---Advertisement---

Biology M.C.Q in Bengali Part 02 | জীববিদ্যা M.C.Q প্রশ্নোত্তর

By Siksakul

Published on:

Biology M.C.Q in Bengali Part - 02
---Advertisement---

আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জীববিদ্যা M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০২। যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জীববিদ্যা M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।

Biology M.C.Q in Bengali Part – 02 | জীববিদ্যা M.C.Q প্রশ্নোত্তর

1. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো ?

A. থাইরয়েড

B. পিটুইটারি

C. পিনিয়াল

D. হাইপোথ্যালামাস 

উত্তর :- (A)

2. নিম্নলিখিত কোন রোগের জন্য BCG ভ্যাকসিন ব্যবহার করা হয় ?

A. যক্ষ্মা 

B. গুটি বসন্ত

C. হুপিং কাশি 

D. সবকটি

উত্তর :- (A)

3. ঘ্রাণ অনুভূতি গৃহীত কীসের দ্বারা ?

A. সেরিব্রাম দ্বারা

B. পিটুইটারি দ্বারা 

C. অলফ্যাকটরি লোব দ্বারা 

D. হাইপোথ্যালামাস দ্বারা 

উত্তর :- (C)

4. ত্বকে রঙের কারণ কোনটি ?

A. লিম্ফোসাইট

B. মনোসাইট 

C. কাইনিন

D. মেলানিন

উত্তর :- (D)

5. ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কী ?

A. ইউরিয়া

B. অ্যামোনিয়া 

C. ইউরিক অ্যাসিড 

D. অ্যামাইনো অ্যাসিড 

উত্তর :- (A)

6. উদ্ভিদ কোষের বাইরের আবরণটি কী দিয়ে গঠিত হয় ?

A. সেলুলোজ

B. গ্লাইকোকালিক্স

C. কাইটিন

D. লিগনিন

উত্তর :- (A)

7. কাটলফিশ নিম্নের কোন কোন পর্বের অন্তর্গত ?

A. পাইসেস (মৎস্য)

B. মোলাস্কা (কম্বোজ)

C. অ্যানিলিডা (অঙ্গুরীমাল)

D. একাইনোডার্মাটা (কন্টকত্বক)

উত্তর :- (B)

8. নিম্নলিখিত কোন জোড়টির দ্বিসংবহন পথ আছে ?

A. মাছ এবং পক্ষী 

B. উভচর এবং স্তন্যপায়ী 

C. পক্ষী এবং স্তন্যপায়ী 

D. সরীসৃপ এবং স্তন্যপায়ী 

উত্তর :- (C)

9. ফুলের গর্ভপত্রের ফোলা নীচের অংশটিকে কি বলা হয় ?

A. গর্ভদণ্ড

B. গর্ভমুণ্ড

C. পরাগরেণু

D. ডিম্বাশয়

উত্তর :- (D)

10. ইনফ্লুয়েঞ্জা কি ঘটিত রোগ ?

A. ভাইরাস 

B. ছত্রাক

C. প্রটোজোয়ান

D. ব্যাকটেরিয়া

উত্তর :- (A)

11. নিম্নলিখিত কোন প্রানীটি উষ্ণ-রক্ত বিশিষ্ট হয় ? 

A. মাছ 

B. পায়রা

C. ব্যাঙ 

D. কুমীর 

উত্তর :- (B)

12. পিত্ত রস কোথায় উৎপন্ন হয় ?

A. বৃক্ক

B. ফুসফুস

C. যকৃৎ

D. লালাগ্রন্থি

উত্তর :- (C)

13. উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য, সেটি কোনটি ?

A. স্ক্লেরেনকাইমা

B. প্যারেনকাইমা 

C. কোলেনকাইমা 

D. উপরের কোনওটি নয় 

উত্তর :- (C)

14. নিম্নের কোন কোষ অঙ্গাণুটি কোষের “আত্মঘাতী থলি” নামে পরিচিত ?

A. লাইসোজোম

B. প্লাস্টিড

C. মাইটোকন্ড্রিয়া

D. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

উত্তর :- (A)

15. নীচের কোনটি সবুজ শৈবালের উদাহরণ ?

A. ফিউকাস 

B. ক্ল্যামাইডোমোনাস

C. লামিনারিয়া

D. সারগাসম 

উত্তর :- (B)

16. ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক কে ছিলেন ?

A. অ্যালেক জেফ্রিস 

B. হরগোবিন্দ খুরানা

C. জেমস ওয়াটসন

D. নীরেনবার্গ

উত্তর :- (A)

17. চিংড়ি এবং প্রজাপতিতে কীসের উপস্থিত থাকার কারণে এগুলি একই পর্বের অন্তর্ভুক্ত হয় ?

A. অ্যান্টেনা

B. সংযুক্ত পদ 

C. বিভক্ত শরীর

D. দ্বিপাক্ষিক প্রতিসাম্য

উত্তর :- (B)

18. মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয় ?

A. প্যাকাইটিন

B. লেপটোটিন

C. জাইগোটিন

D. প্রথম মেটাফেজ

উত্তর :- (C)

19. কোষীয় শ্বসনে অক্সিজেনের আসল ভূমিকা কী ?

A. এটি গ্লুকোজ ভেঙে দেয়।

B. এটি উত্সেচককে উদ্দীপিত করে।

C. এটি মাইটোকন্ড্রিয়াকে সক্রিয় করে।

D. এটি হল ইটিসি-তে ইলেকট্রনের সর্বশেষ গ্রহণকারী। 

উত্তর :- (D)

20. উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত ?

A. সেলুলোজ

B. লিপিড

C. লাইপোপ্রোটিন

D. কার্বোহাইড্রেট

উত্তর :- (A)

21. নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে ?

A. ভিটামিন D

B. ভিটামিন K

C. ভিটামিন D

D. ভিটামিন C

উত্তর :- (B)

22. নিম্নের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই ?

A. স্কুইড

B. অক্টোপাস

C. তিমি

D. ক্লাউন ফিশ

উত্তর :- (C)

23. নিম্নের কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিয়োটিক কোষের সাদৃশ্য রয়েছে ?

A. শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট

B. শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া

C. ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই

D. কোনোটিই নয়

উত্তর :- (C)

24. পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?

A. পিত্ত রস, অগ্ন্যাশয় রস

B. অগ্ন্যাশয় রস, লালারস 

C. লালারস, হাইড্রোক্লোরিক অ্যাসিড

D. হাইড্রোক্লোরিক অ্যাসিড, শ্লেষ্মা

উত্তর :- (A)

25. রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল ?

A. সালোকসংশ্লেষ

B. প্রোটিন সংশ্লেষ

C. ফ্যাট সংশ্লেষ

D. শ্বসন 

উত্তর :- (B)

---Advertisement---

Related Post

MPPSC Recruitment 2025 Notification Out for 2117 Assistant Professors and Other Post

The Madhya Pradesh Public Service Commission (MPPSC) has officially announced the recruitment of Assistant Professors and Sports Officers for 2025. Eligible candidates who are interested in these positions ...

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

NRRMS Recruitment 2025, Apply Online for 19324 Vacancies Now

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams l রেলওয়ে, এসএসসি এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ GK MCQ প্র্যাকটিস সেট 6

Important GK Practice Set 6 for Railway, SSC, and Other Exams: সাধারণ জ্ঞান (GK) প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন রেলওয়ে, SSC, এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধুমাত্র ...

Leave a Comment