---Advertisement---

WB Gram Panchayat Practice Set 33 | গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট ৩৩

By Siksakul

Updated on:

WB Gram Panchayat Practice Set 33
---Advertisement---

পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত দপ্তরে প্রায় ১৯ প্রকার শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে পরীক্ষার সিলেবাস ভিত্তিক সাজেস্টিভ প্র্যাকটিস সেট প্রকাশ করা হল।

WB Gram Panchayat Practice Set 33: পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট পোর্টালে পরীক্ষার সিলেবাস জারি করা হয়েছে ইতিমধ্যে। পরীক্ষার্থীদের জন্য Siksakul সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করা হবে Siksakul-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত WB Gram Panchayat Practice Set 2024 আপলোড করা হচ্ছে। এই প্র্যাকটিস সেটগুলি সম্পূর্ণ সিলেবাস নির্ভর অর্থাৎ এখানে থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা আছে।

WB Gram Panchayat Practice Set 2024 l গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট

গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেটগুলি খুবই গুরুত্তপূর্ণ। রাজ্য সরকারের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের ধরণকে বিশ্লেষণ করে এই প্র্যাকটিস সেটগুলি তৈরী করা হয়েছে। WB Gram Panchayat Practice Set 2024 -এর প্রশ্নগুলি বাজারের সেরা সাবজেক্টিভ বইগুলি থেকে বাছাই করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WB Gram Panchayat Practice Set 33 l পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত প্র্যাকটিস সেট

প্রশ্ন. জাহাজের সঠিক অবস্থান নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহৃত হয় ?

উত্তর:- ক্রোনোমিটার

প্রশ্ন. পারমানবিক তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্র কোনটি ?

উত্তর:- গাইগার কাউন্টার

প্রশ্ন. ঘুম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ?

উত্তর:- হিপনোলজি

প্রশ্ন. তরঙ্গদৈর্ঘ্য বৃদ্ধি পেলে শব্দের তিক্ষ্ণতার কি পরিবর্তন হয় ?

উত্তর:- কমে যায়

প্রশ্ন. অরণ্য সপ্তাহ কবে পালন করা হয় ?

উত্তর:- ১৪ – ২০ জুলাই

প্রশ্ন. শকাব্দ কবে থেকে শুরু হয় ?

উত্তর:- ৭৮ খ্রিস্টাব্দে

প্রশ্ন. স্থূলতা সম্পর্কে ভীত হওয়া কে কি বলে ?

উত্তর:- ওবেসোফোবিয়া

প্রশ্ন. সমআয়তন ও সমআকৃতির জনন কোশের মিলনকে কি বলে ?

উত্তর:- আইসোগ্যামি

প্রশ্ন. অগ্নাশয়ের কোন কোষ থেকে ইনসুলিন নিঃসৃত হয় ?

উত্তর:- বিটা

প্রশ্ন. কোন শিল্পী ময়ূর সিংহাসন নির্মাণ করে ?

উত্তর:- বেবাদল খাঁ

প্রশ্ন. আকবরের তরবারির নাম কি ছিল ?

উত্তর:- সংগ্রাম

প্রশ্ন. বাবরের প্রকৃত নাম কি ?

উত্তর:- জহিরউদ্দিন মহম্মদ

প্রশ্ন. রাজতরঙ্গিনী থেকে কোন স্থানের ইতিহাস জানা যায় ?

উত্তর:- কাশ্মীর

প্রশ্ন. ‘ভারত আত্মা’ – কার রচনা ?

উত্তর:- বিপিনচন্দ্র পাল

প্রশ্ন. যকৃতে অবস্থিত কোন কোষ রোগ-জীবাণুদের ধ্বংস করে ?

উত্তর:- কুফার কোষ

প্রশ্ন. অ্যামাইলোপ্লাস্টে কোন ধরনের খাদ্য জমা থাকে ?

উত্তর:- শ্বেতসার

প্রশ্ন. একটি বহুযৌগিক শর্করার উদাহরণ হলো ?

উত্তর:- গ্লাইকোজেন

প্রশ্ন. কোন বিজ্ঞানী ভিটামিন কে অত্যাবশ্যক সহায়ক খাদ্য উপাদান বলে অভিহিত করেন ?

উত্তর:- হপকিন্স

প্রশ্ন. একটি সিউডোভিটামিনের উদাহরণ কি ?

উত্তর:- মিথাইল কোবালামিন

প্রশ্ন. থাইরক্সিনের উপাদান গঠন করে কোন মৌল ?

উত্তর:- আয়োডিন

প্রশ্ন. অক্সিজোম শব্দটি কোন কোশীয় অঙ্গানুর সাথে সম্পর্কিত ?

উত্তর:- মাইটোকন্ড্রিয়া

প্রশ্ন. কাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় ?

উত্তর:- রাইবোজোম

প্রশ্ন. কোন বিজ্ঞানী প্রমান করেন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয় ?

উত্তর:- ব্ল্যাকম্যান

প্রশ্ন. কোন বিজ্ঞানী ‘সাইটোপ্লাজমীয় আবর্তন’ মতবাদ প্রকাশ করেন ?

উত্তর:- ডি ভৃস

প্রশ্ন. দক্ষিণ আমেরিকার নিম্নতম স্থান কোনটি ?

উত্তর:- স্যালিনাস গ্রান্ডেস

প্রশ্ন. কারাকোতা নামক ঘুমন্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ?

উত্তর:- ইন্দোনেশিয়া

প্রশ্ন. কোন মহাসাগর কে বলা হয় আগ্নেয় মেঘলা ?

উত্তর:- প্রশান্ত মহাসাগর

প্রশ্ন. টাইফুন হাগিবিস নামক ঘূর্ণিঝড় কোন দেশে আছড়ে পড়ে ?

উত্তর:- জাপান

প্রশ্ন. তাকলামাকান মরুভূমি কোন দেশে অবস্থিত ?

উত্তর:- চীন

Acer ALG 12th Gen Intel Core i5 Gaming Laptop (16GB RAM/512GB SSD/4GB RTX 2050 Graphics/60Hz/Win11Home/Wifi 6) AL15G-52, 39.62cm (15.6 inch) FHD Display, Premium Metal Body, Steel Gray, 1.99KG
---Advertisement---

Related Post

RRC Recruitment 2025: Apply Now for 1104 Vacancies – Check Post Details, Age Limit & Application Process

RRC Recruitment 2025: Apprenticeship Training Vacancies Available Across Various Workshops/Units RRC is inviting applications from eligible candidates to fill Apprenticeship Training positions at multiple workshops/units. RRC Recruitment 2025: ...

FSSAI Assistant Recruitment 2025: Apply Now for 15,000+ Vacancies

FSSAI Assistant Recruitment 2025: The Food Safety and Standards Authority of India (FSSAI) has launched its 2025 recruitment drive, offering over 15,000 vacancies for the post of Assistant. ...

IOCL Non-Executive Recruitment 2025: Apply Today for 246 Posts

IOCL Non-Executive Recruitment 2025: Indian Oil Corporation Limited (IOCL) has released a notification for the recruitment of 246 Non-Executive personnel across multiple states in India. This is a ...

Competitive Reasoning MCQ Questions and Answers: Key to Success in Exams

Competitive reasoning MCQs play a crucial role in assessing a candidate’s logical aptitude, problem-solving capabilities, and analytical skills during various exams. These questions are designed to evaluate how ...

Leave a Comment