Important Physics GK MCQ in Bengali Set 9: আপনি কি পদার্থবিদ্যার সাধারণ জ্ঞান (জিকে) পরীক্ষা প্রস্তুতির জন্য খুঁজছেন? তাহলে আপনি সঠিক স্থানে এসেছেন। পদার্থবিদ্যা এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিককে ব্যাখ্যা করতে সহায়ক হয়। পরীক্ষায় সফলতার জন্য পদার্থবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত জরুরি।
এই ব্লগে, আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি “পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৯” (Physics GK MCQ in Bengali Set 9)। এখানে আপনি পাবেন বিভিন্ন গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন ও উত্তর, যা আপনাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহায়তা করবে। প্রতিটি প্রশ্ন সাবধানে বাছাই করা হয়েছে এবং এর সাথে বিস্তারিত উত্তর প্রদান করা হয়েছে, যা আপনার ধারণা স্পষ্ট করতে সাহায্য করবে।
তাহলে আর দেরি কেন? আমাদের সাথে যোগ দিন এবং আপনার পদার্থবিদ্যা জ্ঞানকে আরও সমৃদ্ধ করুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে। সরকারি চাকরির পরীক্ষাসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করুন আজই!
Important Physics GK MCQ in Bengali Set 9 l General Science Physics MCQ Set 9 l পদার্থবিদ্যা সাধারণ জ্ঞান এমসিকিউ: সেট ০৯
Table of Contents
161. শব্দ সবচেয়ে বেশি বেগে যায়-
(A) শূন্যমাধ্যমে
(B) বায়ুতে
(C) জলে
(D) স্টিলে
(D) স্টিলে
162. শব্দ যেতে পারে না-
(A) শূন্যমাধ্যমে
(B) হাইড্রোজেন গ্যাসে
(C) জলে
(D) স্টিলে
(A) শূন্যমাধ্যমে
163. Mach নাম্বার কীসের গতির সাথে সম্পর্কযুক্ত?
(A) শব্দ
(B) জাহাজ
(C) বিমান
(D) মহাকাশযান
(C) বিমান
164. কোনাে শব্দ থেকে তার প্রতিধ্বনিতে পৃথকভাবে শোনার জন্য শব্দের উৎস ও প্রতিফলনের ন্যুনতম দূরত্ব হতে হবে-
(A) 10 মি
(B) 17 মি
(C) 34 মি
(D) 100 মি
(B) 17 মি
165. একটি পুলিশ ভ্যান সাইরেন বাজাতে বাজাতে শ্রোতার থেকে দূরে চলে যাচ্ছে। সাইরেনের প্রকৃত তীক্ষ্ণতা থেকে এই গাড়ির সাইরেনের তীক্ষ্ণতার মান হবে—
(A) কম
(B) একই
(C) বেশি
(D) ভ্যানের গতির ওপর নির্ভর করে
(A) কম
166. যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় তাকে বলে-
(A) অ্যালটিমিটার
(B) ফ্যাটোমিটার
(C) হাইড্রোমিটার
(D) ম্যানােমিটার
(B) ফ্যাটোমিটার
167. অনুনাদের ফলে কম্পনের প্রাবল্য—
(A) বৃদ্ধি পায়
(B) হ্রাস পায়
(C) একই থাকে
(D) প্রথমে হ্রাস পরে বৃদ্ধি পায়
(A) বৃদ্ধি পায়
168. বায়ুতে শব্দের বেগ
(A) 329 মি/সে.
(B) 330 মি/সে.
(C) 331 মি/সে.
(D) 332 মি/সে.
(C) 331 মি/সে.
169. আলট্রাসােনিক শব্দের প্রতিধ্বনি ব্যবহৃত হয় কি মাপার জন্য ?
(A) আকাশের উচ্চতা
(B) পাহাড়ের উচ্চতা
(C) সমুদ্রের গভীরতা
(D) কোনটাই নয়
(C) সমুদ্রের গভীরতা
170. শব্দের তীক্ষ্ণতার হ্রাস বৃদ্ধির অন্যতম কারণ হল উৎস ও শ্রোতার মধ্যে-
(A) আপেক্ষিক গতি
(B) নিরপেক্ষ গতি
(C) সাপেক্ষ গতি
(D) উৰ্দ্ধগতি
(A) আপেক্ষিক গতি
171. Shock wave সৃষ্টি হয় কোন কারণে-
(A) বাতাস বন্ধ হলে
(B) মাইক বাজলে
(C) ঝড় হলে
(D) সুপারসােনিক বিমান গেলে
(D) সুপারসােনিক বিমান গেলে
172. প্রসারণশীলতা, সংকোচনশীলতা এগুলি কোন ধরনের পদার্থের বৈশিষ্ট্য ?
(A) কঠিন
(B) তরল
(C) গ্যাসীয়
(D) অধকঠিন
(C) গ্যাসীয়
173. স্থির উষ্ণতায় কোনাে গ্যাসের চাপ বাড়ালে আয়তন
(A) বাড়ে
(B) কমে
(C) একই থাকে
(D) প্রথমে কমে পরে বাড়ে
(B) কমে
174. কোন গ্যাসের চাপ P = , F = প্রযুক্ত বল হলে A = ?
(A) আয়তন
(B) ক্ষেত্রফল
(C) উন্নতা
(D) কাঠিন্য
(B) ক্ষেত্রফল
175. বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রটির নাম কী ?
(A) ব্যারােমিটার
(B) হাইগ্রোমিটার
(C) থার্মোমিটার
(D) ম্যানােমিটার
(A) ব্যারােমিটার
176. প্রমাণ চাপের মান কত?
(A) 1.03 x 106 ডাইন/সেমি2
(B) 1 x 106 ডাইন/সেমি2
(C) 2.013 x 102 ডাইন/ সেমি2
(D) 2 x 106 ডাইন/সেমি2
(A) 1.03 x 106 ডাইন/সেমি2
177. নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে গ্যাসটির আয়তন হবে প্রাথমিক আয়তনের-
(A) অর্ধেক
(B) দ্বিগুণ
(C) সমান
(D) শূন্য
(A) অর্ধেক
178. ‘PV = ধ্রুবক’ সূত্রে ধ্রুবকটির মান কিসের ওপর নির্ভর করে ?
(A) গ্যাসের উষ্ণতার ওপর
(B) গ্যাসের ভারের ওপর
(C) গ্যাসের ভরের ওপর
(D) গ্যাসের উষ্ণতা ও ভরের ওপর
(D) গ্যাসের উষ্ণতা ও ভরের ওপর
179. চার্লসের সূত্রে পরিবর্তনশীল রাশি কী কী?
(A) আয়তন
(B) উষ্ণতা
(C) আয়তন ও উষ্ণতা
(D) ভর
(C) আয়তন ও উষ্ণতা
180. 1/273-কে কী বলে?
(A) স্থির চাপে গ্যাসের উষ্ণতা প্রসারণ গুণাঙ্ক
(B) স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক
(C) স্থির চাপে গ্যাসের ভর প্রসারণ গুণাঙ্ক
(D) স্থির চাপে গ্যাসের ভার প্রসারণ গুণাঙ্ক
(B) স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক