---Advertisement---

Important questions and answers on history are very important for various job exams 2024 l ইতিহাসের ওপর গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ

By Siksakul

Published on:

Important questions and answers on history are very important for various job exams 2024
---Advertisement---

Important questions and answers on history are very important for various job exams 2024: নমস্কার বন্ধুরা, আজ Siksakul Team এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে  ইতিহাস  সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন ও উত্তর (Important questions and answers on history) । যেগুলি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি পশ্চিমবঙ্গের যেকোনো চাকরির  পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই প্রশ্নগুলি আপনার চাকরির পরীক্ষার প্রস্তুুতি কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Important questions and answers on history

1. শশাঙ্কর রাজধানী কোথায় ছিল?

উঃ কর্ণসুবর্ণ- তে ।

2. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উঃ ডব্লিউ সি ব্যানার্জি।

3. ভারতের লৌহ মানব কাকে বলা হত?

উঃ সর্দার বল্লভ ভাই প্যাটেল।

4. ভারতবর্ষে দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ কুতুবউদ্দিন আইবক।

5. দীন-ই-ইলাহি-র  প্রবক্তা কে ?

উঃ আকবর।

6. কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানী অধিকার দিয়েছিলেন ?

উঃ ফারুকসিয়ার।

7. ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত ?

উঃ সমুদ্রগুপ্ত।

8. কোন সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় ?

উঃ ১৯৩১ সালে।

9. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?

উঃ ডাফরিন।

10. কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভ করেছিল ?

উঃ দ্বিতীয় শাহ আলম।

11. রামচরিত কার রচনা? 

উঃ সন্ধ্যাকর নন্দী।

চাকরির প্রস্তুতির জন্য ইতিহাস প্রশ্ন ২০২৪ l Key history questions for competitive tests 2024

12. সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?

উঃ ক্যানিং।

13. আমির খসরু কার সভাপতি ছিলেন?

উঃ আলাউদ্দিন খলজী।

14. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন?

উঃ সেলুকাস।

15. বাংলা শেষ স্বাধীন নবাব কে ছিলেন?

উঃ উঃ মীরকাসিম।

MORE READ

1. কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ  ঘটেছিল?

উঃ ১৫৫৬ খ্রিস্টাব্দে।

2. লর্ড আরউইন এর পরে কে ভারতের ভাইসরয় হন?

উঃ লর্ড উইলিংডন।

3. সুফিবাদ ভারতে প্রবেশ করে কত শতকে?

উঃ ত্রয়োদশ শতকে।

4. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উঃ উইলিয়াম জোনস্।

5. ‘এইটটিন ফিফটি সেভেন’ বইটি রচয়িতা কে?

Job exam history practice questions l পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ক প্রশ্ন ২০২৪

উঃ এস. এন. সেন।

6. ‘ইন্ডিকা’- র প্রণেতা কে?

উঃ মেগাস্থিনিস।

7. প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কি ছিল?

উঃ হিন্দুস্থান রিভিউ।

8. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত?

উঃ লাহোর ।

9. দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ কুতুবউদ্দিন আইবক।

10. তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসেবে?

উঃ গান্ধার শিল্প।

11. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন?

উঃ গৌড়।

12. ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন?

উঃ লর্ড মাউন্টব্যাটেন।

13. প্রাচীনতম বেদ হলো ?

উঃ ঋগ্ বেদ।

14. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন?

উঃ ডব্লু. সি. ব্যানার্জী।

15. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন?

উঃ এন. এম. যোশি।

---Advertisement---

Related Post

Selected Important GK Question Answers of Various Previous Year Exams : Very Useful for All Job Exam Preparation l বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (GK) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিগত বছরের বিভিন্ন WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC, WBPSC, Police, Group-D সহ অন্যান্য পরীক্ষায় আসা ...

General Knowledge Important Questions and Answers l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

General Knowledge Important Questions and Answers: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসা নিশ্চিত। তাই, ভালো ...

General Knowledge Important Questions and Answers 2025 l সাধারণ জ্ঞান এর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 2025

General Knowledge Important Questions and Answers 2025: সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞান (General Knowledge) একটি গুরুত্বপূর্ণ বিষয়। WBCS, SSC, Railways, Banking, UPSC, PSC সহ বিভিন্ন পরীক্ষায় ...

Nicknames of 100 famous people For all Govt Exams 2025 l ১০০ জন বিখ্যাত ব্যক্তির ডাকনাম – সকল সরকারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 2025

Nicknames of 100 famous people For all Govt Exams 2025: সরকারি চাকরির পরীক্ষায় বিখ্যাত ব্যক্তিদের ডাকনাম সম্পর্কিত প্রশ্ন প্রায়ই দেখা যায়। বিশেষ করে WBCS, SSC, Railways, PSC, Banking, ...

Leave a Comment