---Advertisement---

Primary TET EVS Practice Set 2023 (Essential) l প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট- ১০: পরিবেশ বিদ্যা বিষয়ের ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

Primary TET EVS Practice Set 2023
---Advertisement---

আপনি কি Primary TET 2023 (WB Primary TET Exam 2023) পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Siksakul আপনার জন্য নিয়ে এসেছে Primary TET EVS Practice Set (Primary TET EVS Practice Set – 10) যা আগত প্রাইমারি টেট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। Siksakul দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে, প্রতিটি প্রশ্নের সাথে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত Primary TET 2023 পরীক্ষার্থীদের জন্য Siksakul এর এই উদ্যোগ খুব উপকারী হবে। Primary TET Practice Set PDF Download.

Primary TET EVS Practice Set – 10 | WB Primary TET Exam 2023

1. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ শতকরা কত?

উঃ 21 ভাগ।

2. একটি আদর্শ জীবমণ্ডল কটি বলয় নিয়ে গঠিত?

উঃ তিনটি।

3. জীব বৈচিত্রের অর্থ হলো-

উঃ প্রাণীর বৈচিত্র্য ও উদ্ভিদের বৈচিত্র।

4. পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ অরণ্যের নাম কি?

উঃ সুন্দরবন।

5. অপ্রচলিত শক্তির উৎস কি?

উঃ সৌরশক্তি।

6. ভূকম্প নির্ধারক যন্ত্রটির নাম কি?

উঃ সিসমোগ্রাফ।

7. ইকো শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষা থেকে?

উঃ গ্ৰিক।

8. ভূপাল গ্যাস দুর্ঘটনার কারণ কি?

উঃ এম আই সি।

9. বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমাণ কত?

উঃ 0.04%

10. বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত?

উঃ 78.08%

11.  বাতাসের গতিবেগ কি দিয়ে মাপা হয়?

উঃ অ্যানিমোমিটার।

12. ওজোন হোল এর নামকরণ করেছেন কে?

উঃ বিজ্ঞানী ফারমেন।

13. বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কি?

উঃ সালোকসংশ্লেষ।

14. বৃষ্টির অম্লতা মাপার যন্ত্র কি?

উঃ pH মিটার।

15.  পরিবেশ সুরক্ষা আইন কবে চালু হয়? 

উঃ ১৯৮৬ সালে।

প্রাইমারি টেট পরিবেশ বিদ্যা প্র্যাকটিস সেট l wb tet

1. বিশ্ব প্রাণীবিকাশ দিবস কোনটি?

উঃ 4 অক্টোবর।

2. এইডস দিবস কোনটি?

উঃ 1 ডিসেম্বর।

3. ভোপাল ট্রাজেডি দিবস কোনটি?

উঃ 3 ডিসেম্বর ‌।

4. জাতীয় বিজ্ঞান দিবস কোনটি?

উঃ 28 ফেব্রুয়ারি।

5. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি?

উঃ 4 মার্চ।

6. বিশ্ব আবহাওয়া দিবস কোনটি?

উঃ 21 মার্চ।

7. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?

উঃ 7 এপ্রিল।

8. বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস কোনটি?

উঃ 18 এপ্রিল।

9. আন্তর্জাতিক পরিবার দিবস কোনটি?

উঃ 15 মে।

10. বিশ্ব তামাক বিরোধী দিবস কোনটি?

উঃ 31 মে।

11. বিশ্ব ওজন দিবস কোনটি?

উঃ 16 সেপ্টেম্বর।

12. বিশ্বশান্তি ও অহিংসা দিবস কবে?

উঃ 21 সেপ্টেম্বর।

13. সবুজ আহরণ দিবস কোনটি?

উঃ 28 সেপ্টেম্বর।

14. বিশ্বপ্রাণী বাসস্থান দিবস কোনটি?

উঃ 3 অক্টোবর।

15. মানবাধিকার দিবস কোনটি?

উঃ 10 ডিসেম্বর।

Daily Demand Gadgets – Top Fitness Trackers on AMAZON

---Advertisement---

Related Post

The Fly by Katherine Mansfield – 30 One-Sentence Questions and Answers l WB SLST English 2025 (Corrected for 2nd WB SLST)

The Fly by Katherine Mansfield: WB SLST English 2025 পরীক্ষার প্রস্তুতিতে ‘The Fly by Katherine Mansfield’ অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে নানা ধরনের প্রশ্ন এসেছে, ...

Araby by James Joyce for WB SLST English 2025 – 30 Model One-Liner Questions with Correct Answers (Corrected for 2nd WB SLST)

Araby by James Joyce for WB SLST English 2025: আপনি যদি WB SLST English 2025 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এই ব্লগটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী। বিশেষ করে ...

SSC CHSL, SLST, WBCS History Special: 100 Questions on German Nazism with Answers | জার্মান নাৎসিবাদ সম্পর্কে ১০০টি প্রশ্ন ও উত্তর

Questions on German Nazism with Answers: সরকারি চাকরির প্রস্তুতিতে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে SSC CHSL, SLST ও WBCS-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। ইতিহাসের মধ্যে জার্মানির নাৎসিবাদ ...

SSC CHSL 2025 Practice Set 3 – Solve Important Questions in GK, English & Reasoning each part 20 questions

SSC CHSL 2025 Practice Set 3: Preparing for the SSC CHSL 2025 exam? Then you’ve landed at the right place! This blog presents a carefully curated SSC CHSL Practice Set ...

Leave a Comment