---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩৫

By Siksakul

Published on:

WB Gram Panchayat Practice Set 2024
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set 35 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩৫

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-35 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩৫ l WB Gram Panchayat Practice Set-35

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

১.হৃৎপিন্ডের আবরণকে কি বলে?

A.প্লান্টা
B.পেরিকার্ডিয়াম
C.রেটিকুলাম
D.কোনটি নয়

উত্তর: পেরিকার্ডিয়াম

২.উপরাষ্ট্রপতির পদচ্যুত সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করে —

A.দুইকক্ষই
B.লোকসভা
C রাজ্যসভা
D.মানসিক

উত্তর: রাজ্যসভা

৩.এর মধ্যে সবচেয়ে ভারি ধাতু হল —

A ইউরিয়াম
B.তামা
C.রূপা
D.অ্যালুমিনিয়াম

উত্তর: ইউরিয়াম

৪.কোনটি জলদূষণ ঘটিত রোগ নয়?

A আমাশয়
B.টাইফয়েড
C.ডেঙ্গু
D.জন্ডিস

উত্তর:ডেঙ্গু

৫.নিয়মতান্ত্রিক প্রধান কে?

A মুখ্যমন্ত্রী
B.রাজ্যপাল
C.অ্যাডভোকেট ভোকেট
D.ব্যবস্থা সভার অধ্যক্ষ

উত্তর: রাজ্যপাল

৬.ব্লক উন্নয়ন প্রশাসক নেতা কাজ করে?

A.পঞ্চায়েত প্রধান
B.জেলা সভাধিপতি
C.জেলা শাসক
D.রাজ্যপাল

উত্তর: জেলা শাসক

৭.পশ্চিমবঙ্গে শতকরা কত শতাংশ বনভূমি আব্রৃত দ্বারা?

A.33%
B.31%
C.20%
D.13%

উত্তর: 13%

৮.হু (WHO) সদরদপ্তর

A. ওয়াশিংটন
B.প্যারিস
C.জেনিভা
D. লন্ডন

উত্তর: জেনিভা

৯.কোন প্রণালী লহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগ করেছেন?

A.পাক প্রণালী
B.সুয়েজ খাল
C.বেবিং প্রণালী
D.পানামা খাল

উত্তর: সুয়েজ খাল

১০.কোন সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল?

A.1948 খ্রি.
B.1949 খ্রি.
C.1950 খ্রি.
D.1946 খ্রি.

উত্তর: 1948 খ্রি.

এখানে আরো কিছু প্রশ্ন উত্তর দেওয়া হলো:

1.একটি বাক্সে সমসংখক এক টাকা ৫০ পয়সা ও ২৫ পয়সা আছে,  মোট ৩৫ টাকা থাকলে প্রত্যেক মুদ্রার সংখ্যা কত?

A. 20
B. 25
C. 30
D. 15

2. প্রধান সালোকসংশ্লেষীয় রঞ্জকটির নাম হল-

A. জ্যান্থোফিল
B. ক্লোরোফিল
C. ক্যারোটিন
D. বেসোফিল

3. দুটি পাত্রে মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1 মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে?

A. 11:3
B. 3:11
C. 8:7
D. 7:8

4. I am not Wealthy, so I cannot afford to buy ____ expensive car. (Fill with correct preposition)
A. a
B. an
C. the
D. none of these

5. দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত?

A. 5:7
B. 7:5
C. 6:5
D. 5:6

6. কোন রাজ্যে বিখ্যাত একটি ট্রয়টেন রেল লাইন আছে ?

A. অসম
B. পশ্চিমবঙ্গ
C. মহারাষ্ট্র
D. রাজস্থান

7. একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13, বিদ্যালয় এ মোট বালক বালিকার সংখ্যা 400, বালক বালিকার সংখ্যার পার্থক্য কত?

A. 160
B. 140
C. 260
D. 120

7. কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব পাস হয় ?

A. নাগপুর*
B. লখনউ
C. মুম্বাই
D. কলকাতা

8. 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3 হলে মিশ্রণে দুধের পরিমাণ কত?

A. 16
B. 48
C. 15
D. 21

9. একটি কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য করে ?

A. ত্বক
B. ফুসফুস
C. ফুলকা
D. শ্বাসনালী

10. কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়-

A. 1856 খ্রিস্টাব্দে
B. 1846 খ্রিস্টাব্দে
C. 1857 খ্রিস্টাব্দে
D. 1847 খ্রিস্টাব্দে

উত্তর:
1. A. 20
2. B. ক্লোরোফিল
3. A. 11:3
4. B. an
5. A. 5:7
6. B. পশ্চিমবঙ্গ
7. D. 120
8. A. 16
9. A. ত্বক
10. C. 1857 খ্রিস্টাব্দে

---Advertisement---

Related Post

🧪 Important Chemistry Static GK Part 02 in Bengali l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে পর্ব ০২

Important Chemistry Static GK Part 01 in Bengali: রসায়ন (Chemistry) এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় – যেমন SSC, RRB, UPSC, WBCS, CGL, CHSL, Railway, Banking ইত্যাদিতে জেনারেল সায়েন্স ...

🧪 Important Chemistry Static GK Part 01 in Bengali l প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রসায়নের গুরুত্বপূর্ণ স্ট্যাটিক জিকে পর্ব ০১

Important Chemistry Static GK Part 01 in Bengali: রসায়ন (Chemistry) এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রায় প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় – যেমন SSC, RRB, UPSC, WBCS, CGL, CHSL, Railway, ...

Human body related Important questions and Answers part 03 in Bengali l মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০৩

Human body related Important questions and Answers part 03: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, পুলিশ ...

🧠 Human body related Important questions and Answers part 02 in Bengali l মানবদেহ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব ০২

Human body related Important questions and Answers part 02: মানবদেহ একটি জটিল ও বিস্ময়কর সৃষ্টি, যা নানা অঙ্গ-প্রত্যঙ্গ ও কার্যপ্রণালীর সমন্বয়ে গঠিত। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে যেমন WBCS, RRB, SSC, পুলিশ ...

Leave a Comment