---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 13 l অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১৩ | ICDS Practice Set 2024

By Siksakul

Published on:

Anganwadi Workers and Helpers Practice Set 13
---Advertisement---

Anganwadi Workers and Helpers Practice Set 13: রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের তৎপরতা শুরু হয়েছে। বিভিন্ন জেলার পক্ষ থেকে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বেশকয়েটি জেলায় আবেদন প্রক্রিয়া চলছে। পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে এই ওয়েবসাইটে প্রতিদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট পাবলিশ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ের সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী প্রশ্ন দিয়ে আজকের প্র্যাকটিস সেটটি সাজানো হয়েছে। গুরুত্ত্বপূর্ণ টপিক থেকে বাছাই করা কামানযোগ্য প্রশ্ন দেওয়া হয়েছে এই প্র্যাকটিস সেটা। প্রতিটি প্রশ্নের নিচেই উত্তর দেওয়া হয়েছে।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন করা হয়। বিগত সময়ে এই পরীক্ষায় মূলত MCQ টাইপের প্রশ্ন দেওয়া হয়েছে। আজকের প্র্যাকটিস সেটে ১০ টি গুরুত্ত্বপূর্ণ MCQ টাইপের প্রশ্নোত্তর দেওয়া হল।

Anganwadi Workers and Helpers Practice Set 13 l ICDS Practice Set in Bengali

1. ভারতীয় সংবিধানের 370 ধারা বাতিল করার জন্য নিম্নে উল্লেখিত রাষ্ট্রগুলির মধ্যে কোনটি ভারত সরকারের সমালোচনা করেছে?

[A] বাংলাদেশ
[B] সংযুক্ত আমীরশাহী
[C] তুরস্ক
[D] সৌদি আরব রাষ্ট্র

উত্তরঃ [A] বাংলাদেশ

2. হাম রোগের প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়?

[A] TT
[B] DPT
[C] হাম ভ্যাকসিন
[D] DT

উত্তরঃ [C] হাম ভ্যাকসিন

3. নিম্নে উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে হকি খেলোয়াড় নন?

[A] ধ্যানচাঁদ
[B] মিলখা সিং
[C] সর্দার সিং
[D] সন্দীপ সিং

উত্তরঃ [B] মিলখা সিং

4. নিউমোনিয়া রোগে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়?

[A] ফুসফুস
[B] মস্তিষ্ক
[C] চোখ
[D] অস্থি সন্ধি

উত্তরঃ [A] ফুসফুস

5. একটি শিশুর প্রতি মিনিটে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের হার কত?

[A] 20-30 বার
[B] 30-40 বার
[C] 10-20 বার
[D] 60-70 বার

উত্তরঃ [B] 30-40 বার

6. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন—

[A] ডঃ রাজেন্দ্র প্রসাদ
[B] ডঃ বি. আর. আম্বেদকর
[C] সি. রাজাগোপালাচারী
[D] ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ

উত্তরঃ [C] সি. রাজাগোপালাচারী

আরও পড়ুনঃ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট ১২

7. মাড়ি ফোলা ও রক্ত পড়া কোন্ ভিটামিনের অভাবজনিত লক্ষণ?

[A] ভিটামিন C
[B] ভিটামিন K
[C] ভিটামিন D
[D] ভিটামিন A

উত্তরঃ [A] ভিটামিন C

8. পারদ দূষনের কারণে কি রোগ হয়?

[A] ডিসলেক্সিয়া
[B] ব্ল্যাক ফুট
[C] মিনামাটা
[D] কোনোটিই নয়

উত্তর [C] মিনামাটা

9. ভারতের প্রাচীনকালে ’পঞ্চায়েত’ কথাটির প্রচলিত অর্থ কি ছিল?

[A] পাঁচ জনের মধ্যে
[B] সাত জনের মধ্যে
[C] তিন জনের মধ্যে
[D] দশ জনের মধ্যে

উত্তরঃ [A] পাঁচ জনের মধ্যে

10. অপটিক স্নায়ু হলো একটি—

[A] মোটর স্নায়ু
[B] স্পাইনাল স্নায়ু
[C] মিশ্র স্নায়ু
[D] সেনসরি স্নায়ু

উত্তর [D] সেনসরি স্নায়ু

---Advertisement---

Related Post

UPSC Accounts Officer Recruitment Notification 2025 Out l UPSC অ্যাকাউন্টস অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে

UPSC Accounts Officer Recruitment Notification 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) ডেপুটেশনের ভিত্তিতে (স্বল্পমেয়াদী চুক্তি সহ) ০১টি অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করছে। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০২ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 02: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক প্রস্তুতির ...

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01 l RRB NTPC জিকে প্র্যাকটিস সেট বাংলা – ০১ | গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

RRB NTPC GK Practice Set in Bengali Part – 01: RRB NTPC পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান (GK) প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বিভাগ থেকে অনেক প্রশ্ন আসে। সঠিক ...

রেলওয়ে গ্রুপ-ডি নিয়োগ ২০২৫: অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু, মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ

সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ-ডি পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে। মাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সহজেই আবেদন করতে পারবেন। এটি দেশের ...

Leave a Comment