---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৯

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set
---Advertisement---

WB Gram Panchayat Practice Set 2024 : সম্প্রতি পশ্চিমবঙ্গ WB Gram Panchayat পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। যারা এখনো সেভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি, তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেট আয়োজন করেছি।

WB Gram Panchayat Practice Set 29 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৯

Gram Panchayat পরীক্ষার প্রস্তুতির জন্য এই প্র্যাকটিস সেটগুলির গুরুত্ব অপরিসীম। প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একেবারে বিনামূল্যে আয়োজন করা করা হয়েছে। Siksakul আয়োজিত WB Gram Panchayat Practice Set-29 এ অংশগ্রহণ করে পরীক্ষার্থীরা নিজেদেরকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এর মাধ্যমে সকল পরীক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এবং শিক্ষার্থী তাদের জীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন।

গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ২৯ l WB Gram Panchayat Practice Set-29

প্রতিটি প্রশ্ন আগত গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে পরীক্ষার্থীরা যথাযথ প্রস্তুতি করতে পারেন। এই প্রশ্ন উত্তরগুলি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিস সেট গুলিতে অংশগ্রহণ করে প্রারম্ভিক থেকেই পরীক্ষার প্রস্তুতি শুরু করা যেতে পারে। এই প্র্যাকটিস সেটে দেওয়া প্রয়োজনীয় প্রশ্ন উত্তরগুলির অভ্যাসের মাধ্যমে পরীক্ষার্থীর সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও  বেশ খানিক বৃদ্ধি পাবে। এই প্র্যাকটিস সেটগুলির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পরীক্ষা বিষয়ে সঠিক ধারণা অর্জন করতে পারবেন, যা তাদের পরীক্ষায় সাফল্য আনতে বেশ কার্যকরী।

আজকের গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেটে (WB Gram Panchayat Practice Set in Bengali) গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া হলো। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

প্রশ্ন. অসম পুনর্গঠন বিল কবে পাশ হয়?

উত্তর:-  ১৯৬৯ সালে

প্রশ্ন. “ইন্ডিয়ান ওয়ার অফ ইনডিপেন্ডেন্স” কে লিখেছিলেন ?

উত্তর:- ভি ডি সাভারকর

প্রশ্ন. মেসোপটেমিয়ার বর্তমান নাম কি ?

উত্তর:- ইরাক

প্রশ্ন. জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছেন কে ?

উত্তর:- ইয়ান ফ্লেমিং

প্রশ্ন. এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- উইলিয়াম জোনস

প্রশ্ন. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- গুরু নানক

প্রশ্ন. বৃক্কের কার্যগত ও গঠনগত একক কি ?

উত্তর:- নেফ্রন

প্রশ্ন. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- রামমোহন রায়

প্রশ্ন. পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়েছিল ?

উত্তর:- 1761

প্রশ্ন. মানুষের স্পাইনাল নার্ভ কত জোড়া ?

উত্তর:- 31 জোড়া

প্রশ্ন. লোহিত রক্তকণিকা জীবনকাল কত দিন ?

উত্তর:- 120 দিন

প্রশ্ন. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?

উত্তর:- মঙ্গল পান্ডে

প্রশ্ন. সলবাইয়ের সন্ধি কত সালে হয় ?

উত্তর:- 1782

প্রশ্ন. জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন ?

উত্তর:- ডাফরিন

প্রশ্ন. গৌতম বুদ্ধ কোন বৃক্ষের নিচে নির্বাণ লাভ করেন ?

উত্তর:- অশ্বত্থ বৃক্ষের নীচে

প্রশ্ন. কবীরের ভক্তিমূলক গানকে কি বলা হয় ?

উত্তর:- দোঁহা

প্রশ্ন. পৃথক নির্বাচনী ব্যবস্থা করা হয় কোন আইনের সাহায্যে ?

উত্তর:- মর্লেমিন্টো আইন

প্রশ্ন. মুঘলদের সময় সরকারি ভাষা কি ছিল ?

উত্তর:- ফার্সি

প্রশ্ন. জামা মসজিদ কে নির্মান করেন ?

উত্তর:- শাহজাহান

প্রশ্ন. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- কৃষ্ণকুমার মিত্র

প্রশ্ন. আলাউদ্দিন খলজির সেনাপতি কে ছিলেন ?

উত্তর:- মালিক কাফুর

প্রশ্ন. ভারতের দীর্ঘতম হিমবাহ এর নাম কি ?

উত্তর:- সিয়াচেন

প্রশ্ন. দক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

উত্তর:- আনাইমুদি

প্রশ্ন. কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ?

উত্তর:- চম্বল

প্রশ্ন. কোন রাজ্যে বসবাসকারী তপশালী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি ?

উত্তর:- মধ্যপ্রদেশ

প্রশ্ন. কোন নদীর উপরে পং বাঁধ নির্মিত হয়েছে ?

উত্তর:- বিপাশা

প্রশ্ন. কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রজেক্ট গড়ে উঠেছে ?

উত্তর:- কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

প্রশ্ন. কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?

উত্তর:- মধ্যপ্রদেশ

প্রশ্ন. ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি ?

উত্তর:- ডিগবয়

প্রশ্ন. ভারতের প্রথম পারমানবিক কেন্দ্র কোনটি ?

উত্তর:- তারাপুর

প্রশ্ন. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

উত্তর:- দেরাদুন

প্রশ্ন.  ‘ইয়ং ইন্ডিয়া’ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন ?

উত্তর:- মহাত্মা গান্ধী

প্রশ্ন. ডন সোসাইটির প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- সতীশচন্দ্র মুখোপাধ্যায়

প্রশ্ন. ‘তুঘলকনামা’ গ্রন্থটির রচয়িতা কে ?

উত্তর:- আমীর খসরু

প্রশ্ন. জাপানের পার্লামেন্টের নাম কি ?

উত্তর:- ডায়েট

প্রশ্ন. কোন নদীর উপর আলমতি বাঁধ অবস্থিত ?

উত্তর:- কৃষ্ণানদী

প্রশ্ন. হাইড্রোজেন কথার অর্থ কি ?

উত্তর:- জল উৎপাদক

Daily Demand Gadgets: Essential Tools for Modern Living

---Advertisement---

Related Post

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-10 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-10 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-10(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ প্র্যাকটিস সেট-১০। এই সেটে সাধারণ ...

WBP Constable 2025 GK MCQs Practice Set-9 l WBP কনস্টেবল 2025 GK MCQs প্র্যাকটিস সেট-9 | প্রস্তুতির সেরা সুযোগ

WBP Constable 2025 GK MCQs Practice Set-9(পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষা ২০২৫): পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল (WBP Constable) পরীক্ষা ২০২৫-এর সফল প্রস্তুতির জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি জিকে MCQ ...

BEL Recruitment 2025: Apply Now for 137 Trainee & Project Engineer Vacancies!

BEL Recruitment 2025: Bharat Electronics Limited (BEL), a leading government-owned electronics company under the Ministry of Defence, has announced recruitment for 137 temporary positions at its Product Development ...

Leave a Comment