---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 01

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 01
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 01, যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q

1. নালবানা পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

A. হরিয়ানা

B. অসম

C. ওড়িশা

D. মধ্যপ্রদেশ

উত্তর :- (C)

2. দ্বিতীয় কংগ্রেস অধিবেশন কোন সালে সম্পন্ন হয়েছিল ?

A. 1887

B. 1906

C. 1886 

D. 1893

উত্তর :- (C)

3. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

A. ভিটামিন A

B. ভিটামিন B

C. ভিটামিন C

D. ভিটামিন D

উত্তর :- (A)

4. রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

A. দ্বারকা

B. ময়ূরাক্ষী

C. কোপাই

D. দামোদর

উত্তর :- (D)

5. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

A. মৌর্য

B. শুঙ্গ

C. পুরু

D. হর্ষঙ্ক

উত্তর :- (D)

6. কোন শহরকে প্রাচ্যের ডাণ্ডি বলা হয় ?

A. নারায়ণগঞ্জ

B. চট্টগ্রাম

C. শিলেট

D. ঢাকা

উত্তর :- (A)

7. মায়ানমারের রাজধানীর নাম কি ?

A. মৌলমিন

B. নাইপিদো

C. মালে

D. আকিয়াব

উত্তর :- (B)

8. ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন ?

A. মঙ্গল পান্ডে

B. মোহন পান্ডে

C. বিক্রম সারাভাই

D. এদের কেউই নন

উত্তর :- (C)

9. সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

A. ক্রনোমিটার

B. ওডোমিটার

C. গ্যালভানোমিটার

D. ফ্যাদোমিটার

উত্তর :- (D)

10. A Century is not Enough – বইটির রচয়িতা কে ?

A. রাহুল দ্রাবিড় 

B. সৌরভ গাঙ্গুলি 

C. সচিন টেন্ডুলকার

D. ভি ভি এস লক্ষণ

উত্তর :- (B)

11. ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ? 

A. সুচেতা কৃপালিনী

B. সরোজিনী নাইডু

C. মীরা কুমার

D. কিরণ বেদী

উত্তর :- (B)

12. বারাউনি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

A. ঝাড়খন্ড

B. বিহার

C. উত্তর প্রদেশ

D. অসম

উত্তর :- (B)

13. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে সেটি হল ?

A. ভূমধ্যসাগর 

B. লোহিত সাগর

C. আটলান্টিক মহাসাগর

D. পারস্য উপসাগর

উত্তর :- (A)

14. বীরবলের আসল নাম কি ছিল ?

A. মহেশ দাস

B. শ্যাম দাস

C. ভগবান দাস

D. রাম দাস

উত্তর :- (A)

15. প্রাকৃতিক নির্বাচনের আইন যার সাথে সম্পর্কিত –

A. ডারউইন

B. মেন্ডেল

C. ডালটন

D. জে. বি. এস. হ্যাল্ডেন

উত্তর :- (A)

16. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হলো –

A. কলকাতা হাইকোর্ট

B. বোম্বে হাইকোর্ট

C. এলাহাবাদ হাইকোর্ট

D. মাদ্রাজ হাইকোর্ট

উত্তর :- (A)

17. কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল যে রাষ্ট্রের নাগরিক তা হল –

A. ইংল্যান্ড

B. স্পেন

C. অস্ট্রিয়া

D. বেলজিয়াম

উত্তর :- (B)

18. নিম্নলিখিত কোনটি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ?

A. পেনিসিলিন

B. স্ট্রেপটোমাইসিন

C. ইনসুলিন

D. স্টেরয়েড

উত্তর :- (C)

19. “Letters from a Father to Daughter” বইটি লিখেছিলেন –

A. মহাত্মা গান্ধী

B. বি.ভি. প্যাটেল

C. জওহরলাল নেহেরু

D. এস. রাধাকৃষ্ণন

উত্তর :- (C)

20. আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে যার মাধ্যমে –

A. ভূমধ্যসাগর

B. লোহিত সাগর

C. আটলান্টিক মহাসাগর

D. পারস্য উপসাগর

উত্তর :- (A)

21. পশ্চিমবঙ্গের সবচেয়ে উচু পাহাড় কোনটি?

A. সান্দাকফু

B. ফালুট

C. সবরগ্রাম

D. টাইগার হিল

উত্তর :- (A)

22. কোন পাখি পিছনদিকে উড়তে পারে?

A. ঈগল

B. কাক

C. হামিং বার্ড

D. টিয়া

উত্তর :- (C)

23. চিত্তরঞ্জন লেক কোথায় অবস্থিত?

A. বীরভূম

B. বর্ধমান

C. পুরুলিয়া

D. কলকাতা

উত্তর :- (B)

24. ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রবর্তন হয় – 

A. 1947 সালে  

B. 1950 সালে  

C. 1951 সালে  

D. 1955 সালে 

উত্তর :- (C)

25. NABARD নিচের কোনটি সঙ্গে জড়িত – 

A. শিল্পোন্নয়ন  

B. গ্রামীণ উন্নয়ন  

C. রেলওয়ের উন্নয়ন  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

26. ভারতে নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দেশকে? 

A. 1950  

B. 1960  

C. 1970  

D. কোনোটিই নয় 

উত্তর :- (B)

27. যদি গ্রাম্য জমিদার ভাড়াটে চাষীকে কৃষি ঋণ দেয় তবে তাকে বলে –

A. সামন্তপ্রথা  

B. অর্ধ সামন্তপ্রথা  

C. ধনতন্ত্র  

D. ধনতান্তিক চাষ 

উত্তর :- (A)

28. কোন পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধ দেখে – 

A. দ্বিতীয় পরিকল্পনা  

B. তৃতীয় পরিকল্পনায়  

C. চতুর্থ পরিকল্পনায়  

D. পঞ্চম পরিকল্পনায় 

উত্তর :- (B)

29. ভারতীয় রেল বাজেট – 

A. কেন্দ্রীয় বাজেটের অংশ 

B. রাজ্য বাজেটে র অংশ 

C. কেন্দ্রীয় বাজেটের থেকে পৃথক অংশ 

D. কোনটি নয় 

উত্তর :- (A)

30. পশ্চিমবঙ্গের কোথায় তসর শিল্প দেখা যায় –

A. পুরুলিয়া  

B. কোচবিহার 

C. মুর্শিদাবাদ  

D. হুগলি 

উত্তর :- (A)

---Advertisement---

Related Post

WBPSC Miscellaneous Recruitment 2025, Check Eligibility

WBPSC Miscellaneous Recruitment 2025: The West Bengal Public Service Commission (WBPSC) has announced the recruitment process for the Miscellaneous Recruitment Service Examination (MSRE) 2025 through Advertisement No. 13/2024. ...

RRC Recruitment 2025: Apply Now for 1104 Vacancies – Check Post Details, Age Limit & Application Process

RRC Recruitment 2025: Apprenticeship Training Vacancies Available Across Various Workshops/Units RRC is inviting applications from eligible candidates to fill Apprenticeship Training positions at multiple workshops/units. RRC Recruitment 2025: ...

FSSAI Assistant Recruitment 2025: Apply Now for 15,000+ Vacancies

FSSAI Assistant Recruitment 2025: The Food Safety and Standards Authority of India (FSSAI) has launched its 2025 recruitment drive, offering over 15,000 vacancies for the post of Assistant. ...

IOCL Non-Executive Recruitment 2025: Apply Today for 246 Posts

IOCL Non-Executive Recruitment 2025: Indian Oil Corporation Limited (IOCL) has released a notification for the recruitment of 246 Non-Executive personnel across multiple states in India. This is a ...

Leave a Comment