---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 03

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 03
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 03, যেটিতে গুরুত্বপূর্ণ 25 টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q in Bengali Part – 03

1. ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি ?

A. ডলফিন

B. তিমি

C. হাঙ্গর

D. ইলিশ

 উত্তর :- (A)

2. মাম্পস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয় ?

A. মাথা

B. কান

C. গলা ও গাল

D. লিভার

 উত্তর :- (C)

3. কোন গ্যাস সবচেয়ে হালকা ?

A. অক্সিজেন

B. নাইট্রোজেন

C. হাইড্রোজেন

D. মিথেন

 উত্তর :- (C)

4. চিপকো কথার অর্থ কে ?

A. বেঁধে রাখা

B. জড়িয়ে ধরা

C. আটকে রাখা

D. ছেড়ে দেওয়া

 উত্তর :- (B)

5. প্রকৃতির আঁচল কাকে বলা হয় ?

A. মরুভূমি

B. জলাশয়

C. মাটি

D. অরণ্য

 উত্তর :- (D)

6. ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?

A. রাজামুন্দ্রীতে

B. চেন্নাইয়ে

C. নাগপুরে

D. এর্নাকুলামে

 উত্তর :- (D)

7. ভারতের শেষ নোবেল পুরষ্কার বিজয়ী কোন বিষয়ে নোবেল পান ?

A. রসায়ন

B. পদার্থবিজ্ঞান

C. সাহিত্য

D. অর্থনীতি

 উত্তর :- (D)

8. পানীয় জলে প্রধান বিষ কি ?

A. আর্সেনিক

B. ক্লোরাইড

C. পটাশিয়াম

D. নাইট্রেট

 উত্তর :- (A)

9. On the path of Liberation – বইটি কার লেখা ?

A. ভগৎ সিং

B. সরোজিনী নাইডু

C. সি রাজাগোপালাচারী

D. জহরলাল নেহেরু

 উত্তর :- (A)

10. DVC কবে প্রতিষ্ঠিত হয় ?

A. ১৯৪৫ সালে

B. ১৯৫৬ সালে

C. ১৯৪৮ সালে

D. ১৯৫২ সালে

 উত্তর :- (A)

11. কোন দেশকে Lady of Snow বলা হয় ?

A. কানাডা

B. রাশিয়া

C. জার্মানি

D. পর্তুগাল

 উত্তর :- (A)

12. ইতিহাস খ্যাত বীরবলের আসল নাম কি ছিল ?

A. বীরেশ্বর

B. বিষ্ণু দাস

C. বৈরাম খাঁ

D. মহেশ দাস

 উত্তর :- (D)

13. কোন রাজার আমল থেকে ভারতে হুন আক্রমণ হয় ?

A. সম্রাট অশোক

B. সমুদ্র গুপ্ত

C. স্কন্দগুপ্ত

D. শশাঙ্ক

 উত্তর :- (C)

14. উচ্চ জন্মহার নিম্নোক্ত কোন বিষয়টির সঙ্গে সম্পর্ক যুক্ত ?

A. মহিলা স্বাক্ষরতার উচ্চহার

B. মহিলা স্বাক্ষরতার নিন্মহার

C. পুরুষ স্বাক্ষরতার নিন্মহার

D. উপরের একটিও নয়

 উত্তর :- (B)

15. নিন্মের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

A. নাইট্রোজেন

B. নাইট্রাস অক্সাইড

C. নাইট্রিক অক্সাইড

D. মিখাইল আইসোসায়ানেট

 উত্তর :- (B)

16. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?

A. হেগ

B. ওয়াশিংটন

C. প্যারিস

D. টোকিও

 উত্তর :- (A)

17. ভারতের মুক্তি সংগ্রামের প্রথম মহিলা শহীদ কে ?

A. কল্পনা দত্ত

B. কনকলতা বড়ুয়া

C. মাতঙ্গিনী হাজারা

D. প্রীতিলতা ওয়াদ্দেদার

 উত্তর :- (D)

18. কোভিড পারফরম্যান্স সূচি অনুযায়ী ভারতের স্থান কত ?

A. ৮৫ তম

B. ৮৬ তম

C. ৮৮ তম

D. ৯২ তম

 উত্তর :- (B)

19. ইকতা প্রথা কে রদ করেছিলেন ?

A. আলাউদ্দিন খলজি

B. ইলতুৎমিস

C. গিয়াস উদ্দিন বলবন

D. মহম্মদ বিন তুঘলক

 উত্তর :- (A)

20. শেরশাহের সমাধি সৌধ কোথায় রয়েছে ?

A. দিল্লিতে

B. পাঞ্জাবে

C. বিহারে

D. গুজরাটে

 উত্তর :- (C)

21. কোণার্ক সূর্য মন্দির অবস্থিত-

A. ওড়িশা

B. মধ্যপ্রদেশ

C. বিহার

D. ঝাড়খণ্ড

 উত্তর :- (A)

22. দক্ষিণ রেলওয়ের সদর দফতর-

A. চেন্নাই

B. কলকাতা

C. মহারাষ্ট্র

D. কর্ণাটক

 উত্তর :- (A)

23. পূর্ব রেলওয়ের সদর দফতর-

A. আলিপুরদুয়ার

B. জলপাইগুড়ি

C. কলকাতা

D. কোনোটিই নয়

 উত্তর :- (C)

24. মহিপালের সভাকবি কে ছিলেন-

A. সোমদেব

B. বাণভট্ট

C. রবিকীর্তি

D. রাজশেখর

 উত্তর :- (D)

25. মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ –

A. বৃহস্পতি

B. শনি

C. ইউরেনাস

D. শুক্র

 উত্তর :- (C)

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment