---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৭

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set 2024
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set 2024 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৭

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-27 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৭ l WB Gram Panchayat Practice Set-27

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন. ১৮৮৭ সালে ইন্ডিয়ান সোশ্যাল কংগ্রেস কে স্থাপন করেন ?

উত্তর:- এম ডি রানাডে

প্রশ্ন. অলিন্দ যুদ্ধ কত সালে ঘটে ?

উত্তর:- ১৯৩০ সালে

প্রশ্ন. জওহরলাল নেহেরু কাপ কোন খেলার সাথে যুক্ত ?

উত্তর:- ফুটবল

প্রশ্ন. রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি আইনে পরিণত হলে কিসে পরিণত হয় ?

উত্তর:- মৌলিক অধিকারে

প্রশ্ন. ভারতের প্রাচীনতম পারমানবিক বিদ্যুৎকেন্দ্রটির নাম কি ?

উত্তর:- মহারাষ্ট্রের তারাপুর

প্রশ্ন. অপারেশন ফ্লাড – 1 ভারতে কবে হয়েছিল ?

উত্তর:- ১৯৭০ সালে

প্রশ্ন. ‘সংবাদ প্রভাকর’ কে প্রকাশ করেন ও কবে ?

উত্তর:- ঈশ্বরচন্দ্র গুপ্ত, ১৮৩৯ সালে

প্রশ্ন. কে প্রথম ডাক টিকিট প্রবর্তন করেন ?

উত্তর:- লর্ড ডালহৌসি

প্রশ্ন. বিধবা বিবাহ আইন কবে পাশ হয় ?

উত্তর:- ১৮৫৬ সালে

প্রশ্ন. গণপরিষদের সভাপতি পদে কে নির্বাচিত হন ?

উত্তর:- ড: রাজেন্দ্র প্রসাদ

প্রশ্ন. শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত ?

উত্তর:- ঝিলাম নদীর তীরে

প্রশ্ন. ‘দি স্পিড পোস্ট’ কার লেখা ?

উত্তর:- শোভা দে

প্রশ্ন. ডায়োডে কটি তড়িৎদ্বার থাকে ?

উত্তর:- 2 টি

প্রশ্ন. সর্বপ্রথম তাপীয় আয়ন ভালভের আবিষ্কার করেন কে ?

উত্তর:- স্যার জন ফ্লেমিং

প্রশ্ন. ‘A Passage to England’ কার লেখা ?

উত্তর:- এন সি চৌধুরী

প্রশ্ন. ‘বিশ্ব পর্যটন দিবস’ কবে পালন করা হয় ?

উত্তর:- ২৭ শে সেপ্টেম্বর

প্রশ্ন. ওয়াট ঘন্টা দিয়ে আমরা কি পরিমাপ করি ?

উত্তর:-  তড়িৎ শক্তি

প্রশ্ন. ফিউজ তার কি দিয়ে তৈরি ?

উত্তর:- টিন ও সীসা

প্রশ্ন. কোনো ক্ষণস্থায়ী শব্দ শোনার পর শব্দের রেশ আমাদের মস্তিষ্কে কত সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় ?

উত্তর:- 1/10 সেকেন্ড

প্রশ্ন. লোক সভার বর্তমান স্পিকার কে ?

উত্তর:- ওম বিড়লা

জাতিসংঘের খাদ্য সহায়তা শাখা ওয়াল্ড ফুড প্রোগ্রাম (WFP) এর সদর দপ্তর কোথায় ?

উত্তর:- রোম

প্রশ্ন. গৃহপালিত কুকুরদের নিয়ে অধ্যয়ন কে কি বলে ?

উত্তর:- Cynology

প্রশ্ন. সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বই ‘An Era of Darkness : The British Empire in India’ টি কে লিখেছেন ?

উত্তর:- শশী থারুর

প্রশ্ন. শরীরের দীর্ঘতম অস্থির নাম কি ?

উত্তর:- ফিমার

প্রশ্ন. প্রাচীন শহর বিজয়নগরের রাজধানী হামপির ধ্বংসাবশেষ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তর:- কর্ণাটক

প্রশ্ন. শুষ্ক বরফ বলতে কোন যৌগ কে বোঝায় ?

উত্তর:- কঠিন CO2

প্রশ্ন. স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর

প্রশ্ন. ভারতে রেপো রেট,রিভার্স রেপো রেট কে নির্ধারণ করে ?

উত্তর:- ভারতের রিজার্ভ ব্যাঙ্ক

প্রশ্ন. আয়তনে বৃহত্তম রাজ্য কোনটি ?

উত্তর:- রাজস্থান

প্রশ্ন. ভিনিগারের প্রধান উপাদান কি ?

উত্তর:- অ্যাসেটিক অ্যাসিড

প্রশ্ন. ফিফা বিশ্বকাপের প্রথম আয়োজক ছিল কোন দেশ ?

উত্তর:- উরুগুয়ে

প্রশ্ন. কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি বাল্বে পাওয়া যায় ?

উত্তর:- আর্গন

প্রশ্ন. ‘Swami and Friends’ বইটির লেখক কে ?

উত্তর:- RK Narayan

প্রশ্ন. প্রথম উইম্বলডন চ্যাম্পিয়নশিপ কবে অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তর:- 1877

প্রশ্ন. কোন রাজ্যের কান্ধামাল হলদী সম্প্রতি GI ট্যাগ পেয়েছে ?

উত্তর:- ওড়িশা

প্রশ্ন. কুমিরের হৃৎপিন্ড কয়টি প্রকোষ্ঠ বিশিষ্ট ?

উত্তর:- চারটি

Your Guide to the Best Fitness Trackers

---Advertisement---

Related Post

The List of Highest Largest and Longest in the World l বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলির তালিকা

বিশ্বের সর্বোচ্চ, বৃহত্তম এবং দীর্ঘতম বিষয়গুলি সম্পর্কে জানুন:বিশ্বের বিভিন্ন প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট বিষয় আমাদের মুগ্ধ করে। এই নিবন্ধে আমরা এমন কিছু বিস্ময়কর বিষয় সম্পর্কে জানব, যেগুলি উচ্চতায়, আকারে ...

Birbhum District mid day Meal Scheme Recruitment l বীরভূম জেলায় মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১১,০০০ টাকা

Birbhum District mid day Meal Scheme Recruitment: যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরির খোঁজ করছিলেন তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে ...

Bankura District Group-D Office staff Recruitment l বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ, প্রতি মাসে বেতন ১২ হাজার টাকা

বাঁকুড়া জেলা অফিসে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগ: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারও বড় সুযোগ এসেছে। বাঁকুড়া জেলার জেলা শিশু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত ...

District Government Boys Home Group C Recruitment Notification Out l রাজ্য সরকারি হোমে গ্রুপ- সি পদে চাকরির সুযোগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

District Government Boys Home Group C Recruitment Notification Out: সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাদের জন্য এসেছে দারুণ সুযোগ। রাজ্য সরকারের অধীনে একটি হোমে গ্রুপ- সি পদে কর্মী ...

Leave a Comment