---Advertisement---

ভারতীয় সংবিধান MCQ পর্ব ০১ | Indian Constitution MCQ in Bengali Part 01

By Siksakul

Published on:

Indian Constitution MCQ in Bengali Part 01
---Advertisement---

ভারতীয় সংবিধান MCQ l Indian Constitution MCQ in Bengali Part 01: আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০১। যেটিতে গুরুত্বপূর্ণ ৩০টি ভারতীয় সংবিধান M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

ভারতীয় সংবিধান MCQ l Indian Constitution MCQ in Bengali Part 01

1. বঙ্গবিভাগ ও কার্যকারী হবার তারিখ কী ছিল ?

A.22 শে জুলাই 1911

B.16 ই অক্টোবর 1905

C.29 শে মার্চ 1901

D.14 ই আগস্ট 1946 

উত্তর – (B)

2. ভারতের ইতিহাসে কে কুনিকনামে পরিচিত ?

A.বিন্দুসার

B.অশোক

C.বিম্বিসার

D.অজাতশতত্রু 

উত্তর – (D)

3. কোন সালে ভারতীয় পার্লামেন্ট মৌলিক কর্তব্য সংক্রান্ত অংশটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন ?

A.1980

B.1978

C.1976

D.1982 

উত্তর – (C)

4. সন্ধ্যাকার নন্দী হলেন  –

A.চিকিৎসক

B.দোহা রচয়িতা

C.দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি

D.রামচরিত কাব্য রচয়িতা 

উত্তর – (D)

5. পদাধিকারবলে ভারতের পরিকল্পনা কমিশনের সভাপতি ?

A.উপ-রাষ্ট্রপতি

B.রাষ্ট্রপতি

C.প্রধানমন্ত্রী

D.অর্থমন্ত্রী 

উত্তর – (C)

6. “আগামী পঞ্চাশ বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারতমাতা” -কে বলেছিলেন ?

A.স্বামী বিবেকানন্দ

B.শ্রীঅরবিন্দ ঘোষ

C.বালগঙ্গাধর তিলক

D.অশ্বিনিকুমার দত্ত 

উত্তর – (A)

7. কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবসবলে ঘোষণা করেছিল ?

A.16 আগস্ট, 1946

B.4 ডিসেম্বর, 1946

C.16 মে, 1946

D.3 সেপ্টেম্বর, 1946 

উত্তর – (A)

8. বন্দে মাতরমগানটি নেওয়া হয়েছে ?

A.গোরা

B.পথেরদাবী

C.দুর্গেশনন্দিনী

D.আনন্দমঠ 

উত্তর – (D)

9. আলেকজান্ডার কার বিরুদ্ধে হাইদাস পিসের যুদ্ধ করেছিলেন ?

A.চন্দ্রগুপ্ত মৌর্য

B.পুরু

C.ধননন্দ

D.কোনোটাই নয় 

উত্তর – (B)

10. ব্রতচারীআন্দোলন কে গড়ে তুলেছিলেন ?

A.দয়ানন্দ সরস্বতী

B.স্বামী বিবেকানন্দ

C.গুরুসদর দত্ত

D.বাল গঙ্গাধর তিলক 

উত্তর – (C)

11. রামমোহন রায়কে কে রাজাউপাধি দেন ?

A.দ্বিতীয় আকবর

B.বাহাদুর শাহ জাফর

C.মহম্মদ শাহ

D.জাহান্দার শাহ 

উত্তর – (A)

12. টেলিভিশনের রিমোট কন্ট্রোল এ কোন ধরনের তড়িৎচম্বকীর তরঙ্গ ব্যবহৃত হয় ?

A.আল্ট্রাভায়োলেট তরঙ্গ

B.দৃশ্যমান তরঙ্গ

C.ইনফ্রারেড তরঙ্গ

D.কোনোটিই নয় 

উত্তর – (C)

13. নিম্নের কোন রোগ প্রতিরোধে BCG ভ্যাকসিন দেওয়া হয় ?

A.যক্ষ্মা

B.পোলিও

C.জন্ডিস

D.এনিমিয়া 

উত্তর – (A)

14. 1950 সালে গঠিত প্ল্যানিং কমিশনের প্রথম সভাপতি কে ছিলেন ?

A.রাজেন্দ্র প্রসাদ

B.মতিলাল নেহরু

C.বি আর আম্বেদকর

D.জওহরলাল নেহেরু 

উত্তর – (D)

15. নীলগিরি বায়োস্ফীয়ার রিজার্ভ কোন সালে UNESCO -র স্বীকৃতি লাভ করে ?

A.1978

B.1986

C.1983

D.1988 

উত্তর – (B)

16. কেওলাদিও ন্যাশনাল পার্ক ভারতে কোন রাজ্যে অবস্থিত ?

A.গুজরাট

B.রাজস্থান

C.আসাম

D.মণিপুর 

উত্তর – (B)

17. সূর্য ও নক্ষত্রের শক্তির প্রধান উৎস কি ?

A.নিউক্লিয়ার ফিউসন

B.নিউক্লিয়ার ফিসন

C.হিট

D.রেডিও অ্যাকটিভিটি 

উত্তর – (A)

18. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?

A.9 মিনিট

B.9 মিনিট 10 সেকেন্ড

C.8 মিনিট

D.8 মিনিট 20 সেকেন্ড 

উত্তর – (D)

19. ভূমিকম্পনের তীব্রতা পরিমাপের জন্য ব্যবহৃত হয় ?

A.সিসমোগ্রাফ

B.হাইড্রোমিটার

C.ল্যাক্টোমিটার

D.ফ্রেসকোগ্রাফ 

উত্তর – (A)

20. মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে ?

A.বাংলাদেশ

B.মায়ানমার

C.ভুটান

D.শ্রীলঙ্কা  

উত্তর – (D)

21. বায়ুরচাপ মাপার যন্ত্র হচ্ছে  —

A.মিটার

B.থার্মোমিটার

C.স্পিডোমিটার

D.ব্যারোমিটার 

উত্তর – (D)

22. কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয় ?

A.ব্যাঙ্গালোরকে

B.কলকাতাকে

C.পুনেকে

D.হায়দ্রাবাদকে 

উত্তর – (A)

23. পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি ?

A.আরবিয়া

B.সাহারা

C.থর

D.কালাহারি 

উত্তর – (B)

24. পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর-পূর্ব ভারতে প্রবেশদ্বার বলা হয় ?

A.আলিপুরদুয়ার

B.জলপাইগুড়ি

C.শিলিগুড়ি

D.কোচবিহার 

উত্তর – (C)

25. নিম্নলিখিত কোন রাজ্যে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ?

A.গুজরাট

B.তামিলনাড়ু

C.কেরালা

D.অন্ধ্রপ্রদেশ 

উত্তর – (A)

26. তিস্তা ও দিহাং নদীর মাঝখানে হিমালয় কী নামে পরিচিত ?

A.পাঞ্জাব হিমালয়

B.নেপাল হিমালয়

C.কুমায়ুন হিমালয়

D.আসাম হিমালয় 

উত্তর – (D)

27. জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ?

A.65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

B.16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

C.6-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

D.0-5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি 

উত্তর – (B)

28. ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?

A.ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী

B.মীনম্বক্কম আন্তর্জাতিক বিমানবন্দর, মাদ্রাজ

C.জওহরলাল নেহেরু আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই

D.নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা 

উত্তর – (A)

29. ভারতের সর্বপ্রথম রেল গাড়ি কবে চালু হয় ?

A.15 এপ্রিল, 1873

B.16 এপ্রিল, 1853

C.19 মার্চ, 1950

D.19 এপ্রিল, 1850 

উত্তর – (B)

30. 2011 সালে আদিমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?

1.নাগাল্যান্ড

2.অরুণাচল প্রদেশ

3.মণিপুর

4.মিজোরাম 

উত্তর – (B)

---Advertisement---

Related Post

PSPCL Assistant Lineman Recruitment 2025: Apply Online for 2500 ALM Vacancies

PSPCL Assistant Lineman Recruitment 2025: Punjab State Power Corporation Limited (PSPCL) has officially released the Assistant Lineman (ALM) Recruitment 2025 notification for 2500 vacancies. Eligible and interested candidates ...

World Famous Statues List PDF 2025 l বিশ্বের বিখ্যাত স্ট্যাচু তালিকা PDF 2025

World Famous Statues List PDF 2025: বিভিন্ন সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় (WBCS, SSC, UPSC, Railways, Banking, PSC) বিশ্বের বিখ্যাত স্ট্যাচু সম্পর্কিত প্রশ্ন প্রায়ই আসে। তাই পরীক্ষার্থীদের সাহায্য করতে, ...

Environmental Studies SAQ l পরিবেশ বিদ্যা SAQ

আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরিবেশ বিদ্যা প্রশ্নোত্তর PDF, যেখানে পরিবেশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (SAQ) সংকলন করা হয়েছে। Primary TET, CTET, Upper Primary TET ...

West Bengal GK Questions And Answers l পশ্চিমবঙ্গ জিকে প্রশ্নোত্তর l পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ

West Bengal GK Questions And Answers: পশ্চিমবঙ্গের সাধারণ জ্ঞান (West Bengal General Knowledge) বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় (WBCS, WBPSC, SSC, Railways, Police, Group-D) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরীক্ষায় ...

Leave a Comment