---Advertisement---

Indian Constitution Questions Answers Very important for all job exams l ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর। সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ 2024

By Siksakul

Updated on:

Indian Constitution Questions Answers Very important for all job exams
---Advertisement---

Indian Constitution Questions Answers Very important for all job exams : স্বাগতম আমাদের নতুন ব্লগ পোস্টে! আজকের আলোচনার বিষয় ভারতীয় সংবিধানের প্রশ্ন উত্তর। ভারতীয় সংবিধান আমাদের দেশের শাসন ব্যবস্থা এবং নীতিনির্ধারণের মূল ভিত্তি। এটি প্রতিটি ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার এবং কর্তব্য নির্ধারণ করে।

যেকোনো চাকরির পরীক্ষায় ভারতীয় সংবিধান সম্পর্কে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্লগে আমরা ভারতীয় সংবিধান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করব, যা আপনার পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। চলুন, সংবিধানের বিভিন্ন ধারা, অনুচ্ছেদ এবং সংশোধনীগুলি সম্পর্কে জানি এবং আমাদের সাংবিধানিক জ্ঞানকে আরও গভীর করি।

চাকরির পরীক্ষায় সফল হতে সংবিধান সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমাদের সাথে থাকুন এবং ভারতীয় সংবিধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের মাধ্যমে আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করুন।

Indian Constitution Questions Answers Very important for all job exams

  1. ভারতের সংবিধান কে রচনা করেন?
    উ: ডঃ বি আর আম্বেদকর
  2. গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন ?
    উ: ড. সচ্চিদানন্দ সিনহা
  3. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?
    উ: ডঃ রাজেন্দ্র প্রসাদ
  4. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে?
    উ: ডঃ বি আর আম্বেদকর
  5. সংবিধানের প্রস্তাবনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
    উ: আমেরিকা
  6. ভারতের সংবিধান কবে গৃহীত হয় ?
    উ: 1949 সালের 26 নভেম্বর
  7. ভারতের সংবিধান কবে কার্যকর হয় ?
    উ: 1950 সালের 26 জানুয়ারী ।
  8. ভারতের সংবিধান কতবার সংশোধন হয়েছে ?
    উ: 104 বার

9 ভারতীয় সংবিধানের জনক কে ?
উ: ডঃ বি আর আম্বেদকর

  1. ভারতীয় সংবিধানের ধারনা কে দেন ?
    উ: এম .এন.রায়
  2. প্রথম সংবিধান সংশোধন হয় কত সালে ?
    উ: 1951 সালে – ভূমি ও রাজস্ব
  3. রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে ?
    উ: 30 বছর
  4. লোকসভার সদস্য হতে হলে কমপক্ষে কত বছর বয়স হতে হয় ?
    উ: 25 বছর ।
  5. রাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হয়?
    উ: কমপক্ষে 35 বছর
  6. উপরাষ্ট্রপতি হতে গেলে কত বছর বয়স হতে হবে?
    উ: কমপক্ষে 35 বছর
  7. অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ধারায় উল্লেখিত আছে ?
    উ: 17 নম্বর ধারায়
  8. কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতিরা অবসর নেয় ?
    উ: 65 বছর বয়সে

18 পঞ্চায়েতীরাজ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয় কোন
রাজ্যে ?
উ: রাজস্থান

  1. সংবিধানের হৃদয় ও আত্মা বলা হয় কত নম্বর ধারাকে ?
    উ: 32 নম্বর ধারা কে
  2. সংবিধানের মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
    উ: আমেরিকা
  3. সংবিধানের মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
    উ: সোভিয়েত রাশিয়া ।
  4. সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
    উ: দক্ষিণ আফ্রিকা
  5. সংবিধানের নির্দেশমূলক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
    উ: আয়ারল্যান্ড
  6. সংবিধানের রাষ্টপতির ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
    উ: ব্রিটেন
  7. অর্থবিল কখনো উত্থাপিত হয় না কোথায় ?
    উ: রাজ্যসভায়

---Advertisement---

Related Post

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01 | SBI PO 2025 ফ্রি মক টেস্ট MCQ সেট – 01

SBI PO 2025 Free Mock Test MCQ Set – 01: SBI PO 2025 পরীক্ষার প্রস্তুতির জন্য একটি কার্যকরী পদক্ষেপ হল আপনার প্রস্তুতির স্তর মূল্যায়ন করা। আমাদের SBI PO ...

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams l ভারতের সংবিধান ফ্রি MCQ সেট-1

Indian Constitution Free MCQs Set-1 for the Railway, SSC and other Competitive Exams; ভারতীয় সংবিধান হল ভারতের গণতান্ত্রিক কাঠামোর মূল ভিত্তি, আইনী কাঠামো প্রতিষ্ঠা করে এবং জাতিকে শাসন ...

RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেল CBT স্ট্যাটিক জিকে প্র্যাকটিস সেট-01

 RRB NTPC 2025 Under Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি) পরীক্ষা ভারতের সবচেয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মধ্যে একটি, যা প্রতি ...

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01 l RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT স্ট্যাটিক GK প্র্যাকটিস সেট-01

RRB NTPC 2025 Graduate Level CBT Static GK Practice Set-01: RRB NTPC 2025 স্নাতক স্তরের CBT-এর জন্য প্রস্তুতির জন্য স্ট্যাটিক জেনারেল নলেজ (GK) এর একটি শক্তিশালী উপলব্ধি প্রয়োজন, ...

Leave a Comment