Leave a Comment