আজ আপনাদের জন্য আয়োজন করা হয়েছে জীববিদ্যা M.C.Q প্রশ্নোত্তর পর্ব – ০২। যেটিতে গুরুত্বপূর্ণ ২৫টি জীববিদ্যা M.C.Q প্রশ্ন ও উত্তর দেওয়া হয়েছে। এ প্রশ্নগুলি আপনাদের যেকোনো চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে উপকার করবে।
Biology M.C.Q in Bengali Part – 02 | জীববিদ্যা M.C.Q প্রশ্নোত্তর
1. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো ?
A. থাইরয়েড
B. পিটুইটারি
C. পিনিয়াল
D. হাইপোথ্যালামাস
উত্তর :- (A)
2. নিম্নলিখিত কোন রোগের জন্য BCG ভ্যাকসিন ব্যবহার করা হয় ?
A. যক্ষ্মা
B. গুটি বসন্ত
C. হুপিং কাশি
D. সবকটি
উত্তর :- (A)
3. ঘ্রাণ অনুভূতি গৃহীত কীসের দ্বারা ?
A. সেরিব্রাম দ্বারা
B. পিটুইটারি দ্বারা
C. অলফ্যাকটরি লোব দ্বারা
D. হাইপোথ্যালামাস দ্বারা
উত্তর :- (C)
4. ত্বকে রঙের কারণ কোনটি ?
A. লিম্ফোসাইট
B. মনোসাইট
C. কাইনিন
D. মেলানিন
উত্তর :- (D)
5. ব্যাঙের মুখ্য রেচন পদার্থ কী ?
A. ইউরিয়া
B. অ্যামোনিয়া
C. ইউরিক অ্যাসিড
D. অ্যামাইনো অ্যাসিড
উত্তর :- (A)
6. উদ্ভিদ কোষের বাইরের আবরণটি কী দিয়ে গঠিত হয় ?
A. সেলুলোজ
B. গ্লাইকোকালিক্স
C. কাইটিন
D. লিগনিন
উত্তর :- (A)
7. কাটলফিশ নিম্নের কোন কোন পর্বের অন্তর্গত ?
A. পাইসেস (মৎস্য)
B. মোলাস্কা (কম্বোজ)
C. অ্যানিলিডা (অঙ্গুরীমাল)
D. একাইনোডার্মাটা (কন্টকত্বক)
উত্তর :- (B)
8. নিম্নলিখিত কোন জোড়টির দ্বিসংবহন পথ আছে ?
A. মাছ এবং পক্ষী
B. উভচর এবং স্তন্যপায়ী
C. পক্ষী এবং স্তন্যপায়ী
D. সরীসৃপ এবং স্তন্যপায়ী
উত্তর :- (C)
9. ফুলের গর্ভপত্রের ফোলা নীচের অংশটিকে কি বলা হয় ?
A. গর্ভদণ্ড
B. গর্ভমুণ্ড
C. পরাগরেণু
D. ডিম্বাশয়
উত্তর :- (D)
10. ইনফ্লুয়েঞ্জা কি ঘটিত রোগ ?
A. ভাইরাস
B. ছত্রাক
C. প্রটোজোয়ান
D. ব্যাকটেরিয়া
উত্তর :- (A)
11. নিম্নলিখিত কোন প্রানীটি উষ্ণ-রক্ত বিশিষ্ট হয় ?
A. মাছ
B. পায়রা
C. ব্যাঙ
D. কুমীর
উত্তর :- (B)
12. পিত্ত রস কোথায় উৎপন্ন হয় ?
A. বৃক্ক
B. ফুসফুস
C. যকৃৎ
D. লালাগ্রন্থি
উত্তর :- (C)
13. উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য, সেটি কোনটি ?
A. স্ক্লেরেনকাইমা
B. প্যারেনকাইমা
C. কোলেনকাইমা
D. উপরের কোনওটি নয়
উত্তর :- (C)
14. নিম্নের কোন কোষ অঙ্গাণুটি কোষের “আত্মঘাতী থলি” নামে পরিচিত ?
A. লাইসোজোম
B. প্লাস্টিড
C. মাইটোকন্ড্রিয়া
D. এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
উত্তর :- (A)
15. নীচের কোনটি সবুজ শৈবালের উদাহরণ ?
A. ফিউকাস
B. ক্ল্যামাইডোমোনাস
C. লামিনারিয়া
D. সারগাসম
উত্তর :- (B)
16. ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের জনক কে ছিলেন ?
A. অ্যালেক জেফ্রিস
B. হরগোবিন্দ খুরানা
C. জেমস ওয়াটসন
D. নীরেনবার্গ
উত্তর :- (A)
17. চিংড়ি এবং প্রজাপতিতে কীসের উপস্থিত থাকার কারণে এগুলি একই পর্বের অন্তর্ভুক্ত হয় ?
A. অ্যান্টেনা
B. সংযুক্ত পদ
C. বিভক্ত শরীর
D. দ্বিপাক্ষিক প্রতিসাম্য
উত্তর :- (B)
18. মায়োসিসের কোন পর্যায়ে সাইন্যাপসিস হয় ?
A. প্যাকাইটিন
B. লেপটোটিন
C. জাইগোটিন
D. প্রথম মেটাফেজ
উত্তর :- (C)
19. কোষীয় শ্বসনে অক্সিজেনের আসল ভূমিকা কী ?
A. এটি গ্লুকোজ ভেঙে দেয়।
B. এটি উত্সেচককে উদ্দীপিত করে।
C. এটি মাইটোকন্ড্রিয়াকে সক্রিয় করে।
D. এটি হল ইটিসি-তে ইলেকট্রনের সর্বশেষ গ্রহণকারী।
উত্তর :- (D)
20. উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে গঠিত ?
A. সেলুলোজ
B. লিপিড
C. লাইপোপ্রোটিন
D. কার্বোহাইড্রেট
উত্তর :- (A)
21. নিম্নলিখিত কোনটি রক্তের জমাট বাঁধার জন্য সাহায্য করে ?
A. ভিটামিন D
B. ভিটামিন K
C. ভিটামিন D
D. ভিটামিন C
উত্তর :- (B)
22. নিম্নের কোন জলজ প্রাণীর মধ্যে ফুলকা নেই ?
A. স্কুইড
B. অক্টোপাস
C. তিমি
D. ক্লাউন ফিশ
উত্তর :- (C)
23. নিম্নের কোন অঙ্গাণুর সঙ্গে প্রোক্যারিয়োটিক কোষের সাদৃশ্য রয়েছে ?
A. শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট
B. শুধুমাত্র মাইটোকন্ড্রিয়া
C. ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ই
D. কোনোটিই নয়
উত্তর :- (C)
24. পৌষ্টিক নালীর অঙ্গগুলির দ্বারা নিঃসৃত কোন রস চর্বি হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ?
A. পিত্ত রস, অগ্ন্যাশয় রস
B. অগ্ন্যাশয় রস, লালারস
C. লালারস, হাইড্রোক্লোরিক অ্যাসিড
D. হাইড্রোক্লোরিক অ্যাসিড, শ্লেষ্মা
উত্তর :- (A)
25. রাইবোজোমগুলি কোন প্রক্রিয়ার কার্যস্থল ?
A. সালোকসংশ্লেষ
B. প্রোটিন সংশ্লেষ
C. ফ্যাট সংশ্লেষ
D. শ্বসন
উত্তর :- (B)