---Advertisement---

WBP & KP M.C.Q in Bengali Part – 04

By Siksakul

Updated on:

WBP & KP M.C.Q in Bengali Part - 04
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে WBP & KP M.C.Q in Bengali Part – 04, যেটিতে গুরুত্বপূর্ণ 25টি WBP & KP M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের WBP & KP চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

WBP & KP M.C.Q

1. কুইক সিলভার বলা হয়-

A. পারদকে

B. লোহাকে

C. তামাকে

D. কোনোটিই নয়

 উত্তর :- (A)

2. পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা-

A. বিষ্ণু শর্মা

B. বল্লাল সেন

C. কালিদাস

D. সোমদেব

 উত্তর :- (A)

3. ক্যালসাইট কোন ধাতুর আকরিক-

A. ম্যাগনেশিয়াম

B. ক্যালসিয়াম

C. সোডিয়াম

D. পটাশিয়াম

 উত্তর :- (B)

4. যশবন্ত সাগর অবস্থিত-

A. রাজস্থান

B. হরিয়ানা

C. পাঞ্জাব

D. মধ্যপ্রদেশ

 উত্তর :- (D)

5. তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন-

A. ঈশ্বরচন্দ্র গুপ্ত

B. শিশিরকুমার ঘোষ

C. অক্ষয় কুমার দত্ত

D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়

 উত্তর :- (C)

6. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়-

A. ১৭৭৮ সালে

B. ১৭৯৩ সালে

C. ১৮১১ সালে

D. ১৮৩১ সালে

 উত্তর :- (B)

7. বিশ্ব ঐতিহ্য দিবস কবে পালন করা হয়-

A. ৩ মার্চ

B. ১৮ এপ্রিল

C. ২০ জুন

D. ২৯ জুলাই

 উত্তর :- (B)

8. IPL 2024 এ Chennai Super Kings এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন-

A. Alia Bhatt

B. Katrina Kaif

C. Kiara Advani

D. Dipika Padukone

 উত্তর :- (B)

9. সম্প্রতি 75th Strandja Memorial Boxing Tournament এ সোনা জিতলেন কে ?

A. Nikil Sharma

B. Amit Panghal

C. Barun Singh

D. Manab Sarkar

 উত্তর :- (B)

10. সম্প্রতি ‘Water Warrior’ শহরের তকাম পেল –

A. কটক

B. নয়ডা

C. জয়পুর

D. নাগপুর

 উত্তর :- (B)

11. কোন রাজ্যের চতুর্থতম জীববৈচিত্র হেরিটেজ সাইট হল Gupteswar Forest ?

A. ওড়িশা

B. আসাম

C. ঝাড়খণ্ড

D. মধ্যপ্রদেশ

 উত্তর :- (A)

12. নিম্নলিখিত কোন শহরে প্রথম Digital India FutureSkills Summit 2024 আয়োজিত হয়েছে ?

A. Guwahati

B. Kolkata

C. Jodhpur

D. Siliguri

 উত্তর :- (A)

13. কোন যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয় ?

A. ম্যানোমিটার

B. ব্যারোমিটার

C. অ্যানিমোমিটার

D. কোনোটিই নয়

 উত্তর :- (A)

14. বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়-

A. ২ জনুয়ারি

B. ২ ফেব্রুয়ারী

C. ২ মার্চ

D. ২ এপ্রিল

 উত্তর :- (B)

15. অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা-

A. পাণিনি

B. কলহন

C. জয়দেব

D. বাণভট্ট

 উত্তর :- (A)

16. স্ম্যাস কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? 

A. টেনিস  

B. ব্যাডমিন্টন

C. ভলিবল 

D. হকি 

 উত্তর :- (C)

17. ভারতরত্ন পুরস্কার প্রথম দেওয়া হয় কত সালে?

A. 1954 

B. 1957 

C. 1969 

D. 1961  

 উত্তর :- (A)

18. স্পেনের জাতীয় খেলা কি? 

A. রাখবি 

B. টেনিস 

C. ফুটবল 

D. ষাঁড়ের লড়াই  

 উত্তর :- (D)

19. শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল?  

A. সন্তর

B. সরোদ 

C. সেতার 

D. বাঁশি  

 উত্তর :- (A)

20. ভারতীয় টেস্ট ক্রিকেট দলে প্রথম ক্যাপ্টেন কে ছিল? 

A. সি.কে.নাইডু 

B. লালা অমরনাথ 

C. রবিশাস্ত্রী 

D. কপিলদেব 

 উত্তর :- (A)

21. ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা ইংরেজি? 

A. উত্তরাখন্ড

B. ছত্রিশগড় 

C. তেলেঙ্গানা 

D. নাঙ্গাল্যান্ড  

 উত্তর :- (D)

22. টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? 

A. X রশ্মি 

B. অবলোহিত রশ্মি 

C. অতিবেগুনী রশ্মি  

D. মাইক্রো তরঙ্গ  

 উত্তর :- (D)

23. বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্ৰ কোথায় অবস্থিত? 

A. তিরুবনন্তপুরম

B. বেঙ্গালুরু 

C. বিশাখাপত্তনম 

D. হায়দ্রাবাদ  

 উত্তর :- (A)

24. পল্লবদের রাজধানী কোথায় ছিল?  

A. কাঞ্চিপুরম

B. মগধ

C. পাটলিপুত 

D. বাতাপি  

 উত্তর :- (A)

25. আলেকজান্ডার কত সালে ভারত আক্রমণ করেন? 

A. 356 খ্রিস্টপূর্বাব্দে  

B. 340 খ্রিস্টপূর্বাব্দে

C. 326 খ্রিস্টপূর্বাব্দে 

D. 323 খ্রীষ্টপূর্বাব্দে  

 উত্তর :- (C)


আগের পর্ব –

⦿ WBP & KP M.C.Q Part – 03

⦿ WBP & KP M.C.Q Part – 02

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment