---Advertisement---

বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের ছদ্মনাম | Pseudonyms of famous writers of Bengali literature 2024

By Siksakul

Published on:

Pseudonyms of famous writers of Bengali literature
---Advertisement---

Pseudonyms of famous writers of Bengali literature: SIKSAKUL সাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত, আজকে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের ছদ্মনাম সম্বন্ধে আলোচনা করা হল। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।

বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক লেখিকাদের ছদ্মনাম l Pseudonyms of famous writers of Bengali literature

লেখকের নামছদ্মনাম
১) স্বপন বুড়ো কার ছদ্মনাম? অখিল নিয়োগী
২) নীহারিকা দেবী কার ছদ্মনাম? অচিন্ত্যকুমার সেনগুপ্ত 
৩) ত্রিলোচন কলোমচি কার ছদ্মনাম? অনিন্দ বাগচী 
৪) রসুল আলি কার ছদ্মনাম?অবনীন্দ্রনাথ ঠাকুর 
৫) শ্রী নিরপেক্ষ কার ছদ্মনাম?অমিতাভ চৌধুরী
৬) লীলাময় রায় কার ছদ্মনাম?অন্নদাশঙ্কর রায়
৭) ইন্দ্র মিত্র কার ছদ্মনাম? অরবিন্দ গুহ
৮) সম্বন্ধ কার ছদ্মনাম?অমুল্য দাশগুপ্ত
৯) অমিয়া দেবী কার ছদ্মনাম?অমৃতলাল বন্দোপাধ্যায়
১০)  বিক্রমাদিত্য কার ছদ্মনাম?অশোক গুপ্ত 
১১)  শ্রীবাস কার ছদ্মনাম?আশুতোষ মুখোপাধ্যায়
১২)  পঞ্চানন্দ, পাঁচু ঠাকুর কার ছদ্মনাম?ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৩)  কস্যচিৎ, উপযুক্ত ভাইপোস্য কার ছদ্মনাম?ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
১৪)  হলধর পটল কার ছদ্মনাম? ‍উমাশঙ্কর হালদার
১৫)  রফিকুল ইসলাম কার ছদ্মনাম?উৎপল দত্ত
১৬)   হুতুম পেঁচা কার ছদ্মনাম?কালীপ্রসন্ন সিংহ
১৭)  ব্যাঙাচি কার ছদ্মনাম? কাজী নজরুল ইসলাম
১৮)  সুলতানা চৌধুরী কার ছদ্মনাম? কবিতা সিংহ
১৯)  অবধূত কার ছদ্মনাম? কালিকানন্দ মুখোপাধ্যায়
২০)  কপিঞ্জল কার ছদ্মনাম?কুমুদ রঞ্জন মল্লিক
২১) অকিঞ্চন  দাস কার ছদ্মনাম?  খগেন্দ্রনাথ মিত্র
২২) রূপদর্শী কার ছদ্মনাম? গৌরকিশোর ঘোষ
২৩) মুকুটাচরণ মিত্র কার ছদ্মনাম?  গিরিশচন্দ্র ঘোষ
২৪)লোকহিত কার ছদ্মনাম? গোপালহরি দেশমুখ
২৫) লোকপ্রিয় কার ছদ্মনাম? গোপিনাথ বরদলৈ
২৬) জরাসন্ধ কার ছদ্মনাম? চারুচন্দ্র চক্রবর্তী
২৭) শম্ভু মহারাজ কার ছদ্মনাম? জ্যোতির্ময় ঘোষ দস্তিদার
২৮) জ্যোৎস্না রায় কার ছদ্মনাম?  জ্যোতিরিন্দ্র নন্দী
২৯) ধনঞ্জয় বৈরাগী কার ছদ্মনাম?  তরুণ রায়
৩০)  হাবু শর্মা কার ছদ্মনাম? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩১)  বেদুইন কার ছদ্মনাম?  দেবেশ রায়
৩২)  নীলকন্ঠ কার ছদ্মনাম? দীপেন্দ্রনাথ সান্যাল
৩৩)  ভীষ্মদেব কার ছদ্মনাম?  দেবব্রত মল্লিক
৩৪)  কেঞ্চিৎ পথিকেনাভি প্রাণীতম কার ছদ্মনাম?  দীনবন্ধু মিত্র
৩৫)  সুনন্দ কার ছদ্মনাম?  নারায়ন গঙ্গোপাধ্যায়
৩৬)  বিকর্ণ কার ছদ্মনাম?  নারায়ণ সান্যাল
৩৭)  শ্রীপান্থ কার ছদ্মনাম? নিখিল সরকার
৩৮)  দীপক চৌধুরী কার ছদ্মনাম?  নিহার ঘোষাল
৩৯) বানভট্ট কার ছদ্মনাম?  নীহাররঞ্জন গুপ্ত
৪০)  রঞ্জন কার ছদ্মনাম?  নিরঞ্জন মজুমদার
৪১) মানিক বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম?  প্রবোধ বন্দ্যোপাধ্যায়
৪২) প্রবুদ্ধ কার ছদ্মনাম? প্রবোধ চন্দ্র বসু
৪৩) প্রণাবী কার ছদ্মনাম? প্রমথনাথ বিশী
৪৪) এক কলমি কার ছদ্মনাম?  পরিমল গোস্বামী
৪৫) শ্রীমন্ত কার ছদ্মনাম? পরেশ ভট্টাচার্য
৪৬) টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? প্যারীচাঁদ মিত্র
৪৭) সমুদ্র গুপ্ত কার ছদ্মনাম? পূর্ণেন্দু পত্রী
৪৮) বীরবল কার ছদ্মনাম? প্রমথ চৌধুরী
৪৯) উদয় ভানু কার ছদ্মনাম? প্রাণতোষ ঘটক
৫০)  মহাস্থবির কার ছদ্মনাম? প্রেমাঙ্কুর আতর্থী
৫১)  কাফি খাঁ কার ছদ্মনাম?  প্রফুল্ল চন্দ্র লাহিড়ী
৫২)  কাকাবাবু কার ছদ্মনাম? প্রভাত কিরণ বসু
৫৩)  রাধারানী দেবী কার ছদ্মনাম?  প্রভাত কুমার মুখোপাধ্যায়
৫৪) কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম? প্রেমেন্দ্র মিত্র
৫৫) বনফুল কার ছদ্মনাম?বলাইচাঁদ মুখোপাধ্যায়
৫৬)  কমলাকান্ত চক্রবর্তী কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৫৭)  কাল পেঁচা কার ছদ্মনাম? বিনয় ঘোষ
৫৮)  যাযাবর কার ছদ্মনাম? বিনয় কুমার মুখোপাধ্যায়
৫৯) মৌমাছি কার ছদ্মনাম? বিমল ঘোষ
৬০) সম্রাট সেন কার ছদ্মনাম? বেচু প্রামানিক
৬১) বিরুপাক্ষ কার ছদ্মনাম? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র
৬২) বাণীকুমার কার ছদ্মনাম? বৈদ্যনাথ ভট্টাচার্য
৬৩) শ্রীবাস্তব কার ছদ্মনাম? বিমল কর
৬৪) প্রমথনাথ শর্মা কার ছদ্মনাম? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়
৬৫) শুভঙ্কর কার ছদ্মনাম? ভৃগু রাম দাস
৬৬) চানক্য সেন কার ছদ্মনাম? ভবানী সেনগুপ্ত
৬৭) ইন্দিরা দেবী কার ছদ্মনাম? ভূদেব মুখোপাধ্যায়
৬৮) অভয়ঙ্কর কার ছদ্মনাম? ভবানী মুখোপাধ্যায়
৬৯) যুবনাশ্ব কার ছদ্মনাম? মনীশ ঘটক
৭০) দৃষ্টিহীন কার ছদ্মনাম? মধুসূদন মজুমদার
৭১) টিমোথী পেনপোয়েম কার ছদ্মনাম? মধুসূদন দত্ত
৭২) চিত্রগুপ্ত কার ছদ্মনাম? মনোমোহন ঘোষ
৭৩) শংকর কার ছদ্মনাম? মণিশংকর মুখোপাধ্যায়
৭৪) শ্রীমা কার ছদ্মনাম? মহেন্দ্রনাথ গুপ্ত
৭৫) যোগেশ্বর দাস কার ছদ্মনাম? মুকুন্দ দাস
৭৬) সত্য সুন্দর দাস কার ছদ্মনাম? মতিলাল মজুমদার 
৭৭) দর্পনারায়ন পতিতুণ্ড কার ছদ্মনাম? মানিক বন্দ্যোপাধ্যায় 
৭৮) ভানুসিংহ, আন্নাকালী পাকড়াশী, অকপট ভাস্কর, রবি শশী, নিবারণ চক্রবর্তী, দিগশুন্য ভট্টাচার্য কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর 
৭৯) দিবাকর শর্মা কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ মৈত্র
৮০) পরশুরাম কার ছদ্মনাম? রাজ শেখর বসু
৮১) অপরাজিতা দেবী কার ছদ্মনাম? রাধারানী দেবী
৮২) কনিষ্ক কার ছদ্মনাম?  রাম বসু
৮৩) বিজ্ঞান ভিক্ষু কার ছদ্মনাম?  ললিত মুখোপাধ্যায়
৮৪) চন্দ্রহাঁস, গৌড়মল্লার কার ছদ্মনাম?  শরবিন্দু বন্দ্যোপাধ্যায়
৮৫) অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮৬) দাদা ঠাকুর কার ছদ্মনাম?  শরৎচন্দ্র মুখোপাধ্যায়
৮৭) বহুরূপী কার ছদ্মনাম?  শৈলেন দে
৮৮) পাপু কার ছদ্মনাম?  সুব্রত সরকার
৮৯) প্রমথনাথ বসু কার ছদ্মনাম? সঞ্জীব চট্টোপাধ্যায়
৯০) কালকূট,  ভ্রমর কার ছদ্মনাম? সমরেশ বসু 
৯১) কালপুরুষ কার ছদ্মনাম? সমরেশ মজুমদার
৯২) নীললোহিত, নীল উপাধ্যায়, সনাতন পাঠক কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়
৯৩) সত্যপীর,  অমর খৈয়াম কার ছদ্মনাম? সৈয়দ মুজতবা আলী
৯৪) সুপান্থ কার ছদ্মনাম?  সুবোধ ঘোষ
৯৫) দেবদত্ত রায় কার ছদ্মনাম? সুধীর কুমার রায়
৯৬) দিলদার কার ছদ্মনাম? সুজিত কুমার নাগ
৯৭) অমিতাভ কার ছদ্মনাম?  সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়
৯৮) সতু কার ছদ্মনাম?  সত্যেন্দ্রনাথ বসু
৯৯) নবকুমার কবিরত্ন,  কিংশুক কার ছদ্মনাম? সত্যেন্দ্রনাথ দত্ত
১০০) মানব মিত্র কার ছদ্মনাম?  সুমন চট্টোপাধ্যায়
১০১) ঢোল গোবিন্দ,   ফকির কার ছদ্মনাম?  সুভাষ মুখোপাধ্যায়
১০২) বিবিদিষানন্দ কার ছদ্মনাম? স্বামী বিবেকানন্দ
১০৩) নচিকেতা ঘোষ কার ছদ্মনাম?  হরিপদ ঘোষ
---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment