আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 02, যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
WBP & KP M.C.Q in Bengali
1. ভারতের সর্বাধিক কর আসে –
A. প্রত্যক্ষ কর থেকে
B. অপ্রত্যক্ষ কর থেকে
C. উভয়েরই সমান অংশ
D. কোনটি নয়
উত্তর :- (A)
2. ভারতীয় কৃষির অধিকাংশের বৈশিষ্ট্য হলো –
A. বৃহদায়তন ফার্ম
B. ধণতান্ত্রিক কৃষি
C. ক্ষুদ্রায়তন ফার্ম
D. সমবায় চাষ
উত্তর :- (C)
3. পশ্চিমবঙ্গে চা চাষের জন্য আদর্শ পরিবেশ দেখা যায় –
A. মালদা
B. জলপাইগুড়ি
C. দার্জিলিং
D. কোচবিহার
উত্তর :- (C)
4. বাঁকুড়ার মৃত্তিকা হলো –
A. পডজল
B. পলি
C. ল্যাটেরাইট
D. লবণাক্ত
উত্তর :- (C)
5. আন্দিজ পর্বত প্রধানত কী ধরনের পর্বত ?
A. আগ্নেয়
B. স্তূপ
C. ক্ষয়জাত
D. ভঙ্গিল
উত্তর :- (D)
6. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিকেন্দ্রীয়করনের কথা বলেছে?
A. ষষ্ঠ
B. সপ্তম
C. দশম
D. কোনটি নয়
উত্তর :- (D)
7. সাইখম মীরাবাঈ চানু কোন খেলার সাথে যুক্ত ?
A. সাঁতার
B. বক্সিং
C. ভারোত্তোলন
D. জিমনাস্টিক
উত্তর :- (C)
8. কে ম্যাকমিলান নিম্নের কোনটি আবিস্কার করেছিলেন ?
A. ব্যারোমিটার
B. আধুনিক মুদ্রণ প্রযুক্তি
C. সেন্টিগ্রেড স্কেল
D. বাই সাইকেল
উত্তর :- (D)
9. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A. নিউইয়র্ক
B. ভিয়েনা
C. লিয়ন
D. জেনেভা
উত্তর :- (D)
10. ভারতীয় অরন্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A. দেরাদুন
B. সিমলা
C. ভোপাল
D. লাখনৌ
উত্তর :- (A)
11. বিন্ধ্য পর্বতে নিন্মোক্ত কোন নদী উৎপত্তি লাভ করেছে ?
A. মাহি
B. মুসি
C. নর্মদা
D. তুঙ্গঁভদ্রা
উত্তর :- (A)
12. ভারতের ব্রিটিশ শাসনকে কে অ-ব্রিটিশ শাসন বলেছেন ?
A. অরবিন্দ ঘোষ
B. ভূপেন্দ্র নাথ দত্ত
C. রমেশ চন্দ্র দত্ত
D. দাদাভাই নৌরোজী
উত্তর :- (D)
13. আন্তর্জাতিক যোগ দিবস কবে পালন করা হয় ?
A. 21 মার্চ
B. 21 এপ্রিল
C. 21 জুন
D. 21 আগস্ট
উত্তর :- (C)
14. টিউবলাইটে ব্যবহৃত চোকের কাজ কি ?
A. বিভব বাড়ায়
B. বিভব নিয়ন্ত্রণ করে
C. সমপ্রবাহে অপেক্ষাকৃত বেশি রোধ সৃষ্টি করে
D. পরিবর্ত প্রবাহে অপেক্ষাকৃত বেশি ইমপিডেন্স দেয়
উত্তর :- (D)
15. S I পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি ?
A. ভোল্ট
B. কুলম্ব
C. ওয়াট
D. অ্যাম্পিয়ার
উত্তর :- (B)
16. তেরাতালি কোন রাজ্যের লোকনৃত্য ?
A. রাজস্থান
B. গুজরাট
C. হরিয়ানা
D. পাঞ্জাব
উত্তর :- (A)
17. Child is the father of man- কে বলেছেন ?
A. জন কীটস
B. লর্ড বায়রন
C. উইলিয়াম শেক্সপিয়র
D. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
উত্তর :- (D)
18. পশ্চিমবঙ্গ সরকার কোন দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করে ?
A. ১লা সেপ্টেম্বর
B. ১লা অক্টোবর
C. ১লা নভেম্বর
D. ১লা ডিসেম্বর
উত্তর :- (A)
19. ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয় কবে থেকে ?
A. ১৯৫২
B. ১৯৫৪
C. ১৯৫৬
D. ১৯৬২
উত্তর :- (B)
20. চম্পারণ সত্যাগ্রহে নিন্মের কে গান্ধিজীর সহযোগী ছিলেন ?
A. জওহরলাল নেহেরু
B. সুভাষচন্দ্র বসু
C. ডা. রাজেন্দ্র প্রসাদ
D. সর্দার বল্লভভাই প্যাটেল
উত্তর :- (C)
21. কতসালে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা লঞ্চ করা হয় ?
A. 2010
B. 2014
C. 2015
D. 2016
উত্তর :- (D)
22. খাদ্য পরিবাহী উদ্ভিদ কলা হল-
A. জাইলেম
B. ফ্লোয়েম
C. জাইলেম ও ফ্লোয়েম
D. প্যারেনকাইমা
উত্তর :- (B)
23. সূর্যের বাইরের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড ?
A. 600 ডিগ্ৰি
B. 700 ডিগ্ৰি
C. 800 ডিগ্ৰি
D. 1100 ডিগ্ৰি
উত্তর :- (A)
24. সালোকসংশ্লেষ সবচেয়ে কম হয় কোন আলোয় ?
A. সবুজ
B. নীল
C. হলুদ
D. লাল
উত্তর :- (A)
25. ইন্দিরা সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
A. তাপ্তি
B. নর্মদা
C. কৃষ্ণা
D. কাবেরী
উত্তর :- (B)
26. কোন গ্যাস অ্যাসিডবৃষ্টির জন্য দায়ী ?
A. মিথেন
B. অক্সিজেন
C. কার্বন মনোঅক্সাইড
D. সালফার ডাই অক্সাইড
উত্তর :- (D)
27. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
A. বিমলা
B. আর্যভট্ট
C. রোহিনী
D. অপলা
উত্তর :- (B)
28. সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি কে শোষণ করে ?
A. O3
B. CO
C. SO2
D. CH2
উত্তর :- (A)
29. সুয়েজ ক্যানাল কোথায় অবস্থিত ?
A. কিউবা
B. বুলগেরিয়া
C. ইজিপ্টে
D. বলিভিয়া তে
উত্তর :- (C)
30. Solar System কে আবিষ্কার করেন ?
A. আর্যভট্ট
B. বরাহমিহির
C. রজার বেকন
D. কোপার্নিকাস
উত্তর :- (D)